সতর্কমূলক পোষ্ট-প্রতারনার নতুন ফাঁদ MTFE এর মত কিছু অ্যাপ।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই,আশা করছি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি একটি সতর্কমূলক পোষ্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই ব্লগটি পড়লে আপনি নিজের জীবনে অনেক বড় প্রতারনার ফাঁদ থেকে বেঁচে যাবেন। সেই সাথে আপনার আশে পাশের বন্ধু বান্দব আত্নীয় স্বজনকেও প্রতারনার হাত থেকে বাঁচাতে পারবেন।
আমি কলেজ লাইফে থাকা অবস্থায় বহুল আলোচিত ডেসটিনি গ্রুপের সাথে কয়েক বার জেলা উপজেলা পর্যায়ে সেমিনারে গিয়েছিলাম। আমি কোন কিছু এত সহজে বিশ্বাস করি না। আর সেখানে যদি টাকা পয়সার ব্যাপার থাকে তাহলে একশত বার চিন্তা করি। যার ফলে অনেক চিন্তা ভাবনা করে আমি ডেসটিনিতে টাকা বিনিয়োগ করি নাই এবং কাজও করি নাই। মাস ছয়মাস যেতে না যেতেই আমার কলেজ লাইফ শেষ হওয়ার আগেই ডেসটিনি গ্রুপ শেষ হয়ে গেল। বাংলাদেশের সরকার জনগনের সাথে প্রতারনার দায়ে ডেসটিনির চেয়ারম্যানকে গ্রেফতার করে। আজও সেই ভদ্র লোক জেলখানায় বন্দি আছে। সব থেকে মজার ব্যবপার হলো ডেসটিনির চেয়ারম্যানের বাড়ি আমাদের পাশের গ্রামে। আমাদের বাড়ি থেকে হেটে যেতে ২০/২৫ মিনিট সময় লাগে। তিনি বিশাল বড় করে পাচঁ তারকা হোটেলের মত একটি বাড়ি করেছেন। সেই বাড়িতে বাংলাদেশি নায়ক আমির খাঁনের মাধ্যমে “ও আমার দেশের মাটি” নামে একটি সিনেমাও তৈরী করেছে। আমি বাদে আমাদের আশে পাশের আট দশ গ্রামের এমন কোন মানুষ বাদ নেই তার বাড়িটি দেখতে যায় নি। লোভে পড়ে ডেসটিনিতে বিনিয়োগ করে হাজারো মানুষ পথের ফকির হয়েছে।
আমি স্টিমিটে কাজ শুরু করি ২০১৮ সালের জানুয়ারী মাস থেকে। স্টিমিটে কাজ করতে কোন প্রকার টাকা পয়সা লাগে নাই। তাই প্রথম আইডি খুলেই কাজ শুরু করেছিলাম। তখন ইংরেজিতে ব্লগিং করতাম। মাঝখানে স্টিমিট ছেড়ে দিয়েছিলাম। অফিসে কাজ করা অবস্থায় রিং আইডি,বিডি লাইক সহ আরো কয়েকটি অ্যাপে কাজ করার অফার আসে। ঐযে আগেই বললাম আমি টাকা পয়সার বিষয়টা খুব সহজে বিশ্বাস করি না। কিছুদিন যেতে না যেতেই গ্রাহকের টাকা নিয়ে সব গুলো অ্যাপ বন্ধ হয়ে যায়। অনেক মানুষ আবার প্রতারনার শিকার হয়েছে।
গত দুই বছর যাবৎ MTFE নামক একটি অ্যাপ আসে মার্কেটে। এটি দুবাই ভিত্তিক একটি অ্যাপ। এটার মধ্যে USD বা আমেরিকান ডলারের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। আমাদের দেশের পশ্চিম বঙ্গের মানুষ বেশি এই অ্যাপটিতে বিনিয়োগ করেছে। তাছাড়া ইন্ডিয়া এবং পাকিস্তানের কিছু গ্রাহক রয়েছে। তবে ৯০% গ্রাহক বাংলাদেশি। মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা নিয়ে তাদের আইডিতে ডলার দিয়ে দিতো। তথ্য “৯৩০ ডলার বা ১ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে ৪৫ হাজার টাকা লাভ দিতো কোম্পানি। ৫০০ ডলার বা ৬০ হাজার টাকা বিনিয়োগ করলে ২২ হাজার টাকা লাভ দিতো। এছাড়া কেউ যদি ৩ হাজার ৫০০ ডলার বিনিয়োগ করে এবং ১৫ জন ব্যক্তিকে কোম্পানিতে যুক্ত করে আর এই ১৫ জন মিলে যদি ৯ হাজার ডলার বিনিয়োগ করে তাহলে ৩ হাজার ৫০০ ডলার বিনিয়োগ করা ব্যক্তি প্রতি মাসে অন্তত ৪ লাখ টাকা করে লাভ পেত”।
আমাদের দেশের সাইবার নিরাপত্তা কর্মীরা প্রায় সময় এসব অ্যাপে বিনিয়োগ করতে নিষেধ করতো। কিন্তুু মানুষ লোভে পড়ে বিনিয়োগ করতো। তারা বেশি অংশ টার্গেট করতো শিক্ষিত বেকার যুবকদের। সেই ফাঁদে পা দেয় আমার এক কলিগ। তার বাড়ি হলো যশোর। সে শুধু টাকা বিনিয়োগ করে থেমে থাকে নাই। ঐ অ্যাপ থেকে লাভ পেয়ে চাকরিটা ছিড়ে দিয়েছে। তবে দুঃখের বিষয় হলো গত এক সাপ্তাহে ধরে ঐ অ্যাপ থেকে কেউ টাকা উত্তলন করতে পারছিলো না। টপ লেভেলের মেম্বারা জানায় ইন্টারন্টেগত সমস্যার কারনে এমন হচ্ছে। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। গত বৃস্পতিবারে সে আমাকে জানায় ঐ অ্যাপসেই আর ঢুকতে পারছে না। শুক্রবারে মূল তথ্য আসে অ্যাপ্স কর্তৃপক্ষ সমস্ত গ্রাহেকর ডলার বা টাকা পয়সা নিয়ে সবার সাথে প্রতারনা করে অ্যাপ্সটি সম্পূর্ণ রুপে বন্ধ করে দিয়েছে। বেচারা কলিগের মোবাইল বন্ধ। সে হয়তো শোকে কাতর হয়ে গেছে।
শিক্ষা-
সবাই সতর্ক থাকবেন,চোখ কান খোলা রাখবেন। কারো কথায় লোভে পড়ে এসব অ্যাপ্সে বিনিয়োগ করবেন না। যেখানে পরিশ্রম ছাড়া অর্থ দেয় সেখানেই দুই নাম্বারি আছে। পরিশ্রম করে অর্থ উপার্জন করুন,হালাল ইনকাম করুন। যে লোভে পড়েছে সেই ধ্বংস হয়েছে। লোভে পড়ে বিভিন্ন জাগায় টাকা পয়সা দিয়ে প্রতারনার শিকার হবেন না। আশা করি ব্লগটি বুঝতে পেরেছেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া।
আমার জানামতে ও কিছু ভাই এই কাজ করতো।
তারা অবশ্য আমাকেও বলেছিল এতে যুক্ত হওয়ার জন্য। আমি বুঝে শুনেই এই কাজে অংশগ্রহণ করিনি।
তাদের অবস্থা এখন খুবই করুন অনেকেই নিঃস্ব হয়ে গিয়েছে এটা আমার দেখা।
ধন্যবাদ আপনাকে সবাইকে সতর্ক করার জন্য।
জী ভাইয়া আমাকেও লোভ দেখানো হয়েছিল। কিন্তুু আমি লোভে পরে তাদের ফাঁদে পা দেয় নি। ধন্যবাদ।
ইমেজ সোর্স উল্লেখ করুন।
সেই সাথে কিছু তথ্য ইন্টারনেট থেকে সংগৃহিত সেটা উল্লেখ করুন।
জী ভাইয়া সব কিছু এডিট করে ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।
আপনার সতর্কতামূলক পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আসলেই যেখানে টাকার ব্যাপার-স্যাপার চলে আসে সেখানে ১০০ বার ভেবে কাজ করা উচিত। আপনার মত আমিও অনেকগুলো বাস্তবতার সাক্ষী। আমি মনে করি, এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে লিপ্ত করা ঠিক নয় যার কোন ভিত্তি নেই যেখানে চাইলেও কিছু করতে পারবো না অন্যের অধীন বলা যায় সেজন্য সতর্কতা থাকা খুবই জরুরী।
জী ভাইয়া এধরনের কর্মকাণ্ড থেকে সব সময় নিজেকে সরিয়ে রাখাই নিরাপদ। ধন্যবাদ।
ডিপোজিট সাইডে ১০০ ভাগ ভেবেচিন্তে ডিপোজিট করাটাই ভালো। তা না হলে এই MTFE সাইটগুলোর মত আমাদের পুঁজি নিয়ে পালিয়ে যাবে সকল প্রজেক্ট।লোভে পাপ পাপে মৃত্যু।কোন এক জ্ঞানী ব্যক্তি বলেছেন তুমি যদি কাউকে লড়তে চাও তার মধ্যে লোভ জাগিয়ে দাও। যে ব্যক্তি লোভে পড়বে সে ব্যক্তি সরবরাহ হবে। ভাই আপনাকে ধন্যবাদ সতর্ক মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জী ভাইয়া যারা কোন কিছু যাচাই বাছাই না করে ডিপোজিট করে তারাই বোকা বনে যায়। ধন্যবাদ।
ভাই আপনি আজকে খুব দারুণ একটি সতর্ক মূলক পোস্ট করেছেন। আপনার এই পোস্ট পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই অ্যাপস এর মাধ্যমে কাজ করে অনেকেই কিন্তুু ধরা খেয়েছে। আমাদের গ্রামে প্রায় ২০ লক্ষ টাকা এই অ্যাপস এর মধ্য দিয়ে হারিয়েছে। অবশ্য এ সম্পর্কে আমার জানা ছিল এবং আমি তাদেরকে মানা করেছিলাম কিন্তু আমার কথা কেউ শোনে নাই। ঠিক তার এক সপ্তাহ পরে তারা এই ক্ষতির সম্মুখীন হলো। এ ধরনের সতর্কমূলক পোস্ট করে মানুষের সতর্ক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জী ভাইয়া আমি দুই মাস আগেই এমন সতর্কবার্তার একটি নিউজ পড়েছিলাম। কিন্তুু গ্রাহকরা বুঝতে পারে নাই। ধন্যবাদ।
আমাদের সকলেরই উচিত এই ধরনের কাজে অংশগ্রহণ না করার। আমাকে অনেকেই এই কাজ করার উৎসাহ প্রদান করেছিল কিন্তু আমি কোন ভাবেই এই কাজে পা বাড়ায়নি। আজকে যদি আমি তাদের হাতে মিলে এই কাজ করতাম তাহলে আজকে আমিও অনেক টাকা লস করতাম।
জী ভাইয়া বুদ্ধিমানের কাজ করেছেন। আজকে যদি করতেন,বোকা হয়ে যেতেন। ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে মানুষের সচেতনামূলক অনেক সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমাদের উচিত ইনভেস্ট সাইডের কোন কাজ থেকে বিরত থাকা। আসলে এই কাজটিতে আমাদের গ্রামের অনেক লোক ইনভেস্ট করছিল ভাই আমি শুনছি আমাকে বলা হয়েছিল কিন্তু আমি রাজি হয়ে ছিলাম না। আপনি একদম ঠিক বলেছেন ভাই স্টিমেটে কোন টাকা ইনভেস্ট করা লাগে না আইডি খোলার জন্য কোন টাকা ইনভেস্ট করা লাগে না শুধুমাত্র বিনা পয়সায় কাজ করা যায়। ধন্যবাদ এত সুন্দর একটি সচেতনামূলক পোস্ট শেয়ার করার জন্য।
পশ্চিমবঙ্গের মানুষ বেশি বিনিয়োগ করেছিল। তারাই বেশি টাকা লস খেয়েছে। ধন্যবাদ।