আপু আমি জানি চট্রগ্রামের অধিকাংশ রেস্টুরেন্টই আপনার পরিচিত। বারকোড ফুড জংশন রেস্টুরেন্টটিতে দেখলাম প্রচুর মানুষের উপস্থিতি। আর খাবার গুলোর ছবি দেখেই বুঝতে পারছি কতটা স্বাদ হবে। লুচি গুলো বড়ই দেখলাম। তিনটা খেলে বাসায় গিয়ে আর কিছু খাওয়া লাগবে না। আপনার বান্ধবীকেও আমাদের কমিউনিটিতে জয়েন করিয়ে ফেলেন,তাহলে চট্রগ্রামের আর কোন রেস্টুরেন্ট আমাদের দেখার বাকি থাকবে না,হে হে হে। ধন্যবাদ।