রম্য রচনা "বকুলের চালাকির গল্প"

in আমার বাংলা ব্লগ6 days ago
আমার বাংলা ব্লগের সদস্যবৃন্দ সবাইকেই বসন্তের শুভেচ্ছা ও আমার সালাম আসসালামু আলাইকুম / আদাব।
আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বাংলা ফাল্গুন মাসের ১২ তারিখ। বসন্তের মিষ্টি রোদে বাতাসের সাথে পাখির কলকলানি আর কোকিলের ডাক শুনে পৃথিবীকে অনেক সুন্দর লাগছে৷ আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, আজকে ভাবলাম একটি রম্য গল্প দিয়েই শুরু করি দিনটা।
1000297945.webp
Image AI generated

বকুল গ্রামে বেশ পরিচিত তার বুদ্ধির জন্য। গ্রামে কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে তারা বকুলের কাছে যায়!" কিন্তু বকুল কি আসলেই বুদ্ধিমান, নাকি সে শুধু চালাকিটা ভালো জানে—এটা কেউ নিশ্চিত না।

হঠাৎ একদিন গ্রামের মুদি দোকানদার রমিজ চাচা ঘোষণা দিলেন, "কেউ যদি আমার দোকান থেকে কিছু চুরি করে, তাকে এমন শাস্তি দেব, জীবনেও ভুলবে না!"

বকুল ভাবল, এ তো চ্যালেঞ্জ!সে মনে মনে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে প্রতিজ্ঞা করলো। একদিন সে রাতে চুপিচুপি দোকানের তালা খুলে ভেতরে ঢুকে গেল। তবে কিছু চুরি করল না, শুধু একটা কাগজে লিখল—
"আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু কিছু নিলাম না।"
তারপর কাগজটা কাউন্টারের ওপর রেখে দিয়ে বেরিয়ে এল।

সকালবেলা রমিজ চাচা দোকান খুলে যখন ক্যাশবাক্সের কাছে গেলেন তখন কাগজটা তার চোখে পড়লো। তিনি কাগজটা দেখে চেঁচিয়ে উঠলেন, "আরে! চোর এসেছে, কিন্তু কিছু নেয়নি!"
গ্রামের লোকজন জড়ো হলো। সবাই অবাক! এমন চোর আগে কখনো দেখেনি কেউ। চোর এভাবে এসে শুধু একটা নোট রেখে যায়?

বকুল ততক্ষণে এসে দাঁড়িয়ে রমিজ চাচার পাশে। বলল, "চাচা, এটা তো ভালো চোর! কিছু নেয়নি, শুধু জানিয়ে গেছে যে এসেছিল।"
রমিজ চাচা মাথা চুলকে বললেন, "হুম, সত্যি! তাহলে শাস্তি দেব কীসের জন্য?" গ্রামবাসী হেসে উঠল।

রমিজ চাচা এখন রোজ সকালে দোকান খুলেই প্রথমে কাউন্টারে চোখ রাখেন, যদি আবার কোনো নোট পাওয়া যায়। কিন্তু দিনের পর দিন গেল, আর কোনো চোরের চিঠি এলো না। গ্রামবাসীও ব্যাপারটা প্রায় ভুলে গিয়েছিল।

হঠাৎ একদিন সকালে রমিজ চাচা দোকান খুলে দেখেন আবার আরেকটা নোট রাখা। তিনি চিৎকার করে উঠলেন, "আবার চোর এসেছে! আবার চিঠি দিয়েছে!"
গ্রামের লোকজন দৌড়ে এলো। সবাই উত্তেজিত। কাগজে লেখা— "গতবার কিছু নিইনি, কিন্তু এবার চিনি নিয়ে গেলাম। ধন্যবাদ!"

রমিজ চাচার মাথায় হাত! "আহা! এটা তো সরাসরি চুরি!"

বকুল সামনে এগিয়ে এসে বলল, "চাচা, চোর তো শুধু চিনি নিয়েছে, টাকা বা অন্য কিছু নেয়নি! অর্থাৎ, সে কষ্টে আছে, তাই শুধু খাবার নিয়েছে।"
গ্রামবাসী বকুলের কথায় ভাবনায় পড়ে গেল। একজন বলল, "হতে পারে, কারও খুব প্রয়োজন ছিল। চিনি তো আর সোনা-দানা নয়!"
রমিজ চাচা ভাবলেন, ঠিকই তো! পরদিন থেকে তিনি দোকানের এক কোণে একটা ছোট বাক্স রেখে দিলেন, তাতে চাল, ডাল, চিনি রেখে দিলেন, আর উপরে লিখলেন— "যার দরকার, সে নিয়ে যেতে পারো, চুরি করার দরকার নেই!"

এরপর চোর আর কোনো চিঠি রাখল না। কিন্তু বাক্সের জিনিস মাঝে মাঝে কমে যেত, আর কেউ কিছু বলত না।

বকুল মুচকি হেসে ভাবল, "এই তো হলো আসল চালাকি—যেখানে বুদ্ধিও আছে, আবার উপকারও আছে!"


আমার গল্পটি এখানেই শেষ করছি। যদিও চুরি জিনিসটি ভালো নয়, তবে গল্পটি শুধুই গল্প এটি মোটেই চুরিকে প্রশ্রয় দিচ্ছে না। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।


আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 days ago (edited)

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 6 days ago 

অনেক ধন্যবাদ গল্পটি শেয়ার করার জন্য, তবে একটা কথা এই ধরনের গল্প যদি নিজ হতে লিখেন তাহলে ঠিক আছে কিন্তু যদি কোথা হতে শুনে থাকেন এবং তারপর নিজের মতো করে সাজিয়ে লিখেন, তাহলে সেটা লেখার মাঝে উল্লেখ করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ

 6 days ago 

আচ্ছা ভাইয়া পরবর্তীতে আমি শুনা গল্পের সোর্স উল্লেখ করবো, তবে এটি আমার নিজেরই লিখা। ধন্যবাদ।

 6 days ago 

গল্পটি খুবই চমৎকার ও ভাবনার খোরাক জাগানো।এটি কেবল বুদ্ধিমত্তার নয়, মানবিকতারও সুন্দর উদাহরণ। সত্যিকারের সমাধান শুধু শাস্তিতে নয়, বরং সহমর্মিতায় লুকিয়ে থাকে ।এটাই গল্পটি দারুণভাবে ফুটিয়ে তুলার জন্য ধন্যবাদ।

 6 days ago 

আপনি সত্যিই বলেছেন সত্যিকারের সমাধান শুধু শাস্তিতে নয়, বরং সহমর্মিতায় লুকিয়ে থাকে। আপনার উক্তিটি খুবই ভালো লেগেছে। আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 89657.68
ETH 2276.55
SBD 0.63