আর্ট পোস্ট :- // কিউট ক্যান্ডি অঙ্কন //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।
আপনাদের সঙ্গে সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করতে চলে এলাম। আজকে খুবই সুন্দর একটি কিউট ক্যান্ডি আর্ট করেছি। সাইন পেন ব্যবহার করে এই ধরনের আর্ট গুলো করতে আমার ভীষণ ভালো লাগে।আজকের এই আর্ট এর সম্পূর্ণ অংশই আমি সাইন পেন ব্যবহার করে অংকন করেছি। বিভিন্ন কালারের পেন দিয়ে অংকন করার জন্য দেখতে আরো চমৎকার লাগছে।আশা করি আপনাদের কাছেও এই আর্টটি ভালো লাগবে। ক্যান্ডি খেতে যেমন মজার, আর্ট করতেও বেশ দারুন মজার।ক্যান্ডি গুলো দেখতেও বেশ দারুন লাগে। প্রথমে আমি আর্ট করার সময় ভেবে পাচ্ছিলাম না কি অঙ্কন করা যায়।তারপর হঠাৎ মাথায় আসলো এমন কিছু আর্ট করি যা দেখতে অনেক সুন্দর লাগবে।এবং কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে অঙ্কন করা যায়।
তাই আমি এই কিউট দেখতে ক্যান্ডিটাই অঙ্কন করলাম।এটা অঙ্কন করতে আমার খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ক্যান্ডিটি অঙ্কন করলাম।
১.কাগজ
২.সাইন পেন
প্রথমে কালো রঙের সাইন পেন দিয়ে ক্যান্ডির মাথার অংশ এঁকে নিব।এখানে মাথার অংশ চ্যাপ্টা গোলাকার করে অঙ্কন করবো।এরপর চিত্রের মতো করে ক্যান্ডির নিচের অংশ এঁকে নিব।
এখন ক্যান্ডির উপরের অংশে ইমুজি অঙ্কন করে নিব।এখানে কালো রঙের সাইন পেন দিয়ে চোখ ও মুখের অংশ অঙ্কন করে নিব।
এরপর ব্রাউন ও কমলা রঙের সাইন পেন দিয়ে ক্যান্ডির লাঠির অংশ রঙ করে নিব।
এখন লাল রঙের সাইন পেন দিয়ে ক্যান্ডির লাঠির উপরের অংশ রঙ করে নিব।এভাবে রঙ করায় দেখতে অনেক সুন্দর লাগছিল।
এরপর ক্যান্ডির মাথার অংশে লাল রঙ করে নিব।লাল রঙ করায় ক্যান্ডির মাথার অংশ দেখতে অনেক চমৎকার লাগছিল।
এখন চিত্রের মতো করে ক্যান্ডির মাথার উপরের অংশে বিভিন্ন রঙের সাইন পেন দিয়ে ছোট সাইজের অনেকগুলো বৃত্ত এঁকে নিব।এখানে আমি গোলাপি,হলুদ,আকাশী ও সবুজ রঙের সাইন পেন ব্যবহার করে বৃত্তগুলো অঙ্কন করেছি।
অঙ্কন শেষে নিচের দিকে আমার সিগনেচার করে নিব।
আমার অংকন করা আজকের এই ক্যান্ডির আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | আর্ট পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে দেখিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর আর্ট দেখে। বেশ দারুণ হয়েছে আপনার এই অংকন করা। অনেক অনেক ভালো লাগলো।
আপু দারুন তো। একটি দারুন সুন্দর ক্যান্ডি অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ক্যান্ডির আর্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
ওয়াও , সত্যিই আপু এটা অনেক বেশি কিউট। খুবই দারুন ভাবে এঁকেছেন এই কিউট ক্যান্ডিটি । আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর আর্ট এর ধাপ গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার আর্ট বেশ দুর্দান্ত হয়েছে । কিউট ক্যান্ডি অঙ্কন বেশ দুর্দান্ত হয়েছে। কিউট ক্যান্ডি আর্ট দেখে খুব ভালো লাগলো। সত্যিই আপনার আর্ট করার দক্ষতা বেশ দারুণ। আমাদের মাঝে আর্ট করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে দেখি। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এ ধরনের অংকন পোস্ট আমার কাছে বেশ ভালো লাগে। আপনি নিখুঁতভাবে ক্যান্ডির চিত্র অঙ্কন করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে অনেক সুন্দর একটি ক্যান্ডি অঙ্কন শেয়ার করেছেন। আপনার করা এই ক্যান্ডি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া কালার করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সাইন পেন ব্যবহার করে এত সুন্দর করে একটি আর্ট করেছেন দেখে ভালো লেগেছে। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। কিউট ক্যান্ডি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
বেশ দারুণভাবে কিউট ক্যান্ডি অঙ্কন করেছেন আপু। আপনার অঙ্কনটা টা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভীষণ সুন্দরভাবে অংকন টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।