বন্ধু হয়ে যদি বন্ধুর কাজে না আসে তাহলে কেমনে হয়। আপনার বন্ধুর বোন জামাইয়ের জন্য টাইটান থেকে দারুন একটি ঘড়ি চয়েজ করেছেন। টাইটান তো বিশাল বড় শোরুম। ভিতরে অনেক জায়গা। দেখেতেও অনেক সুন্দর লাগছিলো। এগারো হাজার প্লাস হলেও ঘড়িটা অনেক সুন্দর। আশা করি ভালোই মানাবে। ধন্যবাদ।
ভাই, বেশি দাম দিয়ে কিনলে জিনিসগুলো একটু ভালো পাওয়া যায়, এটাই আর কি।