স্বরচিত কবিতা:-তোমার তুমিটা-র অস্তিত্ব কোথায়

in আমার বাংলা ব্লগlast year

আজ -২০ অগ্রহায়ণ| ১৪৩০ বঙ্গাব্দ | মঙ্গলবার |হেমন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা স্বরচিত একটি কবিতা উপস্থাপন করবো। কবিতার নাম, তোমার তুমিটা-র অস্তিত্ব কোথায়।আশা করছি,আমার লেখা এই কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


questions-4304981_1280.jpg

source



শুভ দুপুর সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি



আমাদের সকলেরই একজন একান্ত মানুষ থাকে যে মানুষটা শুধুমাত্র আমাদেরই। এই একজন মানুষকে আমরা প্রচন্ড রকম ভাবে ভালোবাসি। কিন্তু প্রচণ্ড রকম ভাবে ভালোবাসার পরেও অপর বাসের মানুষটা যখন অন্য কারো হাত ধরে তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। এতটা খারাপ লাগে যে এই খারাপ লাগাটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব হয়ে ওঠে না কখনো বিশ্লেষণ করা যায় না। যদিও সেই মানুষটা অপর পাশের অন্য আরেকটা মানুষের সঙ্গে ঘর বাধার সিদ্ধান্ত নেয় কিন্তু দিনশেষে সেই মানুষটা কি আসলেও তার কাছে সুখী থাকে..?? কোন না কোন সময় সেই মানুষটার তার প্রথম জনের কথা মনে পড়বেই, মন খারাপের সময় তার কথা প্রচণ্ড রকম ভাবে তার মনে পড়বে সে তাকে অনেক বেশি মিস করবে।

এতকিছুর পরেও তার সেই মানুষটার কাছে ফিরে যাওয়ার কোন রাস্তা নেই। আর এদিকে অপর পাশের মানুষটা ভাবতে থাকে এত এত ভালোবাসার পরেও তাকে কাছে পেলাম না। এতকিছু করার পরেও যেহেতু তাকে কাছে পাইনি তার মানে ভালোবাসা আসলেই মিথ্যে এবং স্বার্থপর। এই প্রথম মানুষটা আর দ্বিতীয়বার কাউকে ভালবাসতে পারবে কি পারবে না এই দ্বিধাদ্বন্দায় কাটিয়ে দেয় কয়েকশো শতাব্দী



যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।


কবিতা

কবিতার নামঃ---তোমার তুমিটা-র অস্তিত্ব কোথায়


চাইলেই কি আর তোমারে পাওন যায়...??
চাইলেই কি আর তোমার মতো করে অন্য কাউকে ভালোবাসা যায়..?
চাইলেই কি আর এই মনটারে দুইভাগ করা যায়..?
তয়,তুমি চাইলে সবই করতে পারো
তুমি চাইলে আমার মতো দ্বিতীয় কাউকে খুঁজতে পারো,
তুমি চাইলে মনটারে টুকরো টুকরো করে মানষের দিতে পারো।
তয়,আমি আর পারি না
বলতে পারো এটা আমার ব্যার্থতা।
আমার একটু ব্যার্থতার কারণেই আমি তোমারে আমারে করে পাই নাই
আমার এক্টু অসচেতনতা তোমাকে আমার থ্যেইকা অনেক দূরে সরাইয়া রাখছে।
তয়,তুমি চাইলে হয়তো অনেক অসম্ভবকে সম্ভব করা যেতো
সম্ভব করা যেতো আমাদের স্বপ্ন,সম্ভব করা যেতো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা।
আমার অনেক আফসোস হয়,
দিন শেষে তুমি আমার কাছে তোমারে চাইলা,
হায় আফসোস....!!!
দিনশেষে তুমি আমারে চাইলা না।
চাইলা না আমার সেই কুচকুচে কালো ঠোঁট,
শুনতে চাইলা না আমার সেই গিটারের টুংটাং শব্দ।
তুমি চেয়েছিলে এক নিস্তব্ধতা,আর আমি...!!
আমি চেয়েছিলাম আলোকময় ল্যাম্পপোস্টের এক শহর,
যে শহরে প্রতিদিন ভালোবাসা বিক্রি হয়।
বিক্রিকৃত ভালোবাসা তোমায় দিতে চাই নি,
তয়,নিজেই বিক্রি হতে চেয়েছিলাম তোমার কাছে।
তুমি ক্রেতা হয় ভালোবাসা ক্রয় করলে ঠিক-ওই,কিন্তু...!!
আমাকে আর ক্রয় করলে না।
এখন পুরো শহরতলীর জুরে আমার ভালোবাসা বিক্রি হয়,
তোমার তুমিটার অস্তিত্ব কোথায়...??
দিনশেষে তুমি আমাকেই ভালোবাসো,
তোমার তুমিটার মাধ্যমে।
আমাকে কাছে পাওয়ার ইচ্ছায় তোমার অতৃপ্ত আত্মার মৃত্যু হবে,তবুও...!!
তবুও,তুমি আমাকে তোমার নীড়ে পাবে না।
ভালোবাসা সার্থপর...!!ভালোবাসা মিথ্যে...!!


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়তোমার তুমিটা-র অস্তিত্ব কোথায়
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

তুমি সবসময় আবেগপ্রবণ এবং হৃদয়ের গভীর থেকে কবিতা লেখ। তোমার প্রতিটা কবিতা আমার হৃদয় ছুঁয়ে যায় আজকের কবিতাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ভালোবাসা স্বার্থপর ভালবাসা মিছে। ভালোবাসার পিছে ছুটতে ছুটতে নিজেই আজ অসহায় হয়ে গিয়েছে। তোমার কবিতাটি আমাকে নতুন করে ভাবাচ্ছে ভালোবাসা নিয়ে। অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে।

 last year 

যদিও আমি খুব একটা ভালো কবিতা লিখতে পারি না,তবে আপনার সুন্দর মন্তব্য দেখে ভালো লাগলো। তবে হ্যাঁ আমি সত্যিই অনেক ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি হতাশ,সে আমার জীবনে নিয়ে এসেছিল এক বিরাট সর্বনাশ😁😁 সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে এম্মে🖤

 last year 

কবিতার প্রতিটা লাইনই চমৎকার ছিল, অনেক গভীর চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ছিল প্রতিটা ছন্দে, ভালোবাসায় সিক্ত প্রতিটা শব্দতে। অসাধারণ ছিল আজকের এই কবিতাটি।

 last year 

আমি চেষ্টা করেছি প্রতিটি লাইন চমৎকারভাবে উপস্থাপন করার যাতে পাঠক হৃদয়ের মনে গেঁথে যায়। গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমার তুমি টার অস্তিত্ব কোথায় কবিতাটার প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আসলে আমাদের সবার একান্ত একজন মানুষ থাকে যে সারা জীবনের জন্যই আমাদের। আসলে এরকম কবিতা গুলো আমি লিখতে অনেক বেশি পছন্দ করি। আর আমার কাছে পড়তেও অনেক বেশি ভালো লাগে।

 last year 

যদিও আমি খুব একটা ভালো কবিতা লিখতে পারি না তবে চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লেখার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

মনের গভীরের চমৎকার অনুভূতি দিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার দারুন এক অনুভূতি ফুটে উঠেছে। ভীষণ ভালো লাগলো আপনার এই কবিতাটি পড়ে।

 last year 

আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম এরকম মন্তব্য পেলে কবিতা লেখার ইচ্ছেটা আরো বেড়ে যায়। এভাবেই সব সময় সুন্দর মন্তব্য করবেন বলে আশা রাখি ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আপনি বেশ সুন্দর কবিতা লিখেন তো ভাইয়া।কবিতায় নিজের অনুভূতি গুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।কবিতার লাইনগুলো জাস্ট চমৎকার হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

শুধুমাত্র চেষ্টা করে গিয়েছি সুন্দরভাবে আপনাদের মাঝে কবিতাটি তুলে ধরার কেমন হয়েছে সেটা হয়তোবা বলতে পারব না তবে আপনার মন্তব্য থেকে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20