বেলুন শুট খেলার অনুভূতি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে বেলুন সুট খেলার অনুভূতি শেয়ার করবো।
বেলুন সুট করা খুবই মজার একটি খেলা। এই নিয়ে আমি দুইবার বেলুন সুট কররেছিলাম। ২০১৯ সালে যশোরে বেড়াতে গিয়ে একবার বেলুন সুট করেছিলাম। আর গতকাল বাসার সামনে এক মেলাতে বেলুন সুট করলাম। বন্ধুরা আপনারা সবাই জানেন যে বিভিন্ন পার্কে, মেলাতে, বা উৎসবে কিছু মানুষ ছোট ছোট বেলুন সাজিয়ে বসে থাকে। মানুষ পিস্তলের মাধ্যমে সুট বেলুন গুলো ফুটিয়ে আনন্দ উপভোগ করে থাকে।
আমি গতকাল মেলার এক পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বেলুন সুট খেলা দেখেছিলাম। হঠাৎ করে মন চাইলো আমিও একবার বেলুন সুট করে দেখি। যেই চিন্তা সেই কাজ আমি ২০ টাকা দিয়ে আটটি বেলুন শুট করার চুক্তি করলাম। চুক্তি অনুযায়ী সিরিয়ালে দাঁড়াতে হয়। কারণ অনেক মানুষ শখের বসে বেলুন সুট করে থাকে। অনেক সময় সুট করতে গিয়ে বিপদও হতে পারে। তবে তেমন ক্ষতি হয় না। মারবেল গুলো কারো গায়ে লাগলে তেমন ব্যাথা পাওয়া যায় না।
ধীরে ধীরে আমার সিরিয়াল আসলো। বেলুন সুট করার পিস্তলগুলো খুবই ভারি হয়ে থাকে। আমি পিস্তলটি হাতে নিয়ে অনুমান করলাম দেড় থেকে দুই কেজি ওজন হবে। পিস্তলের উজন দেখে বুঝতে পেরেছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধরা কত কষ্ট করে এগুলো বহন করেছে। বেলুন সুটার মামা পিস্তলের সামনের অংশটি ভেঙ্গে একটি করে মার্বেল প্রবেশ করিয়ে দিলেন। তারপর আমি সামনের দিকে তাকিয়ে সুট করলাম। আমার প্রথম শুটে একটি বেলুন ফুটেছিল। তবে দ্বিতীয়বার আর ফুটেনি।
এভাবে আটটি মার্বেল দিয়ে সুট করার পরে চারটি বেলুন ফুটাতে পেরেছিলাম। সিরিয়াল ধরে বেলুন ফুটাতে গেলে মিস হয়ে যায়। কারণ আমরা তো এগুলো কখনো সুট করি না। আমাদের তেমন অভ্যাস নেই। তবে যারা এগুলো সুট করতে অভ্যস্ত তারা দশটি থেকে আটটি দশটি বেলুন ফুটাতে পারে। এসবে অভিজ্ঞতা লাগে।
বেলুন সুটার মামা দুই পাশে বেলুন সাজিয়ে রাখলেন। সারাদিনে এক পাশের বেলুনও শেষ হয় না। মানুষ শখ করে আসে ৮ থেকে ১২টা সুট করে শখ মিটিয়ে চলে যায়। বেলুন শুটার মামা মোটামুটি ভালই ইনকাম হয়। আমি সেই মামাকে জিজ্ঞেস করেছিলাম সারাদিনে কত টাকা ইনকাম হয়। তিনি বলেছিলেন কোনদিন ৫০০/৮০০ টাকার মত ইনকাম হয়ে থাকে।
যাই হোক আমার নির্ধারিত আটটি মারবেল সুট করার পরে ২০ টাকা দিয়ে চলে আসলাম। বেলুন শুট করে ভালই লাগলো। তবে বেশি করে ফুটালে নিশানা সঠিক হয়। মাঝে মধ্যে দু একবার করলে নিশানা ঠিক হয় না। এগুলো বেশি বেশি ট্রাই করলে যুদ্ধের সময় কাজে লাগবে। আমার যে সাহস আন্দোলন হলে রাস্তায় যায় না, আবার যুদ্ধ করবো, হি হি হি। যাইহোক একটু মজা করলাম।
কেউ যদি এভাবে শুট করে বেলুন ফুটিয়ে থাকেন। তাহলে আপনাদের অনুভূতি কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। কে কয়টা বেলুন ফুটাতে পেরেছেন। তো বন্ধুরা আজকে আর বাড়াচ্ছি না। এখান থেকে বিদায় নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ১০-০১-২০২৫ |
সময় | সন্ধা ৭.৩০ |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বেলুন শুট খেলা আমি কখনো খেলিনি তবে দেখেছি। খেলা গুলো দেখতেও মজা লাগে। আপনি এই মিলে দুইবার বেলুন শুট খেললেন জেনে ভালো লাগলো। আমিও শুনেছি এই পিস্তলগুলোর ওজন অনেক বেশি হয়। যাই হোক আপনি মেলাতে গিয়ে দারুন মজা করে বেলুন শুট খেলেছেন। আপনার বেলুন শুট খেলার দারুন অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বেলুন শুট খেলা দারুণ মজার একটি খেলা। ধন্যবাদ।
আমি শেষবার বেলুন শুট খেলেছিলাম 2022 সালের ১৭ই এপ্রিল মুজিবনগরে।বেলুন শুট খেলতে অসাধারণ ভালো লেগেছিল। যাহোক আজকে আপনার লেখাগুলো পড়ে দারুন লাগলো আমার।বেলুন শুট করা যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ নয়।
জী ভাই বেলুন খেলা খেলতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।
Task Done
মাঝে মাঝে আমাদের ভেতরের ছেলেমানুষী টা জেগে উঠে। আর তখন তাদের শান্ত করতে হয়। ২০ টাকায় ৮ টা শর্ট খারাপ না। অনেকদিন পরে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে হয়তো আপনার ছোটবেলার অনেক কাহিনী ঘটনা মনে পড়ে গিয়েছে। চমৎকার লাগল আপনার পোস্ট টা।
জী ভাই হঠাৎ করে ছেলেমানুষী হয়ে গেলাম,হা হা হা। ধন্যবাদ।