অনেকদিন পর দেখতে পারলাম আমাদের পুকুর খননের সেই চিত্র। এখানে পুকুর খনন করতে গিয়ে বেশ অনেকজন গান বলেছিল। আমার মনে আছে পুকুরের মাটি গুলো লিচু গাছের গোড়া থেকে আমাদের বসার জায়গা গুলোতে দেওয়া হয়েছিল। তাই বেশ কয়েকদিন সেখানে বসাও অসুবিধা হয়ে গেছিল। অনেকদিন পর মাটি খননের চিত্র দেখতে পেরে খুব ভালো লাগলো।
বিশেষ করে সিরাজ কাকার গান।