অনেক মজাদার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন আপু। আসলে ভর্তা খেতে আমার ভালো লাগে সে যে কোন ভর্তা হোক না কেন। পটল তো আমার অনেক পছন্দের একটা সবজি, আপনার এই পটলের ভর্তা রেসিপি টা দেখে আমার অনেক ভালো লাগলো রেসিপি তৈরি করার সকল প্রক্রিয়া আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে পটলগুলো ভেজে নিয়ে সিলপাটাই বেড়ে নিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভর্তা তৈরি করাটা অনেক সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে ভর্তাটা অনেক টেস্টি হয়েছে।
আমারও যে কোনো ভর্তা খুব পছন্দের আপু। আমার রেসিপি টি ভালো লেগেছে জন্য ধন্যবাদ আপনাকে।