অনেক ভালো লাগলো আপু আপনার এই পোস্ট পড়ে। আপনার সন্তানরা আপনার কষ্ট দুঃখ বোঝে এবং তারা এত লক্ষ্মীর মত কথা বলে শুনি তো আমারই ভালো লাগলো। যে সন্তানরা পিতা-মাতার দুঃখ বুঝে তারা মানুষের মত মানুষ হয়। দোয়া করি বাবুদের জন্য। আর এটা ঠিক নিজেই নিজের সম্পদ। তাই নিজের কাছে দামি হয়ে উঠতে হবে যে কোন মূল্যে যে কোন পরিস্থিতিতে।
হ্যাঁ আপু আমার মেয়েরা বর্তমান সময়ের বাচ্চাদের মতো নয়, ওরা সবকিছু বোঝে এবং খুবই লক্ষ্মী। দোয়া করবেন আপু যাতে মানুষের মতো মানুষ হয়।ধন্যবাদ আপু।