দুর্বার রাজশাহী উসমান খানের কাছেই হেরেগেছে।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে বিপিএলের গতকালের চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর ম্যাচটির রিভিউ শেয়ার করবো। গতকাল দারুন একটি ম্যাচ দেখছি। যেই ম্যাচের মধ্যে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি হয়েছে।
আপনারা সবাই জানেন যে এবারের বিপিএলের মধ্যে অনেক রান হচ্ছে। অন্যান্য বিপিএলের আসরের মধ্যে তেমন বেশি রান হতো না। তবে এই আসরের খেলা গুলো দেখে সবাই খুবই মজা পাচ্ছে। গতকালকের দ্বিতীয় ম্যাচটি ছিল চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর মধ্যে। দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক টস দিতে চিটাগং কিংসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাই।
চিটাগং কিংস এর পক্ষে ওপেনিং ব্যাটিং করে পারভেজ হোসাইন ইমন ও ওসমান খান। গতকাল শুরুতেই চিটাগং কিংসের উইকেট পড়ে যায়। মাত্র দুই বলে শূন্য রান করে পারভেজ হোসাইন ঈমন আউট হয়ে যায়। তবে অপর পাশের ওসমান খান জ্বলে উঠেছিল। গতকাল তার ব্যাট থেকে প্রচুর রান এসেছিল। গতকাল তার ভাগ্যটা খুবই ভালো ছিল, তার একটি ক্যাচ মিস হয়েছে। ক্যাচ ধরতে গিয়ে একজন আহত হয়েছে। গতকাল ওসমান খান ৬২ বল মোকাবেলা করে ১২৩ রান সংগ্রহ করে। যেটি ছিল বিপিএলের প্রথম সেঞ্চুরি। তার ব্যাট থেকে ১৩টি চার ও ৬টি ছয়ের বাউন্ডারি এসেছিল।
তারপর আসে গ্রাহাম ক্লার্ক। সে ২৫ বল খেলে চল্লিশ রান করে। তার ব্যাট থেকে আমরা পাঁচটি চার দুটি ছয় দেখতে পাই। উইকেট কিপার ও ক্যাপ্টেন মিঠুন ও মোটামুটি ভালো খেলেছে। সে ১৫ বল মোকাবেলা করে ২৮ রান সংগ্রহ করে। শামীম হোসেন গতকাল মাত্র ৩ বলে ২ রান করে। হায়দার আলী ৮ বলে ১৯ রান যুক্ত করে অপরাজিত ছিল। সব মিলিয়ে চিটাগং কিংস বিশ ওভার মোকাবেলা করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে।
দ্বিতীয় পর্বে দুর্বার রাজশাহীর পক্ষে ওপেনিং ব্যাট করে মোঃ হারিস ও সাব্বির হোসাইন। তাদের শুরুটা মোটামুটি ভালোই ছিল। তবে কেউ বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি। মানে অল্প অল্প রান করে সবাই আউট হয়ে গিয়েছিল। সব থেকে বেশি রান ছিল মোহাম্মদ হারিসের, সে ১৫ বলে ৩২ রান সংগ্রহ করে। যার মধ্যে দুটি চার ও তিনটি ছয় এর বাউন্ডারি ছিল।
সাব্বির হোসেন পাঁচ বল মোকাবেলা করে আট রান করে। ক্যাপ্টেন এনামুল হক ৯ বল মোকাবেলা করে আট রান করে। ইয়াসির আলী ১৫ বলে ১৬, উইকেট কিপার আকবর আলী ১২ বলে ১৮, রাইন ব্রুল ৯ বলে ১০ রান ও সোহাগ গাজী ১৯ বলে ১১ রান করে ওয়াসিম আহমেদের এলবি ডব্লিউ এর ফাঁদে পড়ে।
তারপর আর কেউ তেমন কোন রান করতে পারেনি। তারা মাত্র ১১৪ রান করতে সবগুলো উইকেট হারিয়ে ফেলেছিল। যদিও তারা সতেরো ওভার এক বল মোকাবেলা করেছে। গতকাল চিটাগং কিংস হেঁসে খেলে ম্যাচটি জিতে যায়।
বোলারদের মধ্যে আরাফাত সানি আলিস আল ইসলাম মোটামুটি ভালো বলিং করেছে। তারা দুইজনই তিনটি করে উইকেট লাভ করেছে। সব মিলিয়ে গতকালকের খেলাটি দারুন ছিল। সব দর্শকরা অনেক মজা পেয়েছে। তবে রাজশাহী যদি আরো কিছু রান করতে পারতো তাহলে একটু টানটান উত্তেজনা থাকতো। যাই হোক আশা করি রাজশাহী পরের ম্যাচে ভালো খেলার চেষ্টা করবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Task Done.
সেই সাথে উসমান তার রান দিয়ে দেখিয়ে দিলো পুরো বিপিএল কে। আসলে সেদিন আমি উসমানের খেলা দেখে অনেক টা অবাক হয়ে গিয়েছিলাম।সে একের পর এক টি ছয় এবং চা দিয়ে তার রানের খাতা ভাসিয়ে তুলেছিল। আশা করছি রাজশাহী পরবর্তী ম্যাচের মধ্যে অনেক সুন্দর পারফরম্যান্স করতে পারবে।
জী ভাই উসমান খাঁন সেইদিন দারুণ খেলেছে। ধন্যবাদ।
এই ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে বসেই দেখেছিলাম আমি। সত্যি বলতে উসমান খানের সমান রানও করতে পারেনি রাজশাহী। চট্টগ্রাম এর বিশাল রানের পাড়ারের সামনে যেন তারা অসহায় আত্মসমর্পণ করেছে।
ভাই টিকেট কত টাকা নিলো...?