You are viewing a single comment's thread from:
RE: সামাজিক স্তরবিন্যাসের চরম খেলা || মানুষকে মাপা হয় টাকার ওজনে (১০% স্বত্বভোগী লাজুক খ্যাঁক 🦊)
আপনি সামাজিক স্তরবিন্যস সম্পর্কে খুব সুন্দর উপস্থাপনা করেছেন,,এখন কার সমজা শুধু এটাই বোঝে যার টাকা বেশি তার সম্মান টাও বেশি তাইতো বলি, "" পিপল রেসপেক্ট দা মানি 'নট রেসপেক্ট পারসন""আর শিক্ষাগত যোগ্যতা বলতে মানুষের ভরি ভরি সার্টিফিকেট থাকলেও তারা শিক্ষিত না শিক্ষিত চেনা যায় মন মানসিকতা দেখে। কোট-টাই পড়লেই তাকে শিক্ষিত মানুষ বলা যায় না।
শিক্ষিত বিষয়ে অনুপম রায়ের একটা গান আছে "বাবু রে" এটা তে তিনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, গানটার মাধুর্য অনেক।
শেষ কথা কালো আর ফর্সা, আমাদের সমাজ কালো আর ফর্সা নিয়ে অনেক বিভেদ তৈরি করে। কে কালো কে ফর্সা সেটা দেখে লাভ আছে,..?লাভ নাই কারন প্রতিটা ব্যাক্তির শরিরে রক্ত একই "লাল" তাইলে এতো বিভেদ তৈরি করার কি দরকার। আমাদের একটাই পরিচয় সেটা হলো আমরা মানুষ।
ধন্যবাদ ভাই 💗
প্রথমে ধন্যবাদ জানাই আমার পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং উপলব্ধি করার জন্য। আমাকে বিষয়গুলো খুব নাড়া দেয় এবং কষ্ট দেয়। তাই মাঝে মাঝেই লিখতে বাধ্য হই।
আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ভালো থাকবেন 🥀
আপনিও ভালো থাকবেন এমন পোষ্ট আপনার থেকে আরে আশা করি