মাছ ধরতে দেখার ভিডিও
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কমিউনিটির সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের পোস্ট। আজকের পোস্টে থাকবে সুন্দর একটি ভিডিওগ্রাফি। আমাদের বাড়ির পুকুরে মাছ ধরার ভিডিও শেয়ার করব।
ভিডিওগ্রাফি
আমাদের বাড়িতে দুইটা পুকুর আছে। গত বছর দুইটা পুকুর এর পানি সেঁকে দেওয়া হয়েছিল। আর সেখান থেকে মাছ ধরা দেখার মুহূর্তে আমি ফটো ভিডিও করেছিলাম। প্রায় এক বছর হতে চলল এই ভিডিওটা ধারণ করা। এটা ছিল আমাদের বাড়ির রান্না ঘরের পাশের পুকুরটা অর্থাৎ বাড়ির দক্ষিণ সাইডের পুকুর। এই পুকুর থেকে মটরের মাধ্যমে উত্তর সাইডের পুকুরে পানি দেওয়া হয়েছিল। পুকুরটা মেরামত করবে এজন্যই পানি নিষ্কাশন করা হয়। বেশ কয়েকটা দিন ধরেই পুকুরটা থেকে পানি দূর করছিল। দুইটা দিন জেলেরা এসে মাছ ধরেছিল। লাস্টের দিন একদম পুকুরের কাঁদা বের করে হাত দিয়ে মাছ ধরা হচ্ছিল। এখানে কোন জাল ব্যবহার করেনি। তাই এমন মাছ ধরতে দেখাটা বেশ আনন্দের হয়। মাছ ধরার মুহূর্তে আমি আমার ছোট ভাই বোন সহ বেশ কিছু মানুষ উপভোগ করছিলাম।
পুকুর থেকে মাছ ধরার জন্য অনেক জেলে এসেছিল আমাদের পুকুর পাড়ে। এদের মধ্যে বেশ অনেকজন ছিলেন আমাদের গ্রামের। গ্রামের জেলেদের মুখ অনেকটা পরিচিত। উনারা এর আগে আমাদের বাড়ির এবং মাঠের পুকুরে মাছ ধরেছেন। এদের মধ্যে কয়েকজন রয়েছে আমার বাবুর দাদা হন। আমার বাবুকে দেখে তারা ইয়ার্কি মশকরা করে। তাই মাছ ধরার প্রথম পর্যায়ে দেখছিলাম কয়েকজন মানুষে আমার বাবুকে পুকুরে নামার জন্য বলছিল। কিন্তু আমার ছেলে তখন তাকিয়ে থাকত কথা বের হয়েছিল না। এখন মোটামুটি আমার বাবুর মুখে কথা বের হয়েছে। হয়তো এ বছরে হলে আমার বাবু বেশ কিছু বলতে তাদের। যাই হোক মাছ ধরার এমন সুন্দর মুহূর্ত ভিডিও ধারণ করছিলাম। আমার ছোট ভাই বোনরাও পুকুরে নামার জন্য রেডি ছিল। কিন্তু জ্বর হতে পারে বলে আমি তাদেরকে বারবার মানা করছিলাম। তাই তারা শুধু আমার আশেপাশে ঘুরঘুর করেছিল। আমি কিছুতেই তাদের পুকুরে নামতে দেয়নি। এদিকে জেলেরা মাছ ধরছেন। আমি উপর থেকে তাদের দিকে ভিডিও ওপেন করে ধরে থাকলাম।
উনারা অনেকক্ষণ ধরে মাছ ধরছিলেন। আমাদের মাছ ধরা দেখতে বেশ ভালো লাগছিল। কাঁদার মধ্যে তেলাপিয়া চ্যাং সহ অন্যান্য মাছ ছিল। তারা দ্রুত এই পুকুর থেকে মাছ ধরেছিল আর যেই পুকুরটাতে পানি দেওয়া হয়েছিল সেখানে নিয়ে মাছ রাখছিল। মাছের নাকে মুখের মধ্যে কাদা চলে যেতে পারে এবং মারা যাওয়ার সম্ভাবনা ছিল। এইজন্য তারা দ্রুত করে মাছ নিয়ে পাশের এই পুকুরে রাখছিল। মাছ ধরার মুহূর্তে মাছের গায়ে প্রচুর কাদা লেগেছিল। পানিয়ালা পুকুরে যখন মাছগুলো রাখছিলেন তখন মাছগুলো মানান দেখাচ্ছিল। আর এভাবে ঐ দিনটাই আমি মাছ ধরা দেখেছিলাম আর ভিডিও করেছিলাম।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | বাড়ির পুকুরে মাছ ধরা |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X--promotion
আপনাদের বাড়ির দক্ষিণ দিকের পুকুর হতে মাছ ধরা দৃশ্যের চমৎকার একটি ভিডিও ধারণ করেছিলেন। প্রায় এক বছর আগের ধারণ করা ভিডিও টি আজকে দেখতে পেলাম আপনার পোস্টে। বিদ্যুৎ ভাই ও আছে দেখলাম। দারুন একটি মিউজিক সেট করে ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আজকের কাজ সম্পন্ন
এই দৃশ্যগুলো সবসময় আমার দেখতে ভালো লাগে। তবে কাছ থেকে কখনো দেখা হয়নি। আমার কাছে প্রকৃতি, গাছপালা ও মাছ ধরার ভিডিওগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগে। তাইতো আপনাদের ভিডিওগ্রাফি গুলো সব সময় দেখার চেষ্টা করি। আর আপনাদের এই ভিডিওগ্রাফি গুলো দেখে আরও কাছ থেকে দেখার খুব ইচ্ছে জাগে।
এই ধরনের মুহূর্ত গুলো আসলে সামনাসামনি কখনোই দেখা হয়নি। আপনার ভিডিওগ্রাফিতে কিছুটা দেখলাম। এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে। পুকুর থেকে অনেক মাছ ধরা পড়েছে দেখছি। এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
খুবই ভালো লাগলো ভিডিওগ্রাফি পোস্টটি দেখে। আসলে সেদিন জেলেদের সাথে আমিও মাছ ধরায় অংশগ্রহণ করেছিলাম। আর পুকুরের পানি ছেঁকে এরকম মুহূর্তে মাছ ধরতে বেশ ভালো লেগেছিল। অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিটি দেখে ভীষণ ভালো লাগলো। প্রকৃতির মাঝে এমন সুন্দর মুহূর্তগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে পুকুর থেকে মাছ ধরার দৃশ্যটি বেশ উপভোগ্য ছিল। এত সুন্দরভাবে ভিডিও ধারণ ও সম্পাদনা করায় আপনাকে ধন্যবাদ। কাছ থেকে এমন দৃশ্য কখনো দেখা হয়নি, তবে আপনার ভিডিও দেখে সেই অনুভূতি পেলাম। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিগুলো সবসময়ই দেখতে ভালো লাগে। ভবিষ্যতেও এমন দারুণ কন্টেন্ট দেখতে চাই। ধন্যবাদ আপু, এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।