দাদা দারুন একটি রেসিপি শেয়ার করলেন। চিকের কোরমা রেসিপি আমারও খুব প্রিয়। আপনার বাড়িতে অন্যরা যেটা পারে নাই আপনি সেটা করে খাইয়েছেন। শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল তো একটু হবেই। তবে দাদা একটি কথা কি.... যে জিনিষ ঝাল হয় বেশি সে জিনিষ খেয়ে মজা পাওয়া যায়। যার কারনে সবাই খাওয়ার সময় খেয়েছে আর লাষ্টে হ্যাঁ হ্যাঁ করেছে। আপনি তো আগেই বুঝে গেছেন যে ঝাল হয়েছে তাই আপনি খাওয়ার সময় কোকাকলা নিয়ে বসেছেন,হা হা হা। ধন্যবাদ দাদা।