আসলে এমন ঘটনা গুলো মেনে নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে আপু। ছোট বাচ্চা যার হাসিখুশি ভাবে বেড়ে ওঠার কথা সে অসুস্থ তাই নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আবার পরিবারকেও মনে কষ্টের মাঝে ডুবে তুলছে। আসলে মানুষের জীবনটা এমনটাই। কেউ বলতে পারেনা কার জীবন কেমন ভাবে যায়।
ঠিক বলেছেন আপু।