অফিস সহকর্মীদের সাথে বীচের পাড়ে ইফতার (১০% লাজুক শেয়াল এবং ৫ এবিবি স্কুলের জন্য)
আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন ভাই ও বোনেরা?
আশা করছি এই রমজানে আল্লাহ রহমতে সকলে সুস্থ এবং ভাল আছেন।
আল্লাহ অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
দেখতে দেখতে আটটি রোজা শেষ হয়ে গেল। গত বছর রমজানে অনেকেই ছিল আমাদের সাথে। গত এক বছরে অনেক জনকে আমরা হারিয়েছি। জানি না আগামী বছর আল্লাহ বাজেটে হায়াত রেখেছে কিনা?
আজ আমাদের অফিস সহকর্মীরা মিলে কক্সবাজার সমুদ্রের পাড়ে অন্য রকম এক ইফতার করলাম। আমাদের এই ব্যস্ত যান্ত্রিক জীবন যাত্রায় কাজ করতে করতে একদম একঘুয়ামী চলে আসে। এই এক ঘুয়ামী কাটাতে এই রকম আয়োজন গুলো অনেক কাজে দেয়।
আমাদের সহকর্মী আরাফাত ভাই শরবত প্রস্তুতকালে ছবিতে পোস দিচ্ছে। বুঝাতে চাই শরবত সে প্রস্তুত করছে। আসলে করেছে তো অন্য জন।
সচারাচর কক্সবাজারে থাকি বলে ছোট বেলা থেকে সাগর দেখে অভস্ত্য। তাই তেমন একটা আকর্ষণ করে না। আজকে যেহেতু অনেক দিন পর আসলাম সেই সুযোগের ফাঁকে একটা সেল্ফি তুলে নিলাম। কক্সবাজার সমুদ্র সৈকত এখন আর আগের মত নাই। পরিবেশের ভারসাম্য হারাচ্ছে দিন দিন। ছবিতে দেখতে পাচ্ছেন বালি ভর্তি বস্তা দিয়ে পাড়কে রক্ষা করার চেষ্টা চলছে।
সূর্য বিদায় নিতে নিতে জানান দিচ্ছিলো আমার কাজ আজকের জন্য শেষ হল, আগামীকাল সময় সুযোগ হলে আবার দেখা হবে।
শেষ মুহুর্তে ইফতার তৈরিতে ব্যস্ত আমাদের সবাই প্রিয় সাজ্জাদ।
সাথে আমিও কিছুটা চেস্টা করলাম পরিবেশনায় সাহায্য করতে।
সকলকে নিয়ে সেল্ফি। সবাইকে নিয়ে এভাবে একসাথে হওয়ার সুযোগ সবসময় হয় না। বিশেষ কোন আয়োজন ছাড়া।
ছবি ধারনঃ রেডমি
মডেল নংঃ নোট ৯ এক্স।
স্থানঃ কক্সবাজার শৈবাল বিচ পয়েন্ট।
তারিখঃ ১০ এপ্রিল, ২০২২
আপনিতো অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন। কয়েকদিন ধরে ভাবছিলাম আমাদের পরিবারের সবাইকে নিয়ে এরকম খোলা জায়গায় ইফতার করার। দেখছি আমার ভাবনা অনুযায়ী আপনি এরকম কাজ করলেন। আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে এভাবে সময় কাটাতে বেশ ভাল লাগে। কাজের একঘেয়মি কমে।
খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। আপনার এই ইফতারের আয়োজন অনেক ভালো লাগছে। সামনের রোজা গুলো সবাই মিলে এই ভাবেই যে করতে পারেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর এই সুন্দর মূহুর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি। ওনারা আমার অফিস কলিগ।
বাহ সমুদ্রের পাড়ে বসে ইফতার। এ এক অন্যরকম অভিজ্ঞতা। যদিও হয়তো আপনাদের কাছে খুব আলাদা কিছু মনে হয়নি। একটি কথা খুবই ভাল বলেছেন হায়াতের বাজেট শেষ হয়েছে কিনা আমরা কেউই জানিনা। আপনার পোস্টে বেশ কিছু বানান ভুল আছে। অনুগ্রহপূর্বক সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই ভুল গুলো দেখিয়ে দেওয়ার জন্য। বানান গুলো চেক করে ঠিক করে নিচ্ছি।
এই রমজান মাসে সমুদ্র পাড়ে অফিস সহকর্মীদের সাথে ইফতার পার্টির আয়োজন করেছেন ।যেটা পড়ে ও দেখে অনেক ভালো লাগলো । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই গত রমজানে এমন অনেকে আমাদের সাথে ছিল যারা এই রমজানে নেই। বিষয়টি খুবই দুঃখজনক। বীচে ইফতারি এতো অসাধারণ একটি অনুভূতি।দারুন উপভোগ করেছেন ইফতার টা। ফটোগ্রাফি গুলো ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
সবাই সারাজীবন থাকবে না। এটায় প্রকৃতির নিয়ম।
সত্যিই অনেকটা প্রবন হয়ে গেলাম লেখাগুলো পড়ে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবং নেক হায়াত দান করুক। আর সুন্দর ছিল আপনার উপস্থাপনা শুভকামনা রইল আপনার জন্য।
দোয়া করবেন। জি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক।
এটা খুবই সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমি গত বছর বন্ধুদের সাথে আমাদের ক্যাম্পাসে এই ভাবে ইফতার করেছিলাম।আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।
অফিসের সবাইকে নিয়ে খোলা আকাশের নিচে আপনি ইফতার পার্টি করেছেন।দেখেই খুব ভালো লাগছে।আসলে সবাইকে নিয়ে এইভাবে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা।আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মুহূর্তে টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি আপনার অফিস সহকারীদের সাথে বিচের পাড়ে খুবই ভালো সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। আসলে সবাই মিলে এভাবে ইফতার করার মুহূর্তটা আসলে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।