আসলে চুরি করতে তো সাহস লাগবেই। কারণ চুরি করতে গেলে ধরা পরার ভয় থাকে আর ধরা পড়লে কি হবে সেটা আর বললাম না। যাইহোক আপনি যে নকল করে পরীক্ষা দিয়েছেন জেনে ভালো লাগলো।🤣 তবে আমি কিন্তু অতটাও নকল করি না। বলা চলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত নকল করি নাই বললেই চলে কিন্তু কলেজে ওঠার পর একটু একটু করেছি। যাই হোক ধন্যবাদ আপনাকে মজার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।