সন্তান যখন মাকে খুশি করায় তখন যেন শুধু মাকে খুশি করানো নয় আল্লাহকে খুশি করানো হয়ে যায়। ঠিক তেমনি আজ আপনার সন্তান আপনাকে খুশি করানোর মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তাকে খুশি করিয়াছেন। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর একটি অনুভূতি, যা যুগ যুগ ধরে থেকে যাবে এই প্লাটফর্মে।
একদম ঠিক বলেছেন আপু মহান সৃষ্টিকর্তাকে ভালবাসতে গেলে আগে, তাঁর সৃষ্টিকে ভালবাসতে হয়। আর পৃথিবীতে বাবা মায়ের ঊর্ধ্বে অন্য কেউ হতে পারে না। সন্তানের জন্য তার বাবা-মা জান্নাত স্বরূপ।
আর জান্নাতকে খুশি করতে পারলে, অবশ্যই মহান সৃষ্টিকর্তাকে খুশি করা হয়।