সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছর সবার জীবনে কল্যাণ নিয়ে আসুক।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source- https://pixabay.com/illustrations/new-years-day-2025-fireworks-9259688/
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে নতুন বছরকে স্বাগতম জানানোর অনুভূতি শেয়ার করবো।
আজ এক জানুয়ারি ২০২৫। আমাদের জীবনে নতুন বছর পদার্পণ করলো। যদিও আমরা ২০২৫ সাল কে নতুন বছর দেখতেছি, মূলত আমাদের জীবনের নির্ধারিত আয়ুকাল থেকে একটি বছর অতিক্রম হয়ে গেছে। আমরা সবাই মৃত্যুর দিকে একটি বছর এগিয়ে গেছি। এ বিষয়ে আমাদের কমিউনিটির সম্মানিত ফাউন্ডার দাদা খুবই সুন্দর একটি ব্লগ লিখেছেন। সেখানে দাদা সবকিছু সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। সেটা দাদা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
নতুন বছর উপলক্ষে আমাদের সমাজের তরুণ তরুণীরা বেহায়াপনাই লিপ্ত হয়। নতুন বছর উপলক্ষে তাদের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়। গতকাল রাতে আমি বাসাতে শুয়ে ছিলাম। রাত যখন ঠিক ১২ টা বাজলো তখন চতুর্পাশ থেকে বিভিন্ন আওয়াজ শুনতে পেলাম। কেউ ফটকা ফুটাচ্ছে, কেউ বাজি ফুটাচ্ছে, কেউ ফানুস উড়াচ্ছে। এগুলো ঠিক ছিল কিন্তু সন্ধ্যার পর থেকে বিভিন্ন বাসার ছাদে ডিজে বক্স বাজিয়েছে। যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর ছিল।
আমরা মানুষ, আমরাও এক ধরনের প্রাণী। আমাদের চতুর্পাশে আরো শত শত প্রাণী রয়েছে। আমাদের যেমন বাঁচার অধিকার রয়েছে, আমাদের যেমন বেঁচে থাকার স্বাধীনতা রয়েছে। তাদেরও সেই স্বাধীনতা রয়েছে। কিন্তু আমরা মানব জাতি আধুনিকতার নামে সেইসব প্রাণীদের অধিকার হরণ করছি। চতুর্পাশে বাজি ফোটানোর সাথে সাথে বিভিন্ন জায়গায় বাসায় থাকা পশু পাখি দিক বেদিক উড়তে থাকে। কত পাখি চিরতরে হারিয়ে যাই। কত পাখি বাসা হারিয়ে ফেলে। কত পাখির ছানা মা বাবাকে হারিয়ে ফেলে। কিন্তু আমরা মানবজাতি এ বিষয়গুলো বুঝার চেষ্টাও করি না। আমাদের চারপাশে অসুস্থ মানুষ থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, সেদিকেও আমরা খেয়াল রাখি না। যে যার মত আনন্দ ফুর্তিতে মগ্ন থাকি।
আমার জীবনে আমি শুধু একবার ছাদে গিয়ে এসব ফটকা বাজি দেখেছিলাম। এগুলো খুবই ক্ষতিকর। সেজন্য আমি আর কখনো যাইনি। তাছাড়া নতুন বছর পালন করার মাঝে তেমন কোন সার্থকতা দেখিনা। হাজার হাজার টাকা ব্যায় করে কোন লাভ নেই। অথচ এই টাকা গুলি দিয়ে নতুন বছর উপলক্ষে কোন অসহায়কে সাহায্য করা যেত। নতুন বছর উপলক্ষে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা যেত। এগুলো করে নতুন বছর উদযাপন করলে আমরা মানুষ হিসেবে নিজেরা গর্ববোধ করতে পারতাম।
যাই হোক গতকাল বিশ্বের বিভিন্ন দেশ নানা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে। নতুন বছরটি যেন আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে। বিশ্বে বিভিন্ন দেশে চলমান অশান্তি যুদ্ধ হানাহানি মারামারি যেন বন্ধ হয়। কত মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে, কত মানুষ শীতে কষ্ট করছে, ক্ষমতাশালীরা কত মানুষের ঘরবাড়ি ছিনিয়ে নিয়েছে, কত আত্মীয়-স্বজনকে মেরে ফেলেছে। এক দিকে আমরা নতুন বছরকে স্বাগতম জানাই, অন্যদিকে তারা একটি মুহূর্ত বাঁচার জন্য হাহাকার করে। নতুন বছর উপলক্ষে পৃথিবীতে যেন চলমান যুদ্ধ বন্ধ হয়ে যায় সেই কামনা করি। নতুন বছর উপলক্ষে সবার ভিতর যেন বিবেক জাগ্রত হয়।
নতুন বছরে পৃথিবীতে যেন প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেই কামনা করি। আমাদের কাছে নতুন বছর আনন্দের হলেও অনেকের জীবনে ২০২৫ সাল হয়তো শেষ বছর হতে পারে। অনেকে হয়তো ২০২৬ সালের আলো দেখতে পারবে না। তাই আমরা নতুন বছরে নিজেদের কিছু কর্ম পৃথিবীতে রেখে যাওয়ার চেষ্টা করি। জানিনা ২০২৬ সাল দেখতে পারবো কি না। ২০২৫ সালে আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে, যেন পরের বছর আমরা না থাকলেও পৃথিবীর মানুষ আমাদেরকে স্মরণ করে। নতুন বছর সবার জন্য কল্যাণ বয়ে আনুক।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
২০২৪ সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা ২০২৫ সালের প্রথম দিনটা খুব সুন্দরভাবে পার করলাম। আমিও মন থেকে দোয়া করি আমরা সবাই যেন সুন্দরভাবে এ বছরটা অতিবাহিত করতে পারি।
জী আপু নতুন বছরটা যেন সবার জন্য শুভকামনা হয়। ধন্যবাদ।
বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আশা করছি এই নতুন বছর আপনার জীবনে অনেক শান্তি এবং সুখের হয়ে উঠবে।
ভাইয়া এটা বাংলা নয় ইংরেজি নববর্ষ। ধন্যবাদ।
বছরের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। নতুন বছরের প্রত্যেকটা দিন যেন হাসি এবং সুখ নিয়ে আসে এই দোয়া করি।
জী ভাই আমরাও দোয়া করি নতুন বছরটা যেন সবার সুন্দর ভাবে কাটে।ধন্যবাদ।
Task Done
নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। অতীতকে ভুলে গিয়ে নতুন বছরকে সাদরে গ্রহণ করে আপনি যেন জীবনটাকে নতুন করে গড়ে তুলতে পারেন সেই কামনাই করছি। আল্লাহতালা আপনার নেক হায়াত দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক।
জী ভাই নতুন বছরের দিন গুলো যেন ভালো কাটে। ধন্যবাদ।