দাদা ঠিক বলেছেন বর্হিবিশ্বে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে অনেক অসম্ভব কাজকে সবম্ভব করে ফেলছে। প্যারাডাইস মুভির মূল উদ্যেশ্য ছিল সেবা দান করা। কিন্তুু সোফি থিসেন সেটা নিজের স্বার্থ উদ্বারের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। শুধু যে ব্যবসা তা নয় বরং অন্যের ক্ষতি করে ব্যবসা। যার ফলে তার মেয়ের উপর গিয়ে পরে। শেষে দারুন একটি কথা বলেছেন। বাবা মায়ের পাপের ফসল তাদের ছেলে মেয়েদের পরিশোধ করতে হয়। যায়হোক আজকের মুভিতে দুইটি দারুন তথ্য পেলাম। ধন্যবাদ দাদা।