PUSHPA-2 সুপারহিট মুভি রিভিউ।।
বাংলা ভাষার কমিউনিটি-
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আলোচিত একটি সুপারহিন মুভি রিভিউ শেয়ার করবো। এই মুভিটি ১৮৪৫ কোটি ভারতীয় রোপি অর্জন করেছে। মুভিটির প্রথম পার্ট দেখার পরে দ্বিতীয় পার্টের জন্য সবাই অধির আগ্রহে অপেক্ষা করছিলো। আমি বেশ কিছুদিন আগে মুভিটি দেখেছিলাম। আজকে মুভির রিভিউ শেয়ার করতে যাচ্ছে।
মুভির প্রয়োজনী কিছু তথ্য
নামঃ-পুষ্পা ২
পরিচালনাঃ- সুকুমার
অভিনয়েঃ- অল্লু অর্জুন,ফাহাদ ফজিল, রশ্মিকা মন্দানা সহ আরো অনেকে।
মুক্তির তারিখঃ- ৫ ডিসেম্বর ২০২৪
সময়ঃ- ২০০ মিনিট
দেশঃ- ভারত
ভাষাঃ- মালায়লাম
সংক্ষিপ্ত রিভিউ-
মুভিটি শুরু হয় জাপানের এক বন্দরের মাধ্যম। জাপানের ইয়কোহামা বন্দরের কর্মিরা একদিন দেখতে পায় তাদের বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান আসে। সেখানকার কর্মীরা একটি কন্টেইনারে পুষ্পা নাম দেখতে পায় ও তার ভেতরে পুষ্পা কে দেখতে পায়। পুষ্পা একসময় তাদের কাছে তার একটি চালানের অর্থ দাবি করে তাদের উপর আক্রমণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত মারামারির শেষের দিকে একটি গুলি লেগে সে সমুদ্রে পড়ে যায়। এই অংশটি সমস্ত মুভির সাথে কোন মিল দেখতে পায় নি। সম্ভবত পুষ্পা ৩ এর সাথে কোন কানেকশন থাকতে পারে।
তারপর আমরা দেখতে পায় পুষ্পা পুলিশকে ফাঁকি দিয়ে তার লাল চন্দনের কারবার বৃদ্ধি করেই যাচ্ছে। একদিন এসপি শেখাওয়াত মজদুরের ছদ্মবেশে তাদের সাথে মিলিত হয়ে কর্মি সহ একটি বিশাল চন্দনের চালান আটক করে। পুলিশ মজদুরদের অনেক আঘাত করে। পুষ্পা থানায় গিয়ে সমস্ত পুলিশকে রিটায়ার্ড পর্যন্ত অর্থ দিয়ে সবাইকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর পুষ্পা সিডাপ্পার সাথে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যায। পুষ্পা যাওয়ার সময় তার বউ মুখ্যমন্ত্রীর সাথে পুষ্পার একটি ফটো আনতে বলে। কিন্তুু মুখ্যমন্ত্রী রাজনৈতিক সমস্যার কথা বলে পুষ্পার সাথে ছবি তুলতে অস্বীকার করেন। এই ঘটনাটি পুষ্পাকে মারাত্মক ব্যথিত করে। সে জন্য পুষ্পা সিডাপ্পা কে মুখ্যমন্ত্রী বানাতে চায়। কারন সিডাপ্পা বলেছে সে মুখ্যমন্ত্রী হলে পুষ্পার সাথে ফটো তুলবে।
সিডাপ্পা গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কোগাতাম ভিরা প্রতাপ রেড্ডির সাথে কথা বলে। সিডাপ্পা বলে যদি তাকে মুখ্যমন্ত্রী বানায় তাহলে সে দলের জন্য ৫০০ কোটি রোপি খরচ করবে। পুষ্পার প্রতাপ রেড্ডির ভাইকে অনেক অর্থ দেয়। আবার প্রতাপ রেড্ডিকে অনেক অর্থ দিবে বলে ওয়াদা করে। আর এই সমস্ত অর্থের জন্য পুষ্পা মালদ্বীপের ব্যবসায়ী হামিদ এর সাথে ₹৫,০০০ কোটির বিনিময়ে ২,০০০ টন লাল চন্দন বিক্রির চুক্তি করে। আর অন্য দিকে এসপি শেখাওয়াত এই চালান আটকানোর পরিকল্পনা করে।
পুষ্পা তার কৌশল ও বুদ্ধি ব্যবহার করে লাল চন্দন চেন্নাইতে পৌঁছানোর ব্যবস্থা করে। পুষ্পা অনেক গুলো ট্রাকে লাল চন্দন বুঝায় করে শুকনো নদীর উপর দিয়ে ট্রাক চালানোর ব্যবস্থা করে। কিন্তুু শেখাওয়াত এসে সমস্ত ট্রাকে গুলি করে ড্রাইভারদের পালিয়ে যেতে বাধ্য করে। আর সমস্ত লাল চন্দন আটক করে। এইদিকে মিডিয়া শেখাওয়াতের আক্রমণের প্রশংসা করে। কিন্তু দিনের বেলা শেখাওয়াত বুঝতে পারে যে এগুলো আসল লাল চন্দন নয়, বরং সান্দ্রা নামক একটি কাঠ, যা লাল চন্দনের মতো দেখতে হলেও এর কোনো বাজার মূল্য নেই। আসলে পুষ্পা আসল লাল চন্দন দিয়ে গরুর গাড়ি তৈরি করে সে গুলো চেন্নায় বন্দরে পৌছে দেয়।
শেষ পর্যন্ত শেখাওয়াত অনেক চেষ্টা করে রামেশ্বরমে চালান আটক করার অনুমতি পায়। শেখাওয়াত চেন্নাই বন্দরে পৌছলেও চালান আটক করতে পারে নাই। লাল চন্দন শ্রীলঙ্কার সীমান্ত পার হওয়ার কারনে চালানটি আটকাতে ব্যর্থ হয়। সে ব্যর্থতার দায় নিয়ে রাগান্বিত হয়ে নিজেই আগুনে পুড়ে মারা যায়। এদিকে পুষ্পার বউ শ্রীভল্লী জানতে পারে যে সে গর্ভবতী, পুষ্পা এই খবর শুনার পরে অনষ্ঠান করে উদযাপন করে।
হঠাত একদিন পুষ্পার ভাবির মাধ্যমে জানতে পারে যে তার ভাতিজি কাবেরী অপহরণের শিকার হয়েছে। পুষ্পা হেলিকপ্টার নিয়ে একটি গুহার ভিতরে কাবেরীকে উদ্ধার করে বুগি এবং তার গ্যাং কে হত্যা করে। এই ঘটনাটির কারণে সে তার বড় ভাইয়ের পরিবারের সঙ্গে মিলিত হয়ে কাবেরীর বিয়ে উদযাপন করে। তবে মুভির শেষের দিকে অপরিচিত একজন ব্যাক্তি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটায়। আর এটাই এখন দর্শকের মনে প্রশ্ন জাগিয়েছে। কে সেই ব্যাক্তি। সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে।
মতামত-
মুভিটির মধ্যে মধ্যে একটি বিষয় সবসময় ফুটিয়ে তুলার চেষ্টা করা হয়েছে, আর সেটা হলো বংশ পরিচয়। তবে এই বিষয়টা পুরোপুড়ি ক্লিয়ার করা হয়নি। কেন পুষ্পার মা এই বিষয় প্রশ্ন উঠলে চুপ থাকার চেষ্টা করে। যায়হোক শেষে গিয়ে বংশ পরিচয় পেয়েছে। তবে মুভিতে সব সময় পুলিশকে বোকা বানানো হয়েছে আর লাল চন্দন চোরা চালানকে সাপোর্ট করা হয়েছে। আর একটি বিষয় ফুটিয়ে তুলা হয়েছে বউয়ের কথায় একটি ফটো জন্য পুষ্পা মুখ্যমন্ত্রী পরিবর্তন করে ফেয়েছে,হা হা হা।
মুভির টেইলর লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
পুষ্পা টু সিনেমাটি এত সুন্দর লেগেছে আমার আলাদা করে বলবার কিছু নেই। পুষ্পা ওয়ান মুভিটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল। আপনি তো পুষ্পার দারুন সুন্দর করে রিভিউ লিখলেন। একেবারে যথাযথ লিখেছেন। আপনার রিভিউ পড়ে হয়তো অনেকেই এই মুভিটি দেখবার জন্য আগ্রহী হবেন।
জি ভাই ঠিক বলেছেন, পুষ্পা টু মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
এই সিনেমার বেশ নাম শুনেছি কিন্তু আজ পর্যন্ত দেখা হয়নি। আপনি অনেক সুন্দর ভাবে সিনেমাটা রিভিউ করেছেন। সিনেমা বেশি একটা আমার দেখা হয় না। সুযোগ পেলে নাটক দেখি। তবে ইন্ডিয়ান সিনেমা আমার কাছে অনেক ভালো লাগে। তাদের অভিনয়গুলো বেশ দারুন হয়।
জী এই সিনেমাটি দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। ধন্যবাদ।
Task Done
পুষ্পা মুভিটি দেখে ভীষণ ভালো লেগেছিলো। তাই খুব ইচ্ছা ছিল পুষ্পা ২ মুভিটা সিনেমা হলে গিয়ে দেখবো। কিন্তু সে সুযোগ তো হলো না। এখনো মুভিটা ফেখি নি আমি। আপনার রিভিউ পড়ে বুঝলাম যথেষ্ট মারামারির সীন তো রয়েছেই। তবে বেশ কিছু ব্যাপার ঝাপসাও রেখেছেন দর্শকদের কাছে। হয়তো পুষ্পা ৩ এর জন্যই!
জী কিছু বিষয় হাইড রাখা হয়েছে। পুষ্পা থ্রিতে দেখতে পাবেন। ধন্যবাদ।
পরিচালক ঐটা একটা সাসপেন্স হিসেবে রেখে দিয়েছে যে কে এই ব্যক্তি যে ঐরকম বিস্ফোরণ ঘটালো। পুষ্পা-3 যে খুব দ্রুতই আসবে এটা সেটাই বলে দেয়। মুভিটা আমি দেখেছি। বেশ ভালো রিভিউ দিয়েছেন আপনি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
জী ভাই মুভিটা দেখে শেষে বুঝেছি পুষ্পা-৩ আসবে। ধন্যবাদ।
PUSHPA-2 মুভিটা আমি ইতিমধ্যেই দেখেছি। সত্যি সুপারহিট একটি মুভি। এই মুভিটির সংক্ষিপ্ত রিভিউটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। যারা এই মুভিটা এখনো দেখেন নাই, অবশ্যই দেখে নেবেন, অনেক বেশি আনন্দ পাবেন।
জী ভাইয়া মুভিটা আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ।