সুপ্রতীম সরকার টিনটিন পড়াশোনায় ভালোই মনযোগ দিয়েছে। একদিনও স্কুল কামাই করে না। আজকে জন্মদিন জেনেও টিনটিন স্কুলে গেছে। যে পন্ডিত বিদ্যাসাগরের জন্মদিনে টিনটিনের জন্ম হয়েছে, সৃষ্টিকর্তা যেন তাকেও এমন পন্ডিত বানায়। সেই কামনা করি। ধন্যবাদ দাদা। শুভ জন্মদিন টিন টিন।