আর্ট পোস্ট : // ডিমের উপর ফুলের পেইন্টিং //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।
প্রতিদিনই আপনাদের সঙ্গে ভিন্ন ভিন্ন কিছু পোস্ট শেয়ার করে থাকি। আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব সুন্দর একটি ইউনিক আর্ট। ইউনিক আর্ট বলার কারণ আজকে আর্ট করার জন্য কোন কাগজ ব্যবহার করিনি। একটি ডিমের উপর কিভাবে আর্ট করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এরকম ছোট ছোট জিনিসের উপর আর্ট করতে ভীষণ ভালো লাগে। ডিমের উপর অ্যাক্রেলিক রং দিয়ে আর্ট করার জন্য ডিমটি দেখতে বেশ সুন্দর লাগছিল। আর্টটি কমপ্লিট করার পর দেখে বোঝাই যাচ্ছে না যে এটি একটি ডিম।
মূলত আজকে আমি একটি পাথরের উপর আর্ট করতে চাচ্ছিলাম। কিন্তু আমার কাছে বড় সাইজের কোন পাথর ছিল না।তাই ভাবলাম কিসের উপর আর্ট করা যায়, যা দেখতে অনেকটা পাথরের মত লাগবে। তখনই আমার মাথায় একটি আইডিয়া আসলো।আইডিয়াটা হলো, ডিমের উপর আর্ট করলে কেমন হয়।যেই ভাবা সেই কাজ। একটি বয়লার মুরগির ডিম নিয়ে নিলাম আর্ট করার জন্য।অ্যাক্রেলিক রং ব্যবহার করে ডিমের উপর খুব সুন্দর কিছু ফুল অংকন করলাম।আর্টটি করার পর দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে ডিমের উপর সুন্দর এই পেইন্টিংটি করলাম।
১.ডিম
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পানি
প্রথমে আমি একটি বয়লার মুরগির ডিম নিয়েছি।এরপর তুলির সাহায্যে সাদা রং নিয়ে ডিমটির উপর সুন্দরভাবে ব্রাশ করে নিব।অর্থাৎ, সম্পূর্ণ ডিমে সাদা রং করে নিব ।
![]() | ![]() |
---|
এরপর সাদা রংয়ের উপর নীল রং করে নিব। ডিমটির মাঝের অংশে গাঢ় নীল এবং দুই পাশে হালকা নীল রং করব।
![]() | ![]() |
---|
এখন ফুলটি অংকন করার জন্য প্রথমে ফুলের মাঝের অংশ এঁকে নিব। মাঝের অংশ অংকন করার জন্য, এখানে আমি লাল রঙ এবং এর মাঝে হলুদ রঙ করে নিব।
![]() | ![]() |
---|
এরপর সাদা রং দিয়ে ফুলটির সবগুলো পাপড়ি এঁকে নিব। এখানে আমি মোট আটটি ফুলের পাপড়ি এঁকেছি। নিচের দিকে ছোট সাইজের আরো একটি ফুল এঁকে নিব।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
- | - |
এখন ডিমটির উপরের অংশে ফুলের কিছু কুঁড়ি এবং আধা ফোঁটা ফুল এঁকে নিব। এখানেও আমি সাদা রং ব্যবহার করেছি।
এরপর তুলির সাহায্যে কালো রং দিয়ে ফুল গাছের পাতা এবং ডাল অংকন করে নিব।
![]() | ![]() |
---|
তারপর কালো রঙের উপর সবুজ রং করে নিব। এভাবেই ফুলের ডাল ও পাতা অংকন করা শেষ হলো।
![]() | ![]() |
---|
এখন ফাঁকা অংশে সাদা রঙ দিয়ে ছোট ছোট বিন্দু এঁকে নিব। যাতে দেখে মনে হয় এগুলো আকাশের তারা। এভাবেই সম্পূর্ণ ডিমের উপর আর্ট করা শেষ হলো।
![]() | ![]() |
---|
আজকেই প্রথম এভাবে ডিমের উপর পেইন্টিং করলাম।পেইন্টিং করার সময় আমার বেশ ভালো লাগছিল। ইউনিক কিছু করতে কার না ভালো লাগে। আমার অংকন করা আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | আর্ট পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
ডিমের উপরে অনেক সুন্দর একটি ফুলের পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং করার প্রতিটি ধাপের বিবরণ গুলো পড়ে এবং পেইন্টিং এর প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার অংকন করা আজকের এই পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
চমৎকার আইডিয়া। দারুণ হয়েছে কাজটি আপু। ডিমের উপর পেইন্টিং করে সুন্দর ফুল এঁকেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে। আঁকার ধাপ গুলোও বেশ গুছিয়ে তুলে ধরেছেন। আর্টের কালার কম্বিনেশন, ফটোগ্রাফি ও উপস্থাপন সব মিলে ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার অংকন করা পেইন্টিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।
যদিও প্রথম অবস্থায় পাথরের উপর অঙ্কন করতে চেয়েছিলেন কিন্তু শেষের দিকে গিয়ে ডিমের উপর অঙ্কন করেছেন জেনে ভালো লাগলো। সত্যিই আপনার এরকম ইউনিক একটা অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম, ডিমের উপরেও যে এরকম ভাবে ফুলের পেইন্টিং করা যায় এই প্রথমবার দেখলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পাথর না থাকার কারণেই মূলত ডিমের উপর পেইন্টিংটি করা। যাইহোক পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ডিমের ওপর পেইন্টিং করা খুবই ঝামেলার একটি কাজ।
এর আগে আমি দেখেছি আমার এক ফ্রেন্ড এটা করতে গিয়ে পরপর দুটি ভেঙেছে এবং তিন নাম্বার গিয়ে মোটামুটি সফলতা অর্জন করেছিল তাও পেন্টিং টা ততটা ভালো হয়েছিল না।
তবে আপনি অনেক সুন্দর পেইন্টিং করেছেন নকশাটা খুব ভালো লাগলো কালার কম্বিনেশন টাও দারুণ ফুটেছে।
হ্যাঁ, ডিমের উপর একটু সাবধানতার সঙ্গে পেইন্টিং করতে হয়। তা না হলে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমি তো প্রথম দেখে ভেবেছিলাম পাথরের উপরে পেইন্টিং করেছেন। ডিমের উপর আপনি চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। কালার কম্বিনেশনটা দারুন ভাবে ফুটে উঠেছে। সাদা রঙের ফুলটি চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আইডিয়া শেয়ার করার জন্য।
আমার অংকন করা ডিমের উপর পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনার ডিমের উপরে ফুল আঁকার প্ল্যানটি আমার খুব ভালো লেগেছে আপু। দেখতে খুবই চমৎকার হয়েছে। ধাপে ধাপে যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরাতে আরো বেশি ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।
আপনার প্রশংসা মূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার আইডিয়াটা তো দারুন আপু। এই প্লাটফর্মে যুক্ত হয়ে অনেক নতুন নতুন জিনিস দেখলাম। তার মধ্যে আপনার টা ও রয়ে গেল। ডিমের ওপর পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর ফুল সহ পাতায় গেছেন। নীল রঙের উপর সাদা ফুলটি দেখতে চমৎকার লাগছে। এরকম সুন্দর একটি পোস্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আসলে আপনার ভাবতে ভাবতে হুট করে আইডিয়া টা কিন্তু দারুণ হয়েছে।বেশ লাইটিং হয়েছে। ডিমের উপরে ফুলের আর্ট দারুণ হয়েছে আপু।
ধন্যবাদ এত সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। ডিমের উপরে দেখছি অনেক সুন্দর একটা পেইন্টিং করে নিয়েছেন আপনি। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার অংকন করা এই পেইন্টিংটা। পাথরের উপরে এই পেইন্টিংটা করলে যেমন সুন্দর লাগতো, তেমনি ডিমের উপরে করার কারণেও সুন্দর লাগতেছে। সত্যি বলতে আপু আমি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো পাথরের উপরে পেইন্টিং করেছেন। কিন্তু আপনার টাইটেল পড়ে পরবর্তীতে বুঝতে পেরেছি, ডিমের উপরে করেছেন এই পেইন্টিং। ফুলের পেইন্টিং হওয়ায় বেশি সুন্দর লেগেছে। কালারটাও সুন্দরভাবে ফুটে উঠেছে।
হয়তো পাথর থাকলে ডিমের উপর পেইন্টিং করা হতো না। পাথর না থাকার কারণেই একটু ভিন্ন ধরনের আর্ট করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ডিমের উপর দারুন ভাবে ফুলের পেইন্টিং করেছ। পেইন্টিংটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। ইউনিক আইডিয়া নিয়ে ডিমের উপর এত সুন্দর ভাবে পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।