ভাইয়া প্রথম ফটোগ্রাফিটা দেখে ভেবেছিলাম কোন ভূতের গল্প বলবেন। কিন্তুু ভিতেরর গল্প ও ফটোগ্রাফি দেখে অবাক। সব থেকে বেশি অবাক হয়েছেেএটা জেনে যে আপনি বিবাহিত। এতদিন মনে করতাম আপনি সিংগেল তাই ঢাকায় ব্যাচলর থাকেন। তাহলে আপনি বিবাহিত ব্যাচলর হা হা হা ধন্যবাদ ভাইয়া।
হায় হায়। বলেন কি ভাই?? তাহলে তো এই পোস্টে এটা লেখা ঠিক হয় নাই। ওটাই ভাবতেন তাই তো ভালো ছিল। 🤣🤣