You are viewing a single comment's thread from:
RE: বিবর্তন ও একটি ভবিষ্যৎবাণী -পর্ব ০২
আচ্ছা দাাদ মেলানিনের থিউরি অনুযায়ী তো আরব দেশের মানুষের রং কালো হওয়ার কথা কারন আরব দেশে অনেক গরম। তাহলে সে দেশের মানুষের রং সাদা বা লাল বর্ণ কেন..?
আচ্ছা দাাদ মেলানিনের থিউরি অনুযায়ী তো আরব দেশের মানুষের রং কালো হওয়ার কথা কারন আরব দেশে অনেক গরম। তাহলে সে দেশের মানুষের রং সাদা বা লাল বর্ণ কেন..?
আরবের আদি অধিবাসীরা সবাই কালো । আপনি যাদের কথা বলছেন তারা আর্য শ্রেণীভুক্ত । এরা ভাগ হয়ে এক দল ইউরোপে, আরেক দল আরব আর শেষোক্ত দল ভারতবর্ষে চলে আসে । এরা উঁচু লম্বা, সাদা , নীল চোখের অধিকারী । ভারতের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আর অনার্য সাথে রক্তের সংমিশ্রনে এরা তাম্র বর্ণ ধারণ করে, আরবের ওই দলটিও সাদা থেকে উজ্জ্বল তাম্রবর্ণ ধারণ করে । আর প্রথম দল ঠান্ডা দেশে অভিযোজিত হয়ে আরো সাদা হয়ে যায় ।