আপু কফি হাউজের নাম শুনলে সেই বিখ্যাত কফি হাউজের কথা মনে পড়ে। যেটা নিয়ে মান্না দে তার বিখ্যাত গানটি পরিবেশন করেছিলেন। একটি বিষয় হলো পৃথিবীর কোন কিছুই সবসময় তাদের অতীত ঐতিহ্য ধরে রাখতে পারে না। সেটা ধীরে ধীরে হ্রাস পায়। যায়হোক নিউটন কফি হাউসটাও দারুন। ধন্যবাদ।