গরম গরম ভাপা পিঠা তৈরি

in আমার বাংলা ব্লগ12 days ago

১৮ ডিসেম্বর,২০২৪ খ্রিষ্টাব্দ


IMG_20241214_140128_762.jpg



আসসালামু আলাইকুম

আপনারা কেমন আছেন? আশা করি, মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ' কে ভালোবেসে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম মজাদার এক রেসিপি তৈরি করে দেখাতে। আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আশা করবো আমার এই পিঠা তৈরি করা দেখতে আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কার্যপ্রণালী শুরু করি।


ব্যবহারিত উপাদান সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.চিনিহাফ কেজি
২.চাউলের ময়দানহাফ কেজি
৩.প্যাকেট ময়দাএক পোয়া
৪.খেজুরের পাটালিএক পিস
৫.পানিপরিমাণ মতো
৬.লবণপরিমাণ মতো
৭.নারিকেলদুই পিস


IMG_20241214_122833_152.jpgIMG_20241214_122158_448.jpgIMG_20241214_122645_630.jpg
IMG_20241214_122358_082.jpgIMG_20241214_122221_679.jpg


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


প্রথম আস্ত খেজুরের পাটালি টাকে একটি প্লেটের মধ্যে কুচি কুচি করে কেটে নিলাম। পাটালি টুকরা গুলো যেন অনেক ছোট ছোট হয় সেদিকে নজর রাখলাম।

IMG_20241214_123844_686.jpg



ধাপ :-২


দ্বিতীয় পর্যায়ে কিছুটা পানির মধ্যে চিনি আর লবণ গুলিয়ে নিলাম। এবার সেই তিনি লবণ মিশ্রিত পানি সমস্ত ময়দা গুলো সাথে একটি প্লেটের মধ্যে ভালোভাবে ঝুরঝুরিভাবে মেশাতে থাকলাম। যেন পানির পরিমাণটা বেশি না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। আর এভাবেই প্লেটের মধ্যে এরপর গামলার মধ্যে সমস্ত ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নিই।

IMG_20241214_123103_598.jpg

IMG_20241214_125129_877.jpg



ধাপ :-৩


তৃতীয় পর্যায়ে এসে আমি যেই ছোট সারা ব্যবহার করব ভাপা পিঠা তৈরি করার জন্য, প্রথমে সেই মাটির তৈরি সারা এর মধ্যে প্রথমে ময়দা মেশানো এরপর নারিকেলের ঝুরি ও পাটালীগুড়ের টুকরা মাঝখানে দিয়ে দিলাম। এরপর আবারো উপরে চিনির লবণের ময়দা মিশ্রণ দিয়ে দিলাম। এভাবে সারাটা পরিপূর্ণ করে নিলাম।

IMG_20241214_125216_690.jpg

IMG_20241214_125244_986.jpg



ধাপ :-৪


এরপর পাশাপাশি দুইটা খোড়ির আগুন চুল জ্বাল শুরু করে দিলাম। এর উপর মাটির ঝাজুর পাত্র বসিয়ে দিলাম। সে পাত্রের উপরে ভাপ দেওয়ার জন্য একটি রাইস কুকারের প্লেট বসলাম। এবার দুইটা চুলাতেই নিজের সুবিধার্থে সরা এর মধ্যে দেওয়া উপাদান নেট জালের উপরে রেখে উল্টা করে দিয়ে দিলাম।

IMG_20241214_131846_752.jpg

IMG_20241214_131859_302.jpg



ধাপ :-৫


একটাতে রুটি তৈরি করার তাওয়া ব্যবহার করেছি। আরেকটাতে রাইস কুকারের পাত্র।কিছুটা সময়ের জন্য ভাব দেয়া হতে থাকলো এভাবেই ভাপা পিঠা তৈরি শুরু করে দিলাম পর্যায়ক্রমে। কিছুক্ষণ ধরে ভাব দেওয়া এরপরে দলা বেঁধে গেলে নামিয়ে নেওয়া। এভাবে আমি আমার কাজ।

IMG_20241214_135030_796.jpg

IMG_20241214_140600_540.jpg



শেষ ধাপ:


যখন ভাপা পিঠাগুলো জমাট বাধা শুরু হয়ে যাচ্ছিল তখন উপর থেকে সারা নামিয়ে নেওয়া হয়েছিল। ঠিক এভাবেই দুইটা আকাতে আমি আমার ভাপা পিঠা তৈরি করতে থাকলাম। যখন একটি একটি করে পিঠা তৈরি হয়ে যাচ্ছে তখন পিঠাগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিতে থাকলাম। এভাবে একটি পর্যায়ে আমার ভাপা পিঠা তৈরির কাজ শেষ হয়ে আসলো।

IMG_20241214_140628_731.jpg

IMG_20241214_140126_170.jpg



zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন


পিঠা তৈরির পর রান্নাঘর থেকে সেগুলো রুমে নিয়ে আসলাম। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের খাওয়ার আহবান করলাম। সকলে গরম গরম ভাপা পিঠা খেয়ে বেশ খুশি হয়েছিল। তার এভাবেই পরিবারের সদস্যদের মাঝে পিঠা পরিবেশন করলাম এবং একত্রে খাওয়া-দাওয়া সম্পন্ন করলাম। আর এভাবেই আমার ভাপা পিঠা তৈরির কাজ হোক সবার মাঝে বিতরণ শেষ হয়।


received_305654148004402.webp


পোস্ট বিবরণ


Photo deviceInfinix
বিষয়সুস্বাদু রেসিপি
ক্রেডিট@jannatul01
লোকেশনগাংনী- মেহেরপুর
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png



file-Xir2RQ6EoSNYI6Jd4joBoqzk.webp


Sort:  
 11 days ago 

শীতের সময় গরম গরম ভাপা পিঠা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ভাপা পিঠা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম রয়েছে। এই ভাপা পিঠা দেখেই বুঝতে পারছি অনেক বেশি মজাদার হয়েছিল। ভাপা পিঠা তৈরি করার পদ্ধতিটা অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আর এটা দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে।

 10 days ago 

হ্যাঁ আপু অনেক মজাদার হয়েছে

 12 days ago 
 12 days ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক মজাদার ভাপা পিঠা তৈরি করে শেয়ার করেছেন আপু। গরম গরম ভাপা পিঠা খেতে আমি অনেক পছন্দ করি। আপনি অনেক মজাদার করে ভাপা পিঠা তৈরি করেছেন। ভাপা পিঠা তৈরির প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু

 11 days ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গরম গরম ভাপা পিঠা তৈরির রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশি শুধু হবে। আসলে শীতের সময় ভাপা পিঠা খেতে সত্যি বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে ভাপা পিঠা তৈরির পদ্ধতি আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 11 days ago 

হ্যাঁ শীতের সময়ে এই পিঠাটা অনেক ভালো লাগে

 11 days ago 

শীতের সব থেকে মজাদার খাবার হচ্ছে এই ভাপা পিঠা।গরম গরম এই ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে।আপনারা ভাপা পিঠা তৈরি করার পদ্ধতি দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে ভাপা পিঠা টি।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

একদম ঠিক বলেছেন

 12 days ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241218_215746.jpg

Screenshot_20241218_215657.jpg

Screenshot_20241218_214858.jpg

 10 days ago 

চমৎকার সুন্দর করে ভাপা পিঠা করেছেন।আমার খুব পছন্দের ভাপা পিঠা।গরম গরম ভাপা পিঠা নারিকেল ও গুড় দিয়ে খেতে অসাধারণ সুন্দর লাগে।ধাপে ধাপে পিঠা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

চেষ্টা করেছি আপু

 10 days ago 

শীতকাল আসলে সবাই মজার মজার পিঠা খায়। আপনি দেখতেছি মজার ভাপা পিঠা রেসিপি করেছেন। আসলে এই পিঠাগুলো যখন বানানো হয় গরম গরম কিন্তু অন্যরকম মজা লাগে। সত্যি আপনার পিঠা রেসিপি দেখে আমার নিজেরও খেতে ইচ্ছে করছে। মজার ভাপা পিঠা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 days ago 

হ্যাঁ ভাইয়া গ্রামে তো বেশি

 9 days ago 

গত পরশুদিন সন্ধ্যার সময় অফিস থেকে বাসায় যাওয়ার পথে রাস্তার পাশ থেকে গরম গরম ভাপা পিঠা কিনে খেলাম। দারুন স্বাদ লেগেছে। আজকে আপনার তৈরি ভাপা পিঠা দেখে খেতে ইচ্ছে করছে। আপনার পিঠা তৈরীর পদ্ধতিটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

 6 days ago 

এ সময় বাজারে বিক্রয় করে তো

 7 days ago 

শীতের সময়ে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা৷ আর এখন যদি ভাপা পিঠা খাওয়ার মজাই উপভোগ করা না হয় তাহলে কখনো উপভোগ করা হবে না৷ আজকে যেভাবে এত সুস্বাদু ভাপা পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ ধন্যবাদ এত সুন্দর ও সুস্বাদু রেসিপি তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 6 days ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.039
BTC 93353.17
ETH 3378.40
USDT 1.00
SBD 3.30