“তুই থেকে তুমি” নাটক রিভিউ।।
বাংলা ভাষার মিলন মেলা
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি নাটক রিভিউ শেয়ার করবো। খুবই রোমান্টিক একটি নাটক। বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি এখানে সংক্ষিপ্ত ভাবে রিভিউটা শেয়ার করতেছি। আপনারা নাটকটি দেখলে আরো বেশি মজা পাবেন।
নাটকের নাম-তুই থেকে তুমি
পরিচালক- মিজানুর রহমান আরিয়ান
সম্পাদক- রাশেদ রাব্বি
অভিনয়ে- জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, দিলু মজুমদার, মনিরা ইউসুফ মেমি, শরিয়ার রানা প্রমুখ।
সময়- ৪৩ মিনিট
মুক্তির তারিখ- ১২ই আগস্ট ২০২৪
ভাষা- বাংলা
দেশ- বাংলাদেশ
পরিচালক মিজানুর রহমান আরিয়ানের নাটক আমার আজকেই প্রথম দেখা। নাটকটির নাম অনেক সুন্দর- তুই থেকে তুমি”। নাটকের নামের মধ্যে লক্ষ করলেই নাটকের সারমর্মটা বুঝে আসে। হয়তো কোন ফ্রেন্ডসার্কেল বা পারিবারিক কোন গল্প। জী ঠিক ধরেছেন, নাটকটি এতটি পারিবারিক গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে। ঢাকা শহরের একটি বাসাতে দুইটি ফেমিলি থাকে। তাদেরকে নিয়েই গল্পটি সাজানো হয়েছে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে অপূর্ব আর কেয়া পায়েল। যেখানে এই জুটি আছে সেখানে নাটকটি কেমন হবে বুজতেই পারছেন। নাটকটি রিলিজ হয়েছে গত মাসের ১২ তারিখে। এখন পর্যন্ত দেখা যায় তিন মিলিয়ন ভিউ ও অসংখ্য লাইক কমেন্ট পড়েছে। দর্শকদের কমেন্ট পড়লেই বুঝা যায় তারা নাটকটি দেখে কতটা এনজয় করেছেন।
একটি বাড়িতে দুইটি ফেমিলি থাকে। দুই ফেমিলিতে বাবা-মা ছাড়াও দুই জন ছেলে ও দুই জন মেয়ে আছে। তবে কেয়া পায়েলের ভাই থাকে সুইডেন, ঐ ফেমিলিতে কেয়া পায়েল একাই। আর অপূর্বর ফেমিলিতে তারা দুই ভাইবোন থাকে। তো কেয়া পায়েল আর অপূর্ব ছোট থেকেই এই বাড়িতে বড় হয়েছে। একদিন এই বাড়ির দুই জন মহিলা আর দুইজন মেয়ে মোট চারজন সন্ধার পরে ছাদে লুডু খেলতেছিল। এমন সময় অপূর্ব ছাদে আসে। তখন কেয়া পায়েলের মা অপূর্ব কে লুডু খেলতে বলে। তখন অপূর্ব না করলে, কেয়া পায়েল বলে সে না কি খেলা পারে না। তখন অপূর্ব বলে তার সাথে সে লুডু খেললে সিসি ক্যামেরা লাগিয়ে খেলবে, যেন কেয়া পায়েল চুরি না করতে পারে,হা হা হা। এভাবেই সবাই হাঁসাহাসি করে।
কেয়া পায়েল ছোট থেকেই অপূর্বকে পছন্দ করে। সে অনেক ভাবেই বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে অপূর্বকে তার ভালোবাসার কথা বলার চেষ্টা করে। তবে অপূর্ব সেটা বুঝে না। সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। একদিন অপূর্ব তার মায়ের কাছে কাচ্চি বিরিয়ানী রান্না করার কথা বলে। তখন তার মা বলে ফ্রিজে গরুর মাংস নেই, তবে তার বাবাকে বাজারে মাংস আনতে পাঠাবে। এই কথাটা কেয়া পায়েল আড়াল থেকে শুনে ফেলে। আর তখন সে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানী এনে প্লেটে সাজিয়ে অপূর্বর মায়ের কাছে গিয়ে বলে, আপনাদের জন্য বাসায় রান্না করে বিরিয়ানী নিয়ে এসেছি। এটা আমার প্রথম রান্না খেয়ে জানাবেন কেমন হয়েছে। সেই বিরিয়ানী রাতে অপূর্ব খেয়ে প্রশংসা করেছে। তবে এটা যে রেস্টুরেন্টের বিরিয়ানী অপূর্ব সেটা বুঝলেও কিছু বলে নাই।
একদিন এই বাড়ির মালিক এসে এই দুই ফেমিলিকে বাসাটা ছেড়ে দিতে বলে। দুই ফেমিলি এই বাসাতে ১৫ বছর ধরে ভাড়া থাকতেছে। বাড়িওয়ালার ছেলে কানাডা থাকে, সে এখানে ডুপ্লেক্স বাড়ি করে থাকবে। একদিন ইন্জিনিয়ার নিয়ে বাড়ির ম্যাপ করতে এসে বাড়িওয়ালার ছেলে কেয়াপায়েলকে দেখে পছন্দ হয়ে যায়। তখন সে তার বাবাকে নিয়ে কেয়া পায়েলের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। পায়েলের বাবা মাও বিয়েতে রাজি হয়ে যায়। সবাই চলে গেলে পায়েল তার বাবা মাকে বলে সে এই বিয়ে করবে না। সে অপূর্বকে বিয়ে করবে। কিন্তুু অপূর্ব তো এইসব বিষয়ে জেনেও কিছু বলে না। তখন পায়েলের মা বাবা অপূর্বর মা বাবার কাছে রিকুয়েষ্ট করে যেন অপূর্ব পায়েলকে বুঝিয়ে বলে। অপূর্ব পায়েলকে বুঝালেও পায়েল বুঝতে রাজি না। এদিকে অপূর্ব মনে মনে পায়েলকে ভালোবাসে তবে বলতে পারে না।
পায়েল অপূর্বর সাথে শেষ বারর জন্য একবার দেখা করতে চাই। তখন তারা পার্কে এক জাগায় দেখা করে অনেক কথা বলে। ঐদিন রাতে পায়েল অপূর্ব কে বলে তারা দুই জন পালিয়ে বিয়ে করতে চাই। অপূর্ব প্রথম রাজি না থাকলেও রাতের ঠিকই পায়েলকে নিয়ে পালিয়ে যায়। তবে অপূর্ব থাকে তার এক ফ্রেন্ডের বাসায় ও পায়েল থাকে তার এক ফ্রেন্ডের বাসায়। পরে সবার রাগ ঠান্ডা হলে দুই পরিবার মিলে তাদের বিয়ে দিবে। এমন প্লান করেই তারা বাসা থেকে বের হয়।
মতামত-
নাটকটিতে অনেক গুলো গুরুত্বপূর্ণ কথা আছে। আসলেই আবেগ দিয়ে জীবন চলে না। জীবন বাস্তাবতা অনেক কঠিন। হুটহাট করে যে কোন সিদ্ধান্ত নিয়ে পরে অনেক ক্ষতি হয়। তাই বুঝে শুনে সামনের দিকে আগাতে হবে। এখানে ছাদে, সিড়িতে, পার্কে অনেক গুলো রোমান্টিক ও বাস্তব সম্মত কথা আছে। আপনারা নাটকটি দেখলে বিষয়টা বুঝতে পারবে।
নাটকের লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।অপূর্ব এর নাটক আমি তেমন দেখি না।তবে কিছু কিছু নাটক দেখা যায় যে দেখলে খুব ভালো লাগে।এই নাটকটি এখনো আমার দেখা হয়নি।আপনার নাটকের রিভিউ টা পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাই মাঝে মাঝে চেষ্টা করি বিভিন্ন নাটক দেখে সেটির রিভিউ আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। ধন্যবাদ
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকের কাহিনী ভালো লেগেছে আমার কাছে।
জি ভাই মাঝে মাঝে ব্যস্ততার মধ্যেও সুযোগ করে দু একটি নাটক দেখা হয়। ধন্যবাদ।
যদিও নাটক দেখার তেমন সুযোগ ও সময় হয়ে ওঠে না। হঠাৎ যদি কোন নাটক দেখতে বসি তাও সম্পূর্ণ শেষ করতে পারিনা। আজ আপনি কেয়া পায়েল আর অপূর্ব অভিনীত তুই থেকে তুমি নাটকটি রিভিউর মাধ্যমে খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার রিভিউ পড়ে নাটকটি দেখার ইচ্ছে হচ্ছে। সময় পেলে নাটকটি দেখে নেব।
আমিও তেমন নাটক দেখার সুযোগ পায় না, তারপরেও মাঝে মাঝে সময় বের করে দেখি। ধন্যবাদ।
বেশ ভালো লাগার মত একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন ভাইজান। অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই নাটকের ভিডিও দেখে। আমি অপূর্ব নাটকগুলো প্রায় দেখে থাকি। তার রোমান্টিক নাটকগুলো আমার খুব ভালো লাগে।
জী ভাইয়া নাটকটি দেখবন, ভালোই লাগবে। ধন্যবাদ।
বেশ ভালো লাগার মত একটি নাটক রিভিউ করেছেন। এ জাতীয় নাটক গুলো আমি খুবই পছন্দ করি। মাঝে মধ্যে নাটক দেখলে মন ভালো থাকে। তাই মন ভালো রাখতে আমিও এই সমস্ত নাটকগুলো দেখে থাকি। বেশ ভালো লাগলো আপনার রিভিউ করা নাটকটা সম্পর্কে ধারণা পেয়ে। অনেক সুন্দর নাটক এটা।
জী আপু নাটকটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। ইচ্ছা করলে দেখতে পারেন। ধন্যবাদ।
আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এই নাটক দেখবো কিন্তু সময়ের অভাবে আর দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। এই জুটির নাটক এখনও দেখা হয়নি। তবে আমার কাছে তাদের দু'জনের অভিনয় খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
সময় পেলে নাটকটি দেখবেন। অনেক সুন্দর একটি নাটক। ধন্যবাদ।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটকটি আমি কিছুদিন আগে দেখে নিয়েছিলাম৷ খুব সুন্দর একটি নাটক ছিল এটি৷ আর আজকে আপনি আপনার এই রিভিউ এর মাধ্যমে নাটকটির মধ্যে ঘটে যাওয়া সব কিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
জী ভাইয়া কেয়া পায়েলের নাটক গুলো অনেক সুন্দর লাগে। দেখে মজা পাওয়া যায়। ধন্যবাদ।
"🌟 Let's celebrate another awesome update from Heroism! 💪 Support their initiative by delegating your SP today! 📈 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP [link to delegate] 🎉 Click here to join the Heroism Discord server and be part of an amazing community! 👊 Don't forget to vote for xpilar.witness (https://steemitwallet.com/~witnesses) to help us grow and succeed together as a community. Let's keep pushing forward with love, kindness, and positivity! 🌟"