নতুন বছরকে স্বাগত জানাতে একটু ড্রয়িং করার চেষ্টা করলাম।

in আমার বাংলা ব্লগ8 days ago

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম / আদাব। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি একটি ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমি ড্রয়িং তেমন পারি না, তাও ক্ষুদ্র চেষ্টা করলাম। আমি এটি এঁকেছি ইউটিউব এর একটি ভিডিওর অনুকরণে।

কভার ফটো

1000221305.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • পেন্সিল
  • খাতা
  • বর্ডার মার্কার
  • স্কেল
  • রাবার
  • কম্পাস

ধাপ ১ঃ

1000221287.jpgপ্রথমে আমি কম্পাস দিয়ে খাতায় একটি বড় বৃত্ত আকঁলাম।

ধাপ ২ঃ

1000221288.jpgএরপর স্কেল ধরে উপরে ও নিচে দুটো দাগ কেটে নিলাম, অনেকটা জ্যা এর অর্ধেক এর মতো করে। এর পর পাহাড় সদৃশ দেখানোর জন্য নিচের দিকে আঁকাবাকা করে একটি রেখা আঁকলাম।

ধাপ ৩ঃ

1000221290.jpg

এরপর বৃত্তের ভেতরে উপরের দিকে একটি ছোট বৃত্ত আঁকলাম চাঁদের মতো করে, এরপর উপর দিক থেকে নিচের দিকে পেন্সিল দিয়ে ঘন করে এঁকে নিলাম কালো মেঘের মতো করে।

ধাপ ৪ঃ

1000221292.jpgএরপর আমি ২০২৪ ও ২০২৫ এর থ্রিডি ফরমেট আঁকার চেষ্টা করলাম।

ধাপ ৫ঃ

1000221297.jpgএই ধাপে আমি নিচের পাহাড় থেকে উপরের পাহাড়ে একটি মই সংযোগ দিলাম।

ধাপ ৬ঃ

1000221300.jpgএই ধাপে মই বেঁয়ে উপরে যাচ্ছে এমন একটা যুবকের ছবি আঁকার চেষ্টা করলাম। আর উপরে ডান পাশে পেন্সিল দিয়ে গাছের ডাল আকঁলাম।

ধাপ ৭ঃ

1000221301.jpgএই ধাপে আমি লিখাগুলো ও যুবকটিকে মার্কার পেন দিয়ে হাইলাইট করে দিলাম।

ধাপ ৮ঃ

1000221302.jpgএই ধাপে আমি গাছের ডাল গুলোকে হাইলাইট করলাম ও কিছু পাতা এঁকে নিলাম।

ধাপ ৯ঃ

1000221305.jpg
একেবারে শেষ পর্যায়ে এসে গাছের ডাল গুলো থেকে দুটো দুলনার রশি এঁকে তাতে নিউ ইয়ার লিখলাম। চারপাশে বর্ডার করেদিলাম, আর গাছে আরও কিছু পাতার সংখ্যা বাড়ালাম।

ফাইনাল লুকঃ

1000221305.jpg

আশা করি আমার ড্রয়িংটি আপনাদের ভালো লেগেছে। নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 days ago (edited)
 8 days ago 

নতুন বছরকে স্বাগত জানাতে আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন। এই ধরনের আর্টগুলো সত্যিই ভালো লাগে। আপনার আজকের এই আর্টটা একটু ভিন্ন ধরনের ছিল। খুবই সুন্দর ভাবে পুরো আর্ট টা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে ভবিষ্যতে আর্ট করতে আরও উৎসাহী করেছে, আপনার জন্য শুভকামনা।

 8 days ago 

দেখতে দেখতে নতুন বছর প্রায় চলে এলো। নতুন বছরের আগমন উপলক্ষে আপনি কিন্তু খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই অর্থবহুল ছিল। অনেক ভালো লেগেছে আমার কাছে।

 8 days ago 

আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, নতুন বছরকে একটু ভিন্নভাবে উপস্থাপনা করার চেষ্টা করলাম, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।

 8 days ago 

ভাইয়া আপনি নতুন বছর কে স্বাগত জানাতে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। দেখতে দেখতে একটি বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে। একটি বছর জীবন থেকে চলে যাওয়া মানে মৃত্যুর দিকে এক পা এগিয়ে যাওয়া। যাই হোক আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে সম্পূর্ণ আর্ট করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনার মন্তব্য খুবই অর্থবহুল, সত্যিই সময় খুব দ্রুত কেটে যায়, আর প্রতিটি বছর আমাদের জীবনের একটি মূল্যবান অধ্যায় হয়ে থেকে যায়। আমার আর্ট আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম, নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা ও এতো সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপু।

 8 days ago 

আপনি নতুন বছরকে স্বাগত জানাতে অনেক সুন্দর আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে ভাই। পেন্সিল দিয়ে সাদা কালো এরকম আর্ট গুলো আমি অনেক পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 8 days ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, ভাইয়া। সাদা-কালো পেন্সিল আর্টের প্রতি আপনার ভালো লাগার কথা জেনে খুব ভালো লাগল। আমার এই চেষ্টাটি তাহলে আপনার মনে জায়গা নিতে পেরেছে, সেটাই আমার কাজের সার্থকতা, আপনাকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

 8 days ago 

এই বছর টি যে কিভাবে কেটে গেল, তা আসলে বুঝতেই পারলাম না। আপনি দেখছি আজকে নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার আর্ট টি অসাধারণ হয়েছে আপু। তবে, এই আর্টের মধ্যে বিভিন্ন ধরনের রং ব্যবহার করলে আরো বেশি সুন্দর লাগতো।

 8 days ago (edited)

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই! সময় যে কত দ্রুত চলে যায়, তা সত্যিই টের পাওয়া যায় না। আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে। রঙের পরামর্শের জন্য কৃতজ্ঞ,রঙের ব্যবহারে আমি খুবই অদক্ষ তাই সাদা কালোতেই চেষ্টা করেছি।

 8 days ago 

নতুন বছরকে স্বাগত জানানোর চেষ্টা করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমরা খুব শীঘ্রই ২০২৪ সাল কে হারিয়ে ফেলতে চলেছি এবং নতুন বছরকে গ্রহণ করতে চলেছি। যদি মহান সৃষ্টিকর্তা আমাদের সেই তৌফিক দেন তাহলে অবশ্যই নতুন বছরকে বরণ করে নিতে পারব ইনশাআল্লাহ। তবে আপনার আর্ট করা কিন্তু দারুণ ছিল।

 8 days ago 

আপনার মূল্যবান মন্তব্য আমার আর্টের অনুপ্রেরণা, আমরা সবাই যেনো নতুন বছরে ভালো ও সুস্থ থাকতে পারি সেই দোয়াই করি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

নতুন বছরকে স্বাগত জানাতে ড্রয়িং সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। ধাপে ধাপে সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আমার ড্রয়িং আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, আপনার মূল্যবান মন্তব্য আমায় আরও ড্রয়িং করার জন্য উৎসাহিত করবে, এমন আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

আপনি ইউটিউবের একটি ভিডিও অনুকরণ করে দারুণ একটি আর্ট করেছেন। তবে আর্ট পোস্ট করার সময় নিজের হাতের ছবি দিতে হয়। পরবর্তীতে এটা অবশ্যই খেয়াল রাখবেন। যাইহোক সময়োপযোগী একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.28
JST 0.042
BTC 104621.15
ETH 3895.38
SBD 3.29