দাদা আপনার আজকের কবিতার “চতুষ্টয়” নামের অর্থটা বুঝতে পারলাম না। আমি সম্পূর্ন কবিতাটি পড়ে , যা ভাবার্থ বুঝতে পারলাম তা হলো, কারো নিঃসঙ্গ একা সঙ্গিহীন জীবন ছিল। তারপর কেউ তার জীবনে এসে তার নিঃসঙ্গতা ভেঙ্গে আবার চলে গেছে। এখানে “চতুষ্টয়” শব্দের অর্থটাই বুঝতেছি না।
ধন্যবাদ দাদা কবিতটা পড়ে অনেক ভাল লাগলো।