দাদা প্রথম যখন আদিপুরুষ মুভির নাম শুনেছিলাম তখন ভেবেছিলাম মুভিটা ভালই নাম করবে। সবাই বলেছিল বাহুবলীকে পিছ করবে আদিপুরুষ। কিন্তুু রিলিজ হওয়ার পরে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আমি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে মুভিটির রিভিউ পড়লাম। প্রথম দিকে আকর্ষন ছিল। কিন্তুু শেষের দিকে সেই আকর্ষনটা ধরে রাখতে পারে নি। যায়হোক আমিও আপনার সাথে একমত। যার কাছে যেমন লাগে। তবে যেহেতো আপনি রিভিউ দিয়েছেন মুভিটা দেখার চেষ্টা করবো। প্রভাস আমার প্রিয় একজন নায়ক। ধন্যবাদ দাদা।