কলার মোচা থেকে কীটপতঙ্গের ভিডিও
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কলার মোচাই বেশ কিছু বোল্লার উপস্থিতি এবং সেই মাছিগুলোর ভিডিও।
ভিডিওগ্রাফি
আমরা জানি মৌমাছি মধু সংরক্ষণ করার জন্য বিভিন্ন ফুলের উপর বসে থাকে এবং মধু সংরক্ষণ করে। মধু সংরক্ষণ করা আমরা মাঝেমধ্যে লক্ষ্য করি ফুলের উপরে এভাবে মৌমাছি আসা যাওয়া করতে দেখে। তবে বেশ কিছুদিন আগে আমি পুকুর পাড়ে গিয়েছিলাম সবজি সংরক্ষণ করতে। একটা কলা গাছ এমনভাবে চলতি পথের সামনে হেলে পড়েছিল তার নিজ দিয়ে পার হতে হত। সেই কলা গাছটাতে কলার মোচা বা কাইন পড়েছিল। বুঝতে পারছেন কলার ফুল দেখে বিভিন্ন রকমের বোল্লা বা মৌমাছির উপস্থিতি সেখানে। তাই একদিন ভাবলাম এগুলো কখনো কামড়াবে না তারা তাদের মধু সংরক্ষণ করছে। একটু দূর থেকে যদি ভিডিও ধারণ করি তাহলে কেমন হয়।
মোবাইলটা একটু জুম করলাম। এরপর ভিডিও ধারণ শুরু করে দেই। খেয়াল করে দেখলাম ভিমরুল বললা, লাল বললা এছাড়াও মৌমাছির বললা এখানে মধু সংরক্ষণ করতে এসেছে। আমরা জানি মৌমাছির বাসা থেকে মধু সংরক্ষণ হয় কিন্তু ওইসব মাছির বাসা থেকে মধু সংরক্ষণ হয় না। তাহলে প্রশ্ন ওরা মধুর সংরক্ষণ করে করে কি! খেয়ে ফেলে? যাই হোক বেশ ভয়তে ভয়তে আবার সাহসে সাহসে ভিডিওটা ধারণ করতেছিলাম। জানি এরা কামড়াবে না, তার পরেও যদি কখন চোখ মুখে কামড় দিয়ে দেয়। তাই একটু দূর থেকেই কিছুটা জুম করে ভিডিওটা ধারণ করছিলাম। ভিডিওটাও বেশ পরিষ্কার হয়েছিল। তবে ঘাড় হাত পিঠ লেগে গেছিল ভিডিও টুক ধারণ করতে গিয়ে। কোনদিন এভাবে ভিডিও ধারণ করা হয়নি তো। শুধু এখানে কাজ করতে এসেই ভিডিও ধারণ করতে হচ্ছে। তাই এটাও যেন আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমি খেয়াল করে দেখলাম এরা উড়ে আসছে আবার উড়ে চলে যাচ্ছে আবার কিছু কিছু এমন ভাবে লেগে থাকছে যেন কি খোঁজাখুঁজি করছে।
দুনিয়ার বুকে টিকে থাকতে হলে আমাদের অনেক কিছুই করতে হয়। আর শুধু যে আমাদের সেটা কিন্তু নয়। আমাদের মত এ সমস্ত কীটপতঙ্গ গুলোও তাদের নিজ নিজ ব্যস্ততায় দিন পার করে। হয়তো আমরা এমন কলার মোচায় কোন কিছুই খুঁজতে যায় না, দেখি না। তবে যা মনে হয়েছিল এর মধ্যেই তাদের সব কিছু রয়েছে। এর আগে বা পরে অনেক খেয়াল করে দেখেছি কলাগাছ থেকে এমন নতুন মোচা হলে, সেখানে এভাবে অনেক বললা ও প্রজাপতি লেগে থাকে। তারা যেমন তাদের কাজে ব্যস্ত। ঠিক আমিও একটু ব্যাস্ত হয়েছিলাম নিজের প্রয়োজনে। আর সেখান থেকে এই ফটো আর ভিডিও ধারণ। আমরা এখানে অংশগ্রহণ করে সত্যি অনেক কিছু ভাবতে শিখেছি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে শিখেছি। যেগুলো দিকে তাকাতাম না,সে জিনিসগুলোর পানে তাকিয়ে অনেক কিছু ধারণা পাওয়ার পথ দেখেছি। হয়তো আপনারাও এই ভিডিওটা দেখলে নতুন কিছু ভাবনা খুঁজে পাবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | মৌমাছি |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
বাহ কলার মোছার মধ্যে থাকা কীটপতঙ্গের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আমারও তো একই প্রশ্ন যে মৌমাছি মধু সংগ্রহ করে তারা জমা রাখে কিন্তু ভিমরুল বোলতা সহ অন্যান্য পোকারা মধু সংগ্রহ করে কি করে? এটা কিন্তু বোঝা বড়ই দুষ্কর। যাই হোক ভিডিওগ্রাফির সাথে মিউজিক টিও চমৎকার দিয়েছেন। ভিডিওগ্রাফি পোস্টটি আমার ভীষণ ভালো লেগেছে,ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এই প্রশ্ন আমার মনের মধ্যে অনেক আগে থেকে।
অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ধারণ করা। আমিও খেয়াল করে দেখেছি কলার মোচায় এমন বোল্লা বা কিটপতঙ্গ এসে বসে থাকে। অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ধারণ করা। খুবই খুশি হলাম দেখে।
বসে থাকে না ভাইয়া মধু সংরক্ষণ করে।