দাদা আজকে “অ্যাকোয়াম্যান” নামের আপনি যে মুভিটা রিভিউ শেয়ার করেছেন। সেটা আমার এখানো দেখা হয়নি। তবে মুভিটার কাহিনী আমার কাছে দারুন লেগেছে। এখানে জেমস ওয়ান কিসের উপরে ভিত্তি করে মুভিটা তৈরী করেছে সেটা জানার জরুরী। যদি আমার সেই উদ্যেশ্যটা জেনে নিতে পারি তাহলে মুভিটা বুঝতে আমাদের অনেক সহজ হবে। এখানে বাস্তব সত্য কথা হলো যে সত্যিই কিন্তুু মানুব জাতি পানিতে ময়লা আবর্জনা ফেলে পানি দূষিত করছে। এই অপরাধকে আমরা কেউ অস্বিকার করতে পারি না। তবে এখানে আমাদের তেমন কিছু করার নেই। মানুষ পৃথিবীতে বসবাস করলে পানি কিছুটা দূষিত হবেই। তবে তা বলে ওসিয়ানের মত মনভাব নিয়ে মানব জাতিকে ধ্বংস করে দিলে হবে না। পানির তলের রাজ্যের মানুষ যেমন বিষয়টা বুঝতে পেরেছে তেমনি ভূপিষ্টের মানুষও বিষয়টা বুঝতে পেরেছে। এখানে আটলানা বিষয়টা বুঝতে পেরে সে সমুদ্র তলদেশে ফিরে গেছে। তবে আবার এখানে আবার তাদের উজিরে আজম পূর্ব থেকেই বিষয়টা বুঝতে পেরে অ্যাকোয়াম্যান কে সব কিছু শিখিয়েছে। পরে সেখান থেকে সংবাদের মাধ্যমে অ্যাকোয়াম্যান সেখানে গিয়ে ওসিয়ানকে বন্দি করে দুই রাজ্যের মধ্যেই সমতা ফিরিয়ে এনেছে। সবাইকেই বেঁচে থাকতে হবে। যথা সম্ভব অন্য জিনিষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ দাদা।