লেবু তুলতে গিয়ে রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
রেনডম ফটোগ্রাফি
সকালে ঘুম থেকে উঠে মনে হল ফ্রিজে লেবু নেই। বাজার থেকে লেবু এনেছিল তা ফুরিয়ে গেছে। ফ্রিজের ড্রয়ার খুলে দেখলাম সত্যি লেবু নাই। তাই ছুটে চলে গেলাম রাস্তার পাশে লেবু গাছের কাছে। রাস্তার পাশের লেবু গাছে তাকিয়ে দেখলাম খাওয়ার মত লেবু নেই। খাওয়ার মত লেবু রাস্তার পাশ দিয়ে যাওয়া মানুষের ছড়িয়ে নিয়ে চলে যায়। দেখলাম কয়েকটা কাঁচা লেবুর রয়েছে যা খাওয়ার যোগ্য নয়। মোবাইলটা হাতে থাকায় হঠাৎ মাথায় আসলো এখান থেকে রান্নাঘর পর্যন্ত বেশ কিছু ফটো ধারণ করা যাবে। প্রথমে লেবুর ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম।
আরো একটু সামনের দিকে অর্থাৎ রাস্তার দিকে এগিয়ে গেলেই আমাদের বেশ কয়েকটা আতাগাছ রয়েছে। আতা গাছে কয়েকটা আতা দেখতে পারলাম। তাই আর দেরি না করে, চোখের সামনে থাকা আতা ফালের ফটো ধারণ করে ফেললাম। চোখের সামনে হলেও একটু উপরে। তাই ভালোভাবে ক্যামেরায় নিতে পারলাম না। ইতোমধ্যে সুপার ওয়ালক এর কথা মনে হল। সুপার ওয়াল অন করলাম। এরপর বাড়ির দিকে অগ্রসর হলাম।
লেবুর গাছ থেকে আরেকটু এগিয়ে যেতে রয়েছে আমাদের কাঁঠাল গাছ। আর কিসের ফটো ধারণ করা যায় এই চিন্তায় এদিক সেদিক তাকাতে কাঁঠাল গাছের চোখ পরল। খেয়াল করে দেখলাম কাঁঠাল গাছে ছোট ছোট কাঠাল ধরা শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের শুরু থেকেই কাঁঠাল ধরা শুরু হয়। গাছের দিকে এগিয়ে গেলাম ছোট ছোট কাঁঠাল দেখে সুন্দর ফটো ধারণ করার চেষ্টা করলাম।
এদিকে আমাদের দুইটা লিচু গাছের মধ্যে ছোট লিচু গাছটায় অনেক নতুন পাতার জন্ম নিয়েছে। আশা করা যাচ্ছে এই গাছটাতে এবার লিচু ধরবে। লিচু গাছের ফুল আসার আগে যদি নতুন কুশি জন্মায়, তাহলে অনেক ফুল হয় আর লিচু ধরে। আর যে গাছের লিচু ধরে না ফুল হওয়ার সময় নতুন পাতা হয়। আগে থেকে যেহেতু নতুন পাতার হয়ে গেছে তাই আশা করা যায় এরপর এই পাতার উপর দিয়ে ফুল আসবে। নতুন পাতা হয়েছে তাই গাছটাও নতুন নতুন লাগছে। এই জন্যই ফটো ধারণ করে আপনাদের দেখিয়ে দিলাম আমাদের লিচু গাছ। সবাই দোয়া করবেন যেন অনেক বেশি বেশি লুচি ধরে আমাদের এই গাছটাতে।
তারি পাশে খেয়াল করে দেখলাম বেশ কয়েকটা সরিষা গাছ হয়েছে এবং সেই সরিষা গাছে ফুল ফুটেছে। মানুষ সরিষা ফুলের ফটো ধারণ করতে কত না দূর দূরান্তে চলে যায়। আমিও কয়দিন ধরে ভাবছি সরিষা ফুলের ফটো ধারণ করতে যাব প্রাকৃতিক সৌন্দর্য কিছু ফটো ধারণ করব। কিন্তু সেভাবে ছেলের আব্বু সময় দিতে পারছে না তাই আমারও যাওয়া হচ্ছে না। কিন্তু বাড়ির মধ্যে বাড়ির বাইরে কয়েকটা করে সরিষা গাছ হয়েছে আর সেই গাছে ফুল ফুটেছে দেখে আমার অনেক ভালো লাগলো। আসলে গত বছর আমাদের পুকুরপাড়ে অনেক সরিষা গাছ ছিল। সেই সরিষা গাছ বাড়িতে আনা হয়েছিল তাই জায়গায় জায়গায় সরিষা পড়েছে। এজন্যই বাড়িতে গাছ হয়েছে।
এই সাদা ফুল গাছের নাম আমার জানা নেই। তবে আমি যতটা শুনেছি এটা কোন ঔষধি গাছ। বিভিন্ন প্রয়োজনে মানুষের এই গাছ ব্যবহার করে থাকে। আমাদের বাড়িতে বেশ কয়েক জায়গায় এই গাছ আমি দেখেছি। ফুলগুলো ছোট ছোট। তবে সাদা সাদা ফুল হওয়ায় অনেক সুন্দর লাগে দেখতে।
এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা একটি ঔষধি গাছেরি ফুল। বন জঙ্গলে এই গাছগুলো হয়ে থাকে। তবে আমি যত জানি এই গাছের নাম কেশছাড়া। এই গাছের পাতার রস চুলে দিলে, চুল ঘন হয় কালো হয়। এক সময় আমি এই পাতার রস ব্যবহার করেছি। তাই দেখতে পারলাম এই গাছের চমৎকার একটা ফুল ফুটে রয়েছে। সবকিছুর পাশাপাশি সকাল-সকাল বেশ অনেকগুলো ফটো ধারণ করে ফেললাম। সকাল সকাল ফটো ধারণের পাশাপাশি সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম।
ডিভাইস | Infinix Hot 11s |
---|---|
বিষয় | রেনডম ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আপু আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আমার কাছে এইরকম রেনডম ফটোগ্রাফি গুলো দারুণ লাগে।সব গুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। সরিষা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
কপালগুনের সরিষা ফুল বাড়িতে হয়েছে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপু আপনি তো সকাল-সকাল লেবু তুলতে গিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন। লেবু খেতে আমারও ভীষণ ভালো লাগে তবে তেমন একটা খাওয়া হয়ে ওঠে না। আপনার এলোমেলো করে ধারণ করা সবগুলো ফটোগ্রাফি আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
বাড়ির বাইরে থেকে ফটোগুলো করলাম।
আপু আপনি সকাল সকাল লেবু তুলতে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।। প্রতিটি ফটোগ্রাফি কিন্তু বেশ চমৎকার হয়েছে। সকাল সকাল ফটোগ্রাফি গুলো করেছেন বলে ফটোগ্রাফিতে থাকা গাছপালা এবং ফুলের সতেজতা দারুন ভাবে প্রকাশ পেয়েছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার। সুন্দর ফটোগ্রাফির সহ সুন্দর উপস্থাপনা করে পোস্টি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু।
লেবু তুলতে গিয়ে আপনি কিন্তু চারিপাশে যা কিছু দেখেছেন তারই ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফারদের চোখই এমন, খুব সাধারণ জিনিস কেউ ক্যামেরার মাধ্যমে এত সুন্দর করে তোলে যা বাকি দর্শকদের মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রতিটা ছবি খুব ভালো উঠেছে। আমিও আশাবাদী আপনার লিচু গাছে লিচু হবে। গতবছর আমাদের বাড়ির লিচু গাছেও প্রচুর লিচু হয়েছিল।
আমি নিজেও জানতাম না আজকে এমন একটা পোস্ট শেয়ার করতে পারব।
বা বাহ সকাল সকাল এত চমৎকার ফটোগ্রাফি গুলি দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। আসলে সামনেই কাঁঠালের সিজন আসতে চলেছে এখন প্রায় কাঁঠাল গাছে মুচি দেখা যাচ্ছে মুচির ফটোগ্রাফি আতার ফটোগ্রাফি সহ সরিষা ফুল এবং প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। খুবই সুন্দর করে বর্ণনা গুলি ও দিয়েছেন। আপনার থেকে এরকম ফটোগ্রাফি পোস্ট আরো দেখতে চাই আপু।
হ্যাঁ ভাই রান্না করার মুহূর্তে ফটো ধারণ করেছি।
ভাগ্যিস ফ্রিজে লেবু ছিলনা, তা নাহলে এতো চমৎকার ছবি হয়তো দেখতে পেতাম না। গ্রামীণ পরিবেশের এমন ছবিগুলো সত্যিই আকর্ষণীয় হয়। প্রতিটি ছবি অসাধারণ ছিল।
রাতে মনে হল লেবু ফুরিয়ে গেছে। ফ্রিজ খুলে দেখলাম সত্যি নাই।
লেবু তুলতে গিয়ে কয়েকটি চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে গ্ৰামীন পরিবেশের দারুন দারুন ফটোগ্ৰাফি। আপনি চমৎকার ভাবে বর্ণনাও দিয়েছেন দেখছি।
হ্যাঁ ভাইয়া ভাগ্যক্রমে হয়ে গেছে।
আজকের কাজ সম্পন্ন
দারুন ছিল আপনার আজকের ফটোগ্রাফি। লেবু তুলতে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করলেন। ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মধ্যে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।