গল্পঃ একাকী হৃদি পর্ব ১

in আমার বাংলা ব্লগyesterday
সবাইকে পহেলা রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি একটি গল্প লিখছি, লিখাটি একান্তই আমার নিজের থেকে লিখা। আশা করি আপনাদের ভালো লাগবে।

1000298610.jpg

হৃদি একটি ছোট গ্রামের ছেলে। বড় হওয়ার পর পরিবারের সবার থেকে দূরে, একা একা একটি বড় শহরে এসেছিলো পড়াশোনার জন্য। প্রথম প্রথম তার মন ছিল গোধূলির মত শান্ত; সে ছবি আঁকতে ভালোবাসতো,সে বিকেলের সূর্যাস্ত দেখতে ভালোবাসতো,মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিতে সে পছন্দ করতো। কিন্তু ধীরে ধীরে হৃদির মনে ঝড়ের হাওয়া বয়ে যেতে থাকে। হৃদির জীবনে একদিন ঢুকে আসে অরিত্রি, একজন মেয়ের হাসি, যার আলো হৃদির মনের গভীরে ছড়িয়ে পড়েছিল। প্রথম দিকে তাকে মনে হয়েছিল খুবই ভালো দায়িত্বশীত, কর্মঠ, যেন স্বপ্নের মত। হৃদি ভাবতো অরিত্রিকে সে বুঝতে পারে, পড়তে পারে। তবুও তার মনে ছিল এক ধরনের অস্বস্তি। আসলে, হৃদি ভয়ে ছিলো , যে সম্পর্কের এত হাসি-আনন্দ, তা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যেতে পারে। এবং ঠিক তেমনই হল।

অরিত্রির সাথে কিছুদিন প্রেমের পর, হৃদি বুঝতে পারল, এই সম্পর্ক একটা ফাঁদে পরিণত হচ্ছে। অরিত্রি তাকে বারবার ছোট করে কথা বলতো, তার প্রার্থনাগুলোর প্রতি উপহাস করতো, তার স্বপ্ন এবং আশা-আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করতো।
হৃদি সর্বোচ্চ চেষ্টা করতো অরিত্রিকে বুঝে তার সাথে খাপ খাইয়ে চলতে, কিন্তু অরিত্রির কোনো চেষ্টাই ছিলো না হৃদির সাথে মানিয়ে চলার।
হৃদি যখন নামাজ পড়তে যেত, অরিত্রি তাকে বলত, "এটা কি নতুন কোনো ফ্যাশন?" কিংবা "তুমি প্রচণ্ড স্বার্থপর। তুমি যে সব সময় আমাকে সময় দিচ্ছো না, এটা কি তোমার ঈমানের জন্য?" তবুও, হৃদি নিজের ধর্মীয় জীবনকে ধরে রাখতে চেষ্টা করতো। তবে সময়ের সাথে সাথে, এই কষ্ট ও অসন্তোষ তার মধ্যে এক অদৃশ্য গর্ত তৈরি করে চলেছিল।

একের পর এক ঝগড়া, অবমাননা, উপহাস — সব কিছুই হৃদিকে আরও একা করে দিচ্ছিল। একসময় হৃদি রাগে ফোন কেটে দেয়। অরিত্রি বুঝতে পারল না, কেন হৃদি এমন করেছে। তার মনে হয়েছিল, হৃদি তাকে অবহেলা করছে। কিন্তু হৃদি চাচ্ছিলো, অরিত্রি শান্ত হোক পরে কথা বলে নেওয়া যাবে, এখন দুজনেই তর্ক করলে ঝামেলা বাড়বে।

অরিত্রি হৃদিকে শুধু শুধু অন্য মেয়েদের কথা বলে আঘাত করে, হৃদি কোনো মেয়ের সাথে কথা বলে না, তবুও অরিত্রি তাকে সন্দেহ করে। তখন হৃদিও এক অদ্ভুত কষ্ট নিয়ে শুধু চুপ থাকে। তার মনে হচ্ছিল, "এত কষ্টের মাঝে, আমি কি সত্যিই একা? নাকি আমার মনের ভেতর এত লুকানো ব্যথা আর স্মৃতি আমাকে একা করে ফেলেছে?"

লিখাটি আজকের মতো এখানেই শেষ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 yesterday (edited)

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 89657.68
ETH 2276.55
SBD 0.63