(এসো নিজে করি) :- // হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম

IMG20240508123021-01-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে।

আজকে আবারও আপনাদের সাথে সুন্দর একটি সেলাইয়ের পোস্ট শেয়ার করতে চলে এলাম।হ্যান্ড এমব্রয়ডারি সেলাই গুলো করতে আমার খুবই ভালো লাগে। যদিও সময় অনেক বেশি লাগে তবে ধৈর্য নিয়ে সেলাই গুলো করলে দেখতে অনেক সুন্দর হয়। আজকে আমি লেজি ডেইজি সেলাই দিয়ে সুন্দর একটি ফুলের গাছ সেলাই করেছি।গাছের ডালে রয়েছে দুইটি পাতা এবং ফুটন্ত অনেকগুলো ফুল।পাতা দুইটিতে এখানে আমি ফ্লাই স্টিচ সেলাই দিয়েছি। এই সেলাইগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আমি ফুল গাছে ছয়টি ফুল সেলাই করেছি। ছয়টি ফুল দেওয়ায় হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনটি দেখতে বেশি সুন্দর লাগছিল।এই ধরনের হ্যান্ড এমব্রয়ডারিগুলো জামাতে করলে দেখতে অনেক সুন্দর লাগে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফুলের ডিজাইন সেলাই করলাম।

হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন

IMG20240508122936-02-02.jpeg

IMG20240508123109-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাপড়
২.সুঁই
৩.DMC সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম

IMG20240508112732.jpg

ধাপ-১:

প্রথমে আমি ফ্রেমের সাথে সাদা রঙের কাপড়টি সুন্দরভাবে সেট করে নিব। এরপর কাপড়টির উপর পেন্সিল দিয়ে ফুল গাছ এবং গাছে ফুটন্ত ছয়টি ফুল এঁকে নিব।

IMG20240508113309.jpg

ধাপ-২:

এরপর সুঁইয়ের মধ্যে গোলাপি ও সাদা রঙের মিক্সড করা সুতা পরিয়ে নিব।এরপর আমি লেজি ডেইজি সেলাই দিয়ে ফুলটি তৈরি করবো।প্রথমে সুঁইটি দাগ দেওয়া ফুলের নিচের অংশ দিয়ে উঠিয়ে নিব। এরপর একই জায়গায় আবার সুঁইটি নিচে নামিয়ে নিব। তারপর চিত্রের মতো করে সুঁইটি আবার নিচ থেকে সুতার মধ্যে দিয়ে তুলে আবার নিচে নামিয়ে নিব।এভাবে একটি পাঁপড়ি সেলাই করলাম।

IMG20240508113324.jpgIMG20240508113356.jpg
IMG20240508113424.jpgIMG20240508113453.jpg

IMG20240508113517.jpg

ধাপ-৩:

একইভাবে মোট পাঁচটি পাঁপড়ি সেলাই করে একটি ফুল তৈরি করবো।লেজি ডেইজি সেলাই দিয়ে ফুলগুলো তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG20240508113753.jpgIMG20240508114234.jpg
ধাপ-৪:

এভাবেই মোট ছয়টি ফুল সেলাই করে নিব। ছয়টি ফুল একসাথে দেখতে অনেক ভালো লাগছে।

IMG20240508114606.jpgIMG20240508115237.jpg

IMG20240508120050.jpg

ধাপ-৫:

এখন ফুল গাছের ডাল সেলাই করে নিব। এখানে আমি ডালটি সেলাই করার জন্য চিত্রের মতো করে ডালফোঁড় দিব।ডালফোঁড় দিয়ে ফুল গাছের সম্পূর্ণ ডালটি সেলাই করে নিয়েছি।এখানে আমি নীল রঙের সুতা দিয়ে ডালটি সেলাই করেছি।

IMG20240508120517.jpgIMG20240508120536.jpg
IMG20240508120554.jpgIMG20240508120613.jpg
IMG20240508120632.jpgIMG20240508120827.jpg
ধাপ-৬:

এরপর চিত্রের মতো করে ফ্লাই স্টিচ দিয়ে পাতা সেলাই করে নিব।পাতা সেলাই করার সময় আমার হাতের আঙ্গুলে সুঁই ফুঁটে গিয়েছিল।সেলাই করার সময় সাবধানতা অবলম্বন না করলে এমন বিপদই হবে।

IMG20240508120857.jpgIMG20240508120939.jpg
IMG20240508120956.jpgIMG20240508121021.jpg
IMG20240508121244.jpgIMG20240508121858.jpg
ধাপ-৭:

একইভাবে আরো একটি পাতা সেলাই করে নিব বিপরীত পাশে।

IMG20240508122514.jpg

ধাপ-৮:

এরপর ফুলগুলোর মাঝে ফ্রেঞ্চ গিঁট সেলাই দিয়ে ফুল তৈরি করবো। এখানে আমি নীল রঙের সুতা সুঁইয়ের মধ্যে পরিয়ে নিয়েছি। এরপর কাপড়ের নিচ থেকে সুঁই উঠিয়ে নিব। এরপর সুঁই এর মাথায় সুতা দিয়ে তিনটি প্যাঁচ দিয়ে নিব। তারপর সুঁইটি কাপড়ের মধ্য দিয়ে নামিয়ে নিচে টান দিব। এভাবেই হয়ে গেল ফ্রেঞ্চ গিঁট সেলাই।

IMG20240508122652.jpgIMG20240508122700.jpg
IMG20240508122719.jpgIMG20240508122739.jpg
ধাপ-৯:

সসবগুলো ফুলের মাঝে এভাবে ফ্রেঞ্চ গিঁট সেলাই দিয়ে নিব।তৈরি হয়ে গেল সুন্দর ফুল গাছের হ্যান্ড এমব্রয়ডারি নকশা।

IMG20240508123025-01.jpeg

ফাইনাল আউটপুট:
IMG20240508123050-01.jpegIMG20240508123054-01.jpeg
IMG20240508123039-01.jpegIMG20240508123034-01.jpeg

IMG20240508123030-01.jpeg

আশা করি আপনাদের কাছে আজকের সেলাই করা হ্যান্ড এমব্রয়ডারি ফুল গাছের ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফুল গাছের নকশাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সেলাইয়ের প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীহ্যান্ড এমব্রয়ডারি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 months ago 

আপনার দেখি সব কাজের উপরেই বেশ নিখুঁত দক্ষতা আছে। সুন্দর ফুলের ডিজাইন তৈরি করেছেন আবার ফুলের নিচের অংশে গাছের পাতার দৃশ্যটাও যেন আরো সুন্দর লেগেছে। সব মিলিয়ে আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

সুই সুতার দিয়ে হাতের স্পর্শ খুব সুন্দর এমব্রয়ডারি করেছেন খুবই সুন্দর লাগছে দেখতে।এটা অবশ্যই অনেক কঠিন ছিল তবে আপনি খুব নিখুঁত ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

ঠিকই বলেছেন, সেলাইয়ের কাজগুলো আসলেই অনেক কঠিন। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ফুলের ডিজাইন করেছেন। আপনার ডিজাইনটি দেখতে মুক্ত হলাম।

 2 months ago 

হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 months ago 

আপনি বেশ দারুণভাবে হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। এ ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। সময় না থাকলে কখনোই সম্পূর্ণ করা যায় না। অনেক সময় ও ধৈর্য নিয়ে কাজটি সম্পন্ন করছেন বলেই বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য। দারুন ডিজাইন টি শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যান্ড এমব্রয়ডারি কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে কাজটি করার পর দেখতে খুবই সুন্দর দেখায়।

 2 months ago 

আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি আর্ট করে দেখিয়েছেন। এজাতীয় কাপড়ের গায়ে সুতা দিয়ে হাট করতে দেখলে আমার খুবই ভালো লাগে। এর আগে আমি লক্ষ্য করেছি আপনি এমন সুন্দর আর্ট নিয়ে উপস্থিত হতেন। আশা করবো আপনি আপনার এই অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে দেখাবেন।

 2 months ago 

দোয়া করবেন, যেন আমি প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।

 2 months ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন। এধরনের এমব্রয়ডারি গুলো দেখতে দারুন লাগে। তাছাড়া এধরনের কাজ গুলো করতে অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। বিশেষ করে মেয়েদের জামার উপর এধরনের ডিজাইন করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যান্ড এমব্রয়ডারি কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। জামার উপরে এ ধরনের ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর দেখায়।

 2 months ago 

আমার কাছে কাপড়ের মধ্যে তৈরি করা হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করা হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন তৈরি করতে অনেক পারদর্শী।

 2 months ago 

এর আগেও আপনার শেয়ার করা হ্যান্ড এমব্রয়ডারি দেখেছিলাম। আজকে এই পোস্ট দেখে খুবই ভালো লেগেছে। আপু আপনি অনেক দক্ষতার সাথে এই কাজটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এধরনের কাজগুলো কখনো করা হয়নি। তবে অনেক ভালো লাগে আমার।

 2 months ago 

কাপড়ের মধ্যে যদি হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন করা হয় দেখতে বেশ ভালই লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে কাপড়ের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন বানিয়েছেন। তবে কাপড়ের মধ্যে এই ফুলগুলো তৈরি করতে অনেক সময় ওর ধৈর্যের প্রয়োজন হয়। চমৎকার একটি হ্যান্ড এমব্রয়ডারি ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.029
BTC 67563.69
ETH 3470.63
USDT 1.00
SBD 2.68