কলেজ লাইফের সময়টা খুবই মধুর ছিল। তবে সেই জীবনটা আমরা পার করে এসেছি। এখনো মনে পড়ে সেই দিনগুলো। বেশ আফসোস লাগে সে দিনগুলোর কথা ভেবে। তবে সৌরভ বিদিশার বিষয়টা আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে বেশ ভালো লাগলো। তবে অনেকের জীবনে এমন প্রেমকাহিনী থেকে থাকে কেউ সাফল্য অর্জন করে কেউ সাফল্য অর্জন করে না। আর এভাবে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের প্রেম কাহিনী।
সত্যি আপু কলেজ লাইফের সময় গুলো অনেক মধুর ভাবেই কেটে যায়। অনেক সময় ভালোবেসেও ভালোবাসার কথাগুলো বলা যায় না।