ভালো লাগলো ভাইয়া আপনার লেখা এই সুন্দর কবিতা পড়ে। আপনি যে সচেতন মূলক একটি কবিতা লিখেছেন চোরকে কেন্দ্র করে। একটা দেশের উন্নতির বড় অন্তরায় এই চোর। তবে চোর সর্ব স্থানে বিরাজমান। অনেক সময় বিশ্বাস করে যাকে ভালো মনে করে সেও এমন খারাপের পরিচয় দেয়। তবে যাই হোক ভালো লাগলো আপনার কবিতা।