আসলে অনেক সবল মানুষ আছে যারা চেষ্টা করে দুর্বলদের উপর অত্যাচার করার। কিন্তু জানে না যে এর একটা শেষ আছে। আর ঠকানোর বিষয়ে কি বলবো। এখন যে যাকে পারছে ইচ্ছে মত ঠকাতে পারলেই ভালো। এমনকি নিজের ভাইকেও পর্যন্ত ছাড়ছে না। অন্যকে ঠকিয়ে যারা ভাবছে যে আমরা জিতে গেছি কিন্তু তারা জানে না যে এটা জিত না এটাই আসল হার। কারণ অন্যকে ঠকিয়ে কখনোই বড় হওয়া যায় না। আর এগুলোর বিচার করার জন্য তো আল্লাহ তায়ালা আছেন। অবশ্যই আল্লাহ তায়ালা সবাইকে সবার হক বুঝিয়ে দেবেন। কারণ আল্লাহ তায়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে মানুষ বুঝে না যে অন্যকে ঠকাতে চাইলে নিজেই ঠকে যায় সেটা। আপনি বেশ সুন্দর করে গঠন মূলক মতামত দিলেন অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।