স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। ভালোলাগার অনুভূতি থেকে কবিতার সৃষ্টি। কিছু কিছু অনুভূতি ব্যক্ত করতে না পারলেও কবিতা হিসাবে ব্যক্ত করা যায়। ঠিক তেমনি এ সপ্তাহে ছোট ছোট চারটা কবিতা লিখতে সক্ষম হয়েছি। আজকে সেই কবিতাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। আমি মনে করি কবিতাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
শুধু তোমাকে ঘিরে।
পিছু ডাকলে আবার বন্ধু
আসবো ফিরে ফিরে।
চেয়ে দেখো তোমার জন্য
এই মনটা উতলা।
এত ভালবেসে বন্ধু
যায় কি গো তোমায় ভোলা।
কুয়াশাচ্ছন্ন মেঘ ।
শিশির ভেজা ঘাস গুলো যেন
জাগায় নতুন আবেগ।
দুবলা ঘাশের শিশির কনা
ফোটায় ফোটায় জমে আছে।
হৃদয় মাঝে ভালোবাসা
এমন করেই সাজে।
রঙিন একটা খামে।
আবেগি হয়ে কি লিখেছি
হৃদয় শুধু জানে।
গ্রহণ কর মন থেকে তুমি
আমার মনের কথা।
উত্তর দিও একটু ভালোবেসে
নিজেকে রেখোনা নীরবতা।
মধুর ধ্বনিতো গান।
হৃদয় তখন উতোলা হয়ে
করে যে আনচান।
শুনতে চাই তোমার কন্ঠে
মিষ্টি বাঁশির সুর।
সুরে সুরে বল ভালবাসি তোমায়
শুনতে লাগে মধুর।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকে আমি আপনাদের মাঝে যে কবিতা গুলো শেয়ার করলাম। প্রত্যেকটা কবিতার মধ্যে ভালোলাগা ও ভালো ভালোবাসার অনুভূতি রয়েছে। আমি সব সময় চেষ্টা করি একটু ভিন্ন ধরনের ছোট ছোট কবিতা শেয়ার করতে। তবে এই সপ্তাহে যেন একটু ভালোলাগা ও ভালোবাসা মনের মধ্যে বেশি ছিল। তাই এমন প্রিয়জনের প্রতি ভালোলাগা প্রকাশ পেয়েছে। চারটা কবিতাতেই আমি চেষ্টা করেছি ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে। এখন যেহেতু শীতের সময়। এখানে শীতের সময় কেউ একটু তুলে আনার চেষ্টা করেছি। আর এভাবেই চেষ্টা করেছি কবিতাগুলো লিখতে। কিছু কিছু ভালোলাগা ও মনের অনুভূতি প্রিয়জনকে বলা না গেলে মন থেকে সে কথাগুলো মুছে যায়। তবে কবিতা লিখতে জানলে মনের ভাব ভঙ্গি গুলো লিখে প্রকাশ করা সম্ভব। এখন যেন কবিতার মর্ম অনেকটা নিজের মধ্যে সার্থকতা পেয়েছে। বাকিটা আপনারাই বলতে পারবেন কবিতাগুলো কেমন ছিল।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
বাহ আপু আপনি তো ভালোবাসা কেন্দ্রিক বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। ভালোবাসার মানুষকে ঘিরে আমাদের কতই না কল্পনা। ভালবাসলে আসলেই ভোলা যায় না। প্রতিটি কবিতা দারুন হয়েছে আপু। কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো। দারুন দারুন কয়েকটি অণু কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আসলেই আপু আপনি সঠিক বলেছেন মনের ভালোলাগা থেকেই আসলে কবিতা সৃষ্টি হয় বা মনের ভালোলাগা থেকেই কবিতা লেখার অনুপ্রেরণা তৈরি হয়। চমৎকার ভাব সম্পন্ন চার চারটি অনু কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে। যেখানে প্রিয় মানুষ ,প্রকৃতি,শীতকালীন সৌন্দর্যের দারুন প্রতিফলন ঘটিয়েছেন।ধন্যবাদ এরকম অনু কবিতা গুলি আমাদের মাঝে শেয়ার করা জন্যে।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া
ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই চমৎকার কবিতা লেখেন। আপনার লেখা কবিতাগুলো প্রায় আমি পড়ার চেষ্টা করি। আজকের লেখা কবিতা গুলো ভীষণ সুন্দর হয়েছে।। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এত সুন্দর মন্তব্য দেখে খুশি হলাম।
আপু আপনি ভালোবাসার অনুভূতি মিশিয়ে খুব সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর ভাবে চারটি অনু কবিতা সাজিয়েছেন। অনু কবিতা পড়তে ও লিখতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করার জন্য।
অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা এই ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে পেরে খুবই খুশি হলাম আমি। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার লেখা। প্রত্যেকটা কবিতা ভালোবাসা দিয়ে গেলে খা। এই জাতীয় কবিতাগুলো আবৃত্তি করতে ভালো লাগে।
আশা করব এভাবেই পাশে থাকবেন ভাইয়া।
আজকের কাজ সম্পন্ন
X--promotion
আমার কাছে অনু কবিতাগুলো একটু বেশি ভালো লাগে পড়তে। প্রথম কোন কবিতাগুলো একটু বেশি ভালো লাগলো। এভাবে সবাই যদি কোন কবিতা চেষ্টা করে তাহলে ভালো কবি হবার সম্ভাবনা আছে। ছোট ছোট কবিতা গুলো খুব হাসি খুশির মুহূর্ত সৃষ্টি করে। যাইহোক এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে আমারও ভীষণ ভালো লাগলো।
আপনি তো খুব সুন্দর এক গুচ্ছ অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করলেন। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতা গুলো পড়ে। দুই নম্বর অনু কবিতা এবং শেষের অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক দারুন দারুন অনু কবিতা লিখেছেন আপু। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইন ছন্দের সাথে মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত দারুন দারুন অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।