টাকি মাছের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 months ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের পুকুর থেকে ধরা টাকি মাছের ভিডিওগ্রাফি। আশা করবো আমার ধারণা করার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240324_181131_5.jpg

Photography device: Infinix Hot 11s-50mp



টাকি মাছের ভিডিওগ্রাফি


কিছু কিছু সময় আমরা আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে থাকি। আমাদের এলাকাটা মাছ প্রধান এলাকা। প্রায় বাড়িতে দু একটা করে পুকুর রয়েছে। আর তাই এখানকার মানুষ মাছ চাষ নিয়ে যেমন অভ্যস্ত তেমনই মাছের সাথে সময় কাটাতে অভ্যস্ত। আমি যেমন ব্যস্ততার মাঝখান থেকে যখনই সুযোগ পাই পুকুর পাড়ে সবজি উঠাতে গিয়ে মাছের খাবার দেয়ার চেষ্টা করি ছেলের আব্বুর কাছ থেকে। কারণ মাছের খাবার দিতে ভালো লাগে। আর সে মাছ যদি ধরে এনে তাজা অবস্থায় সামনে রাখা হয় পানির মধ্যে, তাদের নড়াচড়া দেখতে অনেকটা ভালো লাগে। ঠিক তেমনটাই ছিল এই মাছের ভিডিও ধারণের সময়টা। আমাদের বাড়ির দক্ষিণ সাইডের পুকুরটা পানি নিষ্কাশন করা হয়। এরপর সেখান থেকে উপরের দেওয়া মাছগুলো ধরে ফেলা হয়। অতঃপর রাজের আব্বু আর ছোট ভাইয়া দুজন মিলে কাদার মধ্যে থেকে টাকি মাছ ধরতে থাকে। তাদের সাথে যুক্ত হলো আমার ছোট ভাই বোন। আমি তো বেশ রাগ করলাম। প্রচন্ড রোদ গরমের মুহূর্তে ছোটরা কেন নামল। কিন্তু এদিকে বাড়ির মধ্যে মাছকুটা নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারলাম না। ইচ্ছে মতো বকাঝকা করলাম কিন্তু কেউ কর্ণপাত করল না।

IMG_20240324_181102_6.jpg

Photography device: Infinix Hot 11s-50mp


মাছ ধরা শেষের দিকে দেখলাম তারা হাঁপাতে হাঁপাতে সারা গায়ে কাদা নিয়ে বাড়ির মধ্যে আসছে চ্যাং মাছ হাঁড়িতে করে। তারা নিজেরাই মাছগুলো খুব সুন্দর ভাবে মটরের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে হাড়ের মধ্যে রাখল। এদিকে আমি তেলাপিয়া মাছ কোটায় ব্যস্ত। আমার এদিকে মাছ কোথাও হয়ে গেলে যখন টিউবল পাড়ে ভুতে নিয়ে আসলাম তখন লক্ষ্য করে দেখলাম হাঁড়ির মধ্যে টাকি মাছগুলো কত সুন্দর ভাবে কিলবিল করছে। বুঝতে পারছেন পুকুর নিষ্কাশন করার পর অনেক মাছ ধরে আনে আর সে মাছ করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতে হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন করে কিছু মাছ ফ্রিজের মধ্যে রাখতে হয়। ঠিক আমিও ক্লান্ত হয়ে গেছিলাম। তবে এই মাছগুলোর এমন হাড়ের মধ্যে নড়াচড়া করতে দেখে একটু ভালো লাগছিল। দ্রুত কোটা মাছ গুলো ধরে ফেললাম। এরপর ভিডিও ধারণ করার জন্য উপস্থিত হলাম। বেশ মাছ ধরার নিয়ে গল্প চলছিল বাড়ির মধ্যে। সেদিকে কান খোলা রেখে এদিকে ভিডিও ধারণ করার ব্যস্ত হয়ে করলাম। বেশ ভালো লাগছিল মাছের সাথে খেলা করতে। আমি আর আমার ছেলে বেশি লেগে পড়লাম টাকে মাছগুলোর সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আমার ছেলে তো বারবার পাঠ খড়ি দিয়ে ভেতরে মাছগুলোর গায়ে খোঁচা মারতে লাগলো। আমি তাকে থামিয়ে হেঁটিয়ে রাখলাম। এরপর ভিডিও ধারণ করতে থাকলাম। মাঝেমধ্যে হাঁড়ির গায়ে থাবা মারলে মাছগুলো বেশি লাফিয়ে উঠছিল দেখতে অনেক ভালো লাগছিল। আর এভাবেই আমি আর বাবু মাছের সাথে আনন্দ করছিলাম। কখন যেন মনের ক্লান্তি দূর হয়ে গেছিল তার ঠিক নেই আর এভাবেই বেশ কয়েকটা ভিডিও ধারণ করে ফেলেছিলাম। কারণ একাধিক হাঁড়ির মধ্যে এই টাকি মাছ রাখা হয়েছিল।

YouTube channel

Videography device: Infinix Hot 11s-50mp


মনে হচ্ছে এই তো সেদিন পুকুর পানি নিষ্কাশন করা হয়েছিল। তবে দেখতে দেখতে অনেক মাস চলে গেল। গত কয়েকদিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এই পুকুরে পানি উপর দিয়ে স্রত চলেছে। এখনকার অবস্থান দেখলে মনেই হবে না এটা সেই পুকুর। তবে যাই হোক প্রত্যেক বছর কিন্তু এখান থেকে টাকি মাছগুলো সংরক্ষণ করা যায়। আশা করব আগামীতেও এইখান থেকে অনেকগুলো টাকি মাছ সংরক্ষণ করা যাবে। এবার এই পুকুর থেকে ৮৪টা টাকি মাছ পাওয়া গেছিল। তার মধ্য থেকে ভিডিও ধারণ করে বেশ কয়েকটা দেখানোর চেষ্টা করলাম। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে।

IMG_20240323_132719_5.jpg

Photography device: Infinix Hot 11s-50mp


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওটাকি মাছের ভিডিও
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলInfinix Hot 11s
youtube চ্যানেল@agricultureandfishery
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 5 months ago 

একবারে এত মাছ ধরে ছিলা ওই পুকুর থেকে। টাকি মাছ কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপকার। গত চার দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে আর ছোট বড় অনেক পুকুরে ভাঁটিয়ে দিয়ে গেছে ‌। হাঁড়ির মধ্যে অনেক সুন্দর ভাবে টাকি মাছগুলো খেলা খেলছে দেখে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 5 months ago 

বাহ আপনি দেখতেছি টাকি মাছের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আমাদের ভাই এবং তার ছোট ভাই মাছ ধরতেছে এবং জীবিত মাছ পানিতে লাগতেছে আর আপনি ভিডিওগ্রাফি করেছেন। তবে আপু এখন পাই জায়গাতে মানুষ মাছ চাষ করে। যাই হোক টাকি মাছের সুন্দর ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনার মন্তব্য দেখে খুশি হলাম।

 5 months ago 

টাকি মাছের অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আমিও লক্ষ্য করে দেখেছি এই মাছ অনেক বেশি শক্তিশালী অনেকদিন বেঁচে থাকতে পারে। আপনার শেয়ার করা এই ভিডিওগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো।

 5 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন

 5 months ago 

আপু আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আপনাদের পুকুরে অনেকগুলো টাকি মাছ ছিল। আর এগুলো যখন তারা আপনাদের বাসায় নিয়ে এসেছিল তখন আপনি এগুলো একটি জায়গায় রাখেন। তারপরে আপনি আপনার ফোন দিয়ে খুব সুন্দর করে টাকি মাছগুলোর একটি ভিডিও গ্রাফি ধারণ করেন। আর এটা আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া টাকি মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ

 5 months ago 

আমাদের দিকেও এই মাছটিকে টাকি মাছ বলা হয়ে থাকে। এগুলো যখন ধরে এনে পাতিলে পানি দিয়ে ছাড়া হয়, তখন দেখতে দারুন লাগে। আপনার ভিডিও গ্রাফির মধ্যেও মাছ গুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ।

 5 months ago 

ঠিক বলেছেন আপনি

 5 months ago 

আপনি খুব সুন্দর ভাবে টাকি মাছের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। বেশ কিছুদিন বৃষ্টি হওয়াতে আপনাদের পুকুর দিয়ে পানির স্রোত যাচ্ছে সেটা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অনেক অনেক খুশি হলাম

 5 months ago 

শুনেছি আপু অনেক জায়গায় কয়েকদিনের বৃষ্টির পানিতেপুকুরের মাছ সব অন্য পুকুরে চলে গেছে। জেনে খারাপ লেগেছে। আজ আপনার টাকি মাছের ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো আপু। আমি অবশ্য টাকি মাছ খাই না। তবে মাছের ভিডিওগ্রাফিটি কিন্তু অনেক ভালো লেগেছে। মাছগুলো কত সুন্দর পানির মধ্যে খেলা করছে দেখতেই ভালো লাগে।

 5 months ago 

আমারও ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে

 5 months ago 

পুকুরের পানি নিষ্কাশন করা হলে অনেক টাকি মাছ পাওয়া যায়। এগুলো সাধারণত পানির গভীরে থাকে। তাই অনেক সময় সহজে জাল দিয়ে তোলা যায় না। টাকি মাছের ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো আপু। অনেক সুন্দর করে ভিডিও করেছেন আপনি।

 5 months ago 

ঠিক বলেছেন আপনি

 5 months ago 

মাছের খেলা দেখতে ও মাছ ধরা দেখতে খুব ভালো লাগে।ছোট বাচ্চাদের কে নিষেধ করে লাভ নেই কারণ ছোট বাচ্চাদের মাছ ধরার আনন্দ আলাদা। আপনি শেষ চমৎকার টাকি মাছের ভিডিও শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো দেখে।টাকি মাছ খেতেও অনেক সুস্বাদু। ধন্যবাদ সুন্দর টাকি মাছ ধরাও ভিডিওগ্রাফিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 5 months ago 

ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67