আপু মাছটি বানানোর আগে স্কেল দিয়ে ১০ এবং ১৫ সেন্টিমিটার মেপে নিয়েছেন এজন্য অনেক ভাল হয়েছে। কোন দিক দিয়ে কোন কাগজ শর্ট বা বেশি হবে না। মাঝখানে দেখলাম ঘরের মত হয়েগেছে,তারপর আবার ভাজ খুলে ভাজ দিয়ে সুন্দর একটি মাছে পরিনত করে ফেললেন। আঠা দিয়ে লেজটা লাগানোর কারনে লেজটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তবে আপু কি মাছ বানালেন তার নাম তো বললেন না। ধন্যবাদ আপু।