RE: নিজের ভুলের কারনে আমার মেয়েটা আজ অসুস্থ।।
বাচ্চাদের রাতের বেলায় গোসল করানো বোকামি ছাড়া কিছু না। যতই গরম হোক না কেন বাতাসের ব্যবস্থা করতে হবে। তবে সিলিং ফ্যান থাকলে আসতে দেওয়ার চেষ্টা করতে হবে। অসুস্থর সময় একমাত্র মায়ের বুকের দুধ, পাশাপাশি বায়োমিল বা কোটার দুধ NAN 110 খাওয়াতে পারেন তবে অল্প, কারণ এটা পায়খানা কষিয়ে দেয়। সর্দি জ্বর কাশি থাকলে levoster, ambrox syrup,deslor, zoli nasal নাকের ড্রপ দিবেন ও খাওয়াবেন এবং এমনিতে রেডি রাখবেন ঘরে। আশা করি ভালো কাজ দিবে। তবে বাচ্চাদের অসুস্থতার আগ মুহূর্তে মাকেই হতে হবে ডাক্তার। হুট করে হসপিটালে নিয়ে যাবেন না। নিকটস্থ চিকিৎসকের সাথে সবসময় পরামর্শ নিতে থাকবেন ইউটিউবে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেখবেন। নিজে থেকে প্রস্তুত থাকতে হবে। আমি খেয়াল করে দেখেছি বাচ্চারা বেশি অসুস্থ হয় হাসপাতালে নিলে। দোয়া করি আপনার সোনামনির জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন সন্তানকে নিয়ে এটাই কামনা রইল।