অনেকদিন পর ফুটবল খেলতে গিয়ে বিড়ম্বনা।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

soccer-g29443e290_1920.jpg

সোর্স

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শুক্রবারের আড্ডা নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। ওখানে আমি বলেছিলাম যে পুরো সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে শুধুমাত্র শুক্রবারে আমরা বন্ধুরা মোটামুটি ফ্রি থাকি। এবং শুক্রবারের সারাদিনটা আমরা আড্ডা দিয়ে এবং মজা করে কাটাই। গতকালকের শুক্রবারটাও আমাদের বেশ ভালই কেটেছিল। কিন্তু ফিজিক্যালি কোন গেম যেমন ফুটবল ক্রিকেট এসব অনেকদিন খেলা হয়নি। আজকে শনিবার। শনিবার যেহেতু সবার স্কুল ছুটি থাকে তাই আমাদের বন্ধুদের মধ্যে যারা পড়াশোনা করে তারা সবাই বিকাল টাইম টা ফ্রি ছিলাম। আর আমার বন্ধুরা যারা কাজ করে তারাও দেখি আজকে কাজে যাইনি তাই বিকাল বেলায় মোটামুটি সবাই ফ্রি ছিলাম।

বিকাল বেলায় সবাই কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর সবাই ভাবলাম যে অনেকদিন ফুটবল খেলা হয় না আজকে একটু ফুটবল খেলা যাক। তো এই কথায় সবাই একমত ছিল। চলে গেলাম আমাদের ছোট্ট মাঠে ফুটবল খেলার উদ্দেশ্যে। তো আমরা মোট ৯ জন ছিলাম তাই দল ভাগ করতে একটু সমস্যা হচ্ছিল। তবে ৯ জনের মধ্যে আমাদের একটা ছোট ভাইও ছিল। তাই শেষে একটা দলে চারজন এবং আরেকটা দলে ওই ছোট ভাইটাকে দিয়ে পাঁচজন করে ফুটবল খেলার জন্য দুইটা দল গঠন করে ফেলি। তারপর সবাই মিলে খেলা শুরু করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। খেলা শুরু করার পরপরই আমার একটা বন্ধু হালকা একটু জোরে বলটিকে মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিল।

ব্যাস এখানে আমাদের খেলা শেষ। কারণ আমার বন্ধুটা যেদিকে বল মেরেছে ওইদিকে একটা আঙ্কেলের বাসা উনার বাসার জানালায় আবার কাঁচের গ্লাস লাগানো। বলটা জানালায় লাগেনি তবে যেহেতু আমরা এখানে খেললে বলটি জানালায় লাগতে পারে তাই তখনই ওই আংকেলের ঘরের ভেতর থেকে একজন জানালার কাছে এসে আমাদেরকে খেলতে নিষেধ করলো। তখন আমরা উনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমরা প্রতিদিন খেলি না আজকে একটু খেলতে চাই। কিন্তু কোন কাজ হলো না। তারপর কিছুক্ষণের মধ্যে দেখি ওই আংকেলটা জানালার কাছে এসে আমাদেরকে খেলতে নিষেধ করছে। ওনাকেও আমরা সবাই মিলে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু কোন কাজ হলো না। তাই কি আর করার এখানে আমাদের খেলাটাকে সমাপ্ত করে দিলাম।

আসলে এমনটা হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা যেদিন থেকে এখানে খেলা শুরু করেছি তার কিছুদিন পর থেকেই ওই আঙ্কেল টা আমাদেরকে এখানে খেলতে নিষেধ করেছিল। কিন্তু আমাদের আশেপাশে যেহেতু আর কোন খেলার মাঠ নেই তাই আমরা ওই আঙ্কেলকে বুঝিয়ে এখানেই খেলতাম। কিন্তু কিছুদিন আগে আমার একটা বন্ধু ওনার জানালার গ্লাসে বল মেরে দিয়েছিল গ্লাসের কিছু হয়নি তবে ওইযে যদি ভেঙে যায় তাই আর খেলতে দিচ্ছে না। তবে এখানে আরো দুইজনের বাড়িতে কাঁচের গ্লাস লাগানো কিন্তু তারা কিছু বলেনি শুধু এই আঙ্কেল টাই বাধা দিয়েছিল। যাইহোক কখনো সুযোগ হলে ছবির মাধ্যমে আপনাদেরকে মাঠটা দেখাবো ইনশা-আল্লাহ।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে কখনো কি এরকম হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

শনিবার বিকেল টায় সময় পেয়ে খেলতে গিয়েছেন এটা জেনে বেশ ভালই লাগলো। কারণ সবসময় হয়তোবা সময় করে ওঠা হয় না খেলার জন্য। একটা সময় সবাই ব্যস্ত হয়ে যায়। তবে ফ্রি টাইম গুলো সবার সাথে একসাথে খেলে কাটালে ভালোই লাগে। তবে আপনারা যেখানে খেলেছেন সেখানে গ্লাস লাগানো বাড়ির কর্তা আপনাদের খেলতে নিষেধ করেছে ব্যাপারটা তার জন্য হয়তো বা স্বাভাবিক। কারণ গ্লাস ভাঙলে হয়তো আপনাদের জরিমানা করা লাগবে। যাই হোক ছবির মাধ্যমে দেখাবেন সেই মাঠটা আশায় থাকলাম।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন উনি ওনার জায়গা থেকে ঠিক ছিল। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আসলে ভাই আমি বা আপনি উনার জায়গা হলে আমরা ও নিষেধ করতাম যেহেতু গ্লাস ভেঙ্গে যাবে তাই।

 2 years ago 

আসলে খেলার মাঠ না থাকলে প্রতিকূল পরিবেশ যেটা অনেক বাধা বিঘ্ন করে। ফুটবল খেলা আমার খুবই পছন্দের যেটা প্রতি বছর কম বেশি খেলা হয়ে থাকে। শীতের সময় ক্রিকেট বেশি খেলা হয় বিকেল মুহূর্তে দারুন একটা সময় অতিবাহিত করি। আঙ্কেলের সাবধানতার জন্যই আপনাদের খেলা নিষেধ করেছে কি আর করার ভাই মনের ইচ্ছাটা আর পূরণ হলো না মনে হয়।

 2 years ago (edited)

ঠিক বলেছেন ভেবেছিলাম অনেকদিন পরে ফুটবল খেলবো কিন্তু তা আর হলো না।

 2 years ago 

যদি অনেকদিন পর আপনারা ফুটবল খেলতে গিয়েছিলেন কিন্তু ওই আঙ্কেলটির কারণে খেলতে পারেননি। আসলে এমনিতে কারো ঘরের পাশে খেলাধুলা একেবারেই করা যায় না। কারণ ঘরে যদি একটু আঁচ লাগে তাহলে ঝগড়া এবং বিড়ম্বনা শুরু করে দেয়। আচ্ছা যদি একটি বল গিয়ে জানালায় লাগতো তাহলে মনে হয় আপনার এখানে আর থাকতেনই না। আপনাদের উপরে অনেক দোষ চাপা হত। খেলাধুলা করতে সবাই পছন্দ করে। তাইতো বন্ধুরা একসাথে হলে খেলতে ইচ্ছে করে। যাইহোক শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন কারোর বাড়ির পাশে খেলা আসলে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ খেলতে গিয়ে যদি জানালার কাঁচ যদি ভুলে ভেঙ্গে যেত তাহলে তো মনে হয় না আমরা আর ওখানে থাকতাম। 😁 ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপনাদের এই বিষয়টি পড়ে সত্যি ভীষণ খারাপ লাগলো। যে আঙ্কেলটির বাড়ির পাশে আপনারা খেলা করছিলেন তিনি বকাবকি করার পর আপনারা ও সেখান থেকে চলে এসেছেন। যদিও আসতে চাননি কিন্তু বকাবকি করার পর চলে আসেতেই উচিত। ফ্রি টাইমে তো বন্ধুদের সাথে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন তাহলে। আসলে এরকম ভাবে বন্ধুদের সাথে সময় কাটাতে একটু বেশি ভালো লাগে সবার। যাইহোক এমনিতেই সম্পূর্ণটা পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম একটি পোস্ট সত্যিই অসাধারণ বলতেই হয়।

 2 years ago 

আসলে অনেক দিন পর একটু খেলার সুযোগ পেয়েছিলাম কিন্তু বকাবির কারণে আর খেলা হলো না। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 92220.01
ETH 2499.94
USDT 1.00
SBD 0.68