🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--৩৪🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺
আজ--২২ জৈষ্ঠ্যমাস| ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | গ্রীষ্মকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।
- আমার বাংলা ব্লগ কমিউনিটি
- সুন্দর ফটোগ্রাফি
- আজ--২২শ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্দ
- বুধবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে.....!!
বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।
সত্যি বলতে আমি সবসময়ই প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চলে যাই প্রকৃতির সান্নিধ্যে। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে কেউ কখনো বুঝতে পারে না, সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার,আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।
ফটোগ্রাফি--০১
গোলাপ ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় যে গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে। যদিও বাংলাদেশে অনেক প্রজাতির গোলাপ ফুল পাওয়া যায় তবে আমি সচরাচর সাদা গোলাপ এবং লাল গোলাপ তাই দেখেছি কালো গোলাপকে খুব একটা দেখিনি। এই ফটোগ্রাফি টা দেখলে আপনারা প্রথমে ভাববেন এটা হয়তো বা কালো গোলাপ কিন্তু এটা কালো গোলাপ নয় এটা আসলে একটা লাল গোলাপ আমি ফটোটা নিচের দিক থেকে ক্যাপচার করেছি যার কারণেই মনে হচ্ছে এটা কালো গোলাপ। মূলত কালো গোলাপ আমার অনেক বেশি পছন্দের যেহেতু কালো গোলাপকে ওরকম ভাবে দেখা হয়নি, যার কারণেই লাল গোলাপ ফুলকেই কালো গোলাপ হিসেবে রূপান্তরিত করেছি ফটোগ্রাফির মাধ্যমে। আশা করছি এই গোলাপ ফুলটি দেখতে আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ফটোগ্রাফি--০২
অচেনা ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
বাংলাদেশের যে কত রকমের ফুল আছে এটা হয়তোবা আমরা অনেকেই জানিনা। আমার এটাই মনে হয় যে বাংলাদেশে অনেক প্রজাতির ফুল পাওয়া যায় বিশেষ করে প্রত্যেক ঋতুতেই রয়েছে নতুন নতুন ফুলের সমাগম। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে কিছু কিছু ফুল আছে যে ফুলগুলো রক্তাক্ত লাল আবার কিছু কিছু ফুল আছে সম্পূর্ণই হলুদ। এই ফুলটা সম্পূর্ণই হলুদ শুধুমাত্র গাছ সবুজ আর ফুলের পাপড়িসহ ফুল গাঢ় হলুদ বর্ণ ধারণ করে রয়েছে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। গাছগুলো একই রকমের সবুজ বর্ণের হলেও ফুলগুলো সবসময়ই ভিন্ন এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
ফটোগ্রাফি--০৩
ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ঢেড়স কিন্তু আপনা আপনি গাছে ধরে না। ঢেড়স ধরার আগে ঢেঁড়স গাছের সঙ্গে এরকম সুন্দর একটা ফুলের সৃষ্টি হয় আর এই ফুলের মাঝখান থেকেই মূলত ঢেরসের জন্ম। এবছর ঢেঁড়স চাষ করেছিল আমাদের জমির পাশের জমি ওয়ালা যদিও আমরা প্রথম অবস্থায় ঢেরস চাষ করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর ঢেঁড়স চাষ করা হয়নি। যাইহোক বিকেল বেলা মাঠ ভ্রমণ করতে গিয়েছিলাম সেই সাথে নিজেদের জমিও দেখতে গিয়েছিলাম নিজেদের জমি দেখতে গিয়েই দেখতে পেলাম পাশের জমিতে সুন্দর ঢেঁড়স ফুল ধরে রয়েছে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। এরকম দৃশ্য দেখে নিজেকে কি আর ধরে রাখা যায় আপনারাই বলুন..?? অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম তার মধ্যে থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
ফটোগ্রাফি--০৪
মাছের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
আমরা অনেকেই বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরেছে কিন্তু কেউ কি আমরা জেলেদের মত নদীতে জাল ফেলে মাছ ধরেছি..?? পুকুরে হয়তো বা অনেকেই জাল ফেলে মাছ ধরেছে কিন্তু এমন অনেক কম মানুষই আছে যারা কিনা নদীতে জাল ফেলে মাছ ধরেছে তবে নদীতে জাল ফেলে মাছ ধরার সৌভাগ্য আমার হয়েছে। আমাদের বাসার পাশেই ছোট্ট একটা নদী রয়েছে যখন অন্যান্য নদীতে পানি শুকিয়ে যায় চৈত্র মাসে তখন সেই নদীতে সামান্য পানি থাকে আর সেই পানিতেই এলাকাবাসী মিলে মাছ ছেড়ে দেয়া হয়। ঠিক এই সময়টাতেই সকলে মিলে জাল ফেলে নদী থেকে মাছ ধরা হয় সে এক অন্যরকম আনন্দ এবং অন্যরকম মজা এই আনন্দ কখনোই বলে প্রকাশ করা সম্ভব নয়। নদীতে জাল ফুলে মাছ ধরার সময় এরকম একটা মাছের ফটোগ্রাফি করেছিলাম সেই সাথে মাছ ধরার কালীন সময়ে অনেক বেশি আনন্দ করেছিলাম সকলে মিলে।
ফটোগ্রাফি--০৫
পাতার উপর বৃষ্টির ফোটার ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
বৃষ্টির দিনে ছাদের উপর উঠে গোসল করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে যদিও অনেকেই আছে যারা কিনা বৃষ্টিতে খুব একটা ভিজতে পছন্দ করে না কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। আমি নিজেও আগে বৃষ্টিতে অনেক ভিজতে ভালোবাসতাম কিন্তু বর্তমান সময়ে ঠান্ডা এবং জ্বর এর কথা চিন্তা করে খুব একটা বেশি বৃষ্টিতে ভেজা হয় না। কিছুদিন আগেই অনেকটা বৃষ্টি হয়েছিল বিকেল বেলা বিকেল বেলা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ছাদে গিয়েছিলাম যদিও কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে আবার রুমে চলে এসেছিলাম। বৃষ্টি শেষ হবার পরে ফোনটা হাতে নিয়ে ছাদে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম দেখেছিলাম লেবু গাছের পাতার উপর বৃষ্টির ফোটা পরে শিশির বিন্দুর মতো জমে আছে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। এরকম সুন্দর দৃশ্য দেখে অনেক সময় নিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম।
ফটোগ্রাফি--০৬
সজনে ফুলের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
সত্যি বলতে আমি যেই বাসায় থাকি সেই বাসার ছাদ বাগানটা অনেক বেশি সুন্দর। এতটাই সুন্দর যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এই সাদ বাগানে এমন কোন গাছ নেই যে গাছ এই ছাদ বাগানে নেই। সকল ধরনের গাছের উপস্থিতি এই ছাদ বাগানে লক্ষ্য করা যায় তার মধ্যে সজনে গাছ অন্যতম। সজনে ধরার আগে সজনে গাছে এরকম সুন্দর ফুলের সৃষ্টি হয় আর এই ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর অন্যান্য ফুলের থেকে যদিও এই ফুল থেকে খুব একটা বেশি ঘ্রাণ বের হয় না তারপরেও এই ফুলগুলো দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর দেখায় ধবধবে সাদা সেই সাথে কিছুটা অন্যরকম এক বর্ণের সংমিশ্রণের সজনে ফুলের সৃষ্টি। যারা আপনারা খুব কাছ থেকে সজনে ফুলকে দেখেছেন তারাই বুঝতে পারবেন যে সজনে ফুল দেখতে আসলে কতটা সুন্দর।
ফটোগ্রাফি--০৭
পেঁপে গাছের ফটোগ্রাফি |
Location |
Device :realme 6i |
Photo Edit:Snapped |
এমন অনেক মানুষ আছে যে মানুষগুলোর মাথার চুলের দিকে লক্ষ্য করলে দেখবেন যে কিছু কিছু চুল পেকে গিয়েছে পেকে সাদা হয়ে গিয়েছে আবার কিছু কিছু চুল কালো বর্ণ ধারণ করে আছে। ঠিক তেমনি ভাবে আপনি এই পেঁপে গাছের পাতার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছু কিছু পাতা পেকে গিয়ে হলুদ হয়ে গিয়েছে আর কিছু কিছু পাতা সবুজ বর্ণ ধারণ করে আছে। সবুজ বর্ণটাকে যদি আপনি কালো হিসেবে গ্রহণ করেন আর হলুদ বর্ণটাকে যদি আপনি সাদা হিসেবে গ্রহণ করেন তাহলে মানুষের মাথার সঙ্গে এই পেঁপে গাছের মাথার কিছুটা মিল আপনি খুঁজে পাবেন। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নিজেদের জমি দেখতে গিয়ে দেখেছিলাম এরকম একটা পেঁপে গাছ দৃশ্যটা সত্যিই একটু অন্যরকম। আশা করছি এই দৃশ্যটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | ফটোগ্রাফি |
---|---|
বিষয় | আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৩৪ |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
@jibon47
VOTE @bangla.witness as witness
OR
প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখেও ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। আর এই দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লেগেছে আপনার সমস্ত ফটোগ্রাফি গুলো দেখে। এক কথায় অসাধারণ ছিল প্রত্যেকটা চিত্র।
আপনিও খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে হলুদ রঙ্গন ফুল দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে আমার।
এটা জেনে খুবই ভালো লাগলো যে হলুদ রঙের ফুলটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার ধন্যবাদ আপনাকে।
আসলেই আপনার ফটোগ্রাফি গুলো বেস্ট। প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছেন। পাতার উপর বৃষ্টির দৃশ্য অসম্ভব সুন্দর। তাছাড়া যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন চমৎকার লাগছে।
এটা জেনে খুবই ভালো লাগলো যে পাতার উপর বৃষ্টির দৃশ্যটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম দৃশ্য দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি যেই বাসায় থাকেন সেই বাসার ছাদের উপর থেকে সজনে ফুলের ফটোগ্রাফি টা দারুন করেছেন ভাইয়া। ছাদের উপর এরকম বিভিন্ন ধরনের গাছ থাকলে দেখতে ভীষণ ভালো লাগে পরিবেশটাও সুন্দর হয়। শেয়ার করো প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ ।
আসলে আমি যে বাসায় থাকি এই বাসার ছাদবাগান টা দেখতে অনেক বেশি সুন্দর। আপনার কাছে সজনে পাতার ফটোগ্রাফি টা ভালো লেগেছে দিনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো লাগলো শুনে আপনি যে একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আপনি কতটুকু প্রকৃতিপ্রেমী মানুষ তা আপনার ফটোগ্রাফি দেখলে বোঝা যায়। এত চমৎকার ভাবে আপনি ফটোগ্রাফি গুলো নিয়ে থাকেন। যে ফটোগ্রাফি দেখি না কেন মুগ্ধ হয়ে যাই বারবার। আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে। ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ওয়াও অসাধারন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন আমাদের মাঝে। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হলো। বিশেষ করে মাছের ফটোগ্রাফিটি খুব দারুণ ছিল। অসংখ্য ধন্যবাদ এমন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে বেশ মনোমুগ্ধকর ছিল। এমনিতেই প্রত্যেকেই ফটোগ্রাফি করতে বেশ পছন্দ কর। আমার কাছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।