দিনকাল খুবই খারাপ যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে। এই গরমে যেন জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। হয়তো বিকল্প অনেক পদ্ধতি আমরা গ্রহণ করছি কিন্তু এগুলো খুবই সীমিত ও নরমাল ব্যবস্থা। কবে যে আবহাওয়া চেঞ্জ হবে এবং মানুষ স্বস্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা জানে। তবে এটা সত্য বলেছেন গাছ আমাদের পরম বন্ধু কিন্তু তাদের প্রতি আমাদের কোন যত্ন মায়া নেই। যদি আমার আরো বেশি বেশি গাছ লাগাই তাহলে গরমের হাত থেকে এবং কার্বন-ডাই-অক্সাইডের হাত থেকে বাঁচতে পারব।