অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি লিখেছেন ভাইয়া। আমি তো প্রত্যেকদিন শব্দ দূষণের সম্মুখীন হয়ে। সকাল ভোরে রান্না করতে উঠি। আপনার ভাইয়াকে বিদায় করে দুপুরে বাবুকে একটু ঘুম পাড়াতে গেলে নিজে একটু ঘুমাতে গেলে বিভিন্ন বিক্রেতার মাইকের শব্দে ঘুমাতে পারি না। এতে খুব নার্ভাস হতে হয় শারীরিক দিক থেকে। আসলে সবাই যদি একটু সজাগো সচেতন হয় তাহলে সত্যি সুন্দর পরিবেশ তৈরি করা যায়।
হ্যাঁ, এখন কিন্তু এই সাউন্ড অনেক বেশি