নাটক রিভিউ "আলতা সুন্দরী" ৩৭ তম পর্ব
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ৩৭ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
নাটকের নাম | আলতা সুন্দরী |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ৩৭ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৬ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
আলতো সুন্দরী নাটকের নতুন নায়ক বুলেট পুরাতন নায়ক মেসের আলীর কাছে অপমানিত হয়েছে। সে এখন কিভাবে মেসের কে গানের দল থেকে দূর করে দেওয়া যায় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিস রানীর সাথে নায়ক মেসেরের কথোপকথন দেখেছে। মিস রানী নিজেই পুরাতন নায়কের হাত ধরেছিলেন। কিন্তু নতুন নায়ক বুলেট কথাটাকে উল্টিয়ে হাসেম জোয়ারির কাছে পুরাতন নায়কের নামে দুর্নাম করে দিল। পুরাতন নায়ক এর আগে হাসেম জোয়ারী কেউ অপমান করেছিল। তাই সে এই সুযোগে প্রতিশোধ মূলক গানের দল থেকে বের করার চেষ্টা করবে। এমন বিষয় নিয়ে নতুন নায়কের সাথে আলোচনা করলো। হাসেম জোয়ারির পথের মধ্যে পুরাতন নায়ক মেসেরকে দাঁড় করালো এবং জানতে চাইলো উল্টাপাল্টা কিছু। এতে পুরাতন নায়ক রেগে গেল। সে হুমকি দিল যে করেই হোক দল থেকে তাকে বের করবে। হাসেম জোয়ারী গানের দলের ওস্তাদ কে একটা বিচার করতে বলল। গানের দলের পুরাতন নায়ক মিস রানীর হাত ধরেছে। বিষয়টা কখনোই গানের দলের ওস্তাদ বিশ্বাস করবে না। সে বললেন মিস রানীর মুখ থেকে বিস্তারিত জানবো। এতে হাসেম জোয়ারী রাগান্বিত হয়। কিন্তু গানের দলের ওস্তাদ কখনোই হাসেম জোয়ারীর কথা বিশ্বাস করবে না। তার মুখের কথা শুনেই কারোর উপর প্রতিবাদী হওয়ার ইচ্ছে নেই। কারণ গানের দলের ওস্তাদ হাসেম জোয়ারী কে কখনোই বিশ্বাস করে না। ওস্তাদ বুঝে ফেলেছে, তারা একটা চক্রান্ত করে গানের দলটাকে নষ্ট করার চেষ্টা করছে।
এদিকে মিস রানী মাসুমার সাথে প্রেম ভালোবাসা নিয়ে আলাপ-আলোচনা করছে। মাসুমা গোপনে গোপনে রহিম বাদশা কে ভালবেসে ফেলেছে। বিষয়টা কেউ না বুঝতে পারলেও মিস রানী ভালই বুঝে ফেলেছে এবং কথা দিয়ে কথা বের করে ফেলেছে অনেক। কিন্তু মাসুমার মনের মধ্যে একটাই ভয়, রহিমকে যেটাই বলা হয় না কেন সেটা সে মাসুমার মাকে বলে ফেলে। ভুল করেও সে বুঝতে পারেনা মাসুমার মনের কথা। সে এখনো আলতা সুন্দরীর প্রেমে পড়ে রয়েছে। কারোর কথা বুঝ নিতে চায় না। আলতা সুন্দরী বলে কোন মেয়ে মানুষ নেই একথা অনেককে অনেকবার বলেছে, তবুও রহিম বাদশা কারো কথা বুঝতে চাইনি।
এদিকে বুলেট হঠাৎ করে গুলজারের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। গুলজার এর সাথে বেশ কয়েকটা কথা নিয়ে কথা কাটাকাটি সৃষ্টি হল। বুলেট মূলত বুঝতে পেরেছে গুলজার মিশ রানীকে চা তৈরি করে খাওয়াই কেন। তাই সে একপ্রকার প্রতিবাদী হয়ে ওঠার চেষ্টা করেছিল গুলজার এর কাছে। কারণ মিস রানী দিন দিন বুলেটকে এড়িয়ে চলছে এবং গুলজারদের কথায় চলাচল করছে। মিস রানী কে আগের মত আর বুলেট কাছে পায় না বা কথা বলতে পারে না। সব সময় মিস রানী বুলেটের কথার উল্টা রিয়াকশন করে। তাই বুলেট গুলজার এর সাথে একটু চড়া হয়ে কথা বলায়,গুজার রেগে গিয়ে বুলেটের গালে চড় বসায়। এতে বুলেট অনেক অপমানিত হয়। কিন্তু অপমানিত হয়ে কোন লাভ নেই। গুলজার সম্পর্কে তার আগে ধারণা নেয়া প্রয়োজন ছিল।
এদিকে হাসেম জোয়ারী গানের দলের ভিলেন নসুকে হাত করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জ্ঞানের দল টা কিভাবে নষ্ট করা যায়। গানের দলের নায়ক মেসের এর বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর কার্যক্রম চলছে তাদের। তারা দুজন বেশ অনেক মিথ্যা উল্টাপাল্টা কথা বলে ফেলেছে গানের দলের ওস্তাদের কাছে। মিথ্যা কে সত্য হিসেবে তৈরি করার জন্য নতুন নায়িকা অর্থাৎ মিস রানীর বেশ মিথ্যা বলে সাজানোর চেষ্টা করে। যে সমস্ত বিষয়গুলো মিস রানী জানতো না সে সমস্ত বিষয়গুলো শিখিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করে তারা দুজন। হয়তো আগামীতে মিস রানীর কার্যকলাপের মধ্য দিয়ে বুঝতে পারা যাবে কতটা সে ন্যায় এর পক্ষে অথবা অন্যায়ের পক্ষে।
এদিকে পথের মধ্যে গানের দলের পুরাতন আর নতুন নায়কের দেখা হয়। পুরাতন নায়ক নতুন নায়ক কে বলেছিল আগামীকাল সকালের মধ্যে গ্রাম ত্যাগ করে যেতে কিন্তু সে এখনো যায়নি। বুলেটের হাতে মার খাওয়ার পরেও তার মনে ভাব ফুর্তি রয়েছে। সে উল্টা মিসের কে বলল কিভাবে তাকে গানের দল থেকে বিদায় করা যায় দেখে নিবে। কিন্তু ষড়যন্ত্রের বিষয়টা মোটেও বুঝতে পারল না মেসের। যেহেতু ষড়যন্ত্র চলছে সেটা নতুন নায়ক বুলেট ভালোভাবেই জানে। মেসের তার সততাকে সামনে রেখেই হাসিমুখে অনেক কিছু বলল বুলেটকে। আর এভাবেই এই পর্বের সমাপ্তি হয়।
আলতা সুন্দরী নাটকে আমরা বেশ কিছু পর্ব অনেক সুন্দর ভাবে লক্ষ্য করে দেখেছি। এইজন্য ভালো ভাবে বুঝতে পেরেছি এখানে বেশ কয়েকটা বিষয়কে কেন্দ্র করে নাটকের সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে। একদিকে গানের দল আরেকদিকে নায়ক নায়িকাদের প্রেম ভালোবাসা, আর এই গানের দল ও প্রেম ভালোবাসার মাঝখানে মিথ্যা বলা প্রতারণা করা এই সমস্ত কাজে নিয়োজিত রয়েছে আর একদল। আর এর মাঝখানে আবার রহিম বাচ্চার মত পাগল প্রেমিক কে পাগলামি হিসেবে রাখা হয়েছে। তবে গত পর্বে তুলনায় আজকের এই ৩৭ তম পর্বের আমরা একটা বিষয় নিশ্চিত হয়েছি যে গানের দলের ভিলেন অর্থাৎ নসু ভিলেন বাস্তবিক প্রকৃত ভিলেনের পক্ষপাতি নিয়ে চলছে। হাসেম জোয়ারী তার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য গানের দলটাকে লক্ষ্যমাত্রা হিসেবে নিয়েছে। সে নিজের মত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে দলটাকে নিজের মত পরিচালনা করা যায়। যারা তার অনুকূলে আসে না তাদেরকে কোন কৌশলে ফাঁদে ফেলানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি এখানে গানের দলের নায়ক কে কিভাবে দল থেকে হাঁটানো যায়, দলটাকে নিজের হাতে নিয়ে চালানো যায় সেভাবেই অগ্রসর হচ্ছে। এই পর্বের অভিনয় তে মূল বিষয়টা ছিল ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে হাসেম জোয়ারী। এছাড়াও গুলজার এর অভিনয়টা সব সময় একটু রাগী টাইপের। সে তার বোনের কাছে জানার চেষ্টা করেছিল জিডি অর্থ কি কেস করা। তার মানে বোঝাই যাচ্ছে যতই রাগী লোক হোক না কেন তার মধ্যে ভয় রয়েছে। ভয় আর রাগের টেনশন এর মধ্যে বুলেটের কথা সহ্য করতে না পেরে এক চড় মেরে তার বংশের পরিচয় তুলে ধরেছে। সবমিলেই আমরা বলতে পারি গ্রামীন পর্যায়ের এক সুন্দর অভিনয় এবং অতীতের বেশ কিছু বাস্তবতা এ নাটকের মধ্যে লক্ষণীয়। যারা গ্রামীণ নাটকগুলো বেশি পছন্দ করে তারা এ নাটকের সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং বুঝতে পারবে এই নাটকের অর্থ।
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
আজকের কাজ সম্পন্ন
X--promotion
বেশ ভালো লাগার মত একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আপনার চমৎকার এ নাটক রিভিউ টা আমাকে মুগ্ধ করেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার এই আলতা সুন্দরী নাটক রিভিউ করা।
সময় করে দেখে নিবেন ভাইয়া
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
রিভিউটা পড়ার জন্য ধন্যবাদ
আজকে আপনি অনেক বেশি সুন্দর করে আলতা সুন্দরী নাটকের ৩৭ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে নাটকটার এই পর্বের রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ পড়ার জন্য।
আশা করব এই পর্ব টা দেখবেন
নাটক রিভিউ যদি পড়া হয় তাহলে আর নাটক দেখার প্রয়োজন হয় না আমার মনে হয়। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। এতো সুন্দর করে রিভিউ করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ
তারপরও দেখতে হবে ভাইয়া।
আপনি দেখতে দেখতে আলতা সুন্দরী নাটকের ৩৭ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করে ফেললেন। নাটক কি দেখতে খুবই সুন্দর। আপনি প্রতিনিয়ত এই নাটকের পর্বগুলো আমাদের দেখার সুযোগ করে দিচ্ছেন। এর আগে আমি বেশ কিছু পর্ব দেখেছি। এ নাটকে যারা অভিনয় করেছে তারা তাদের অভিনয় খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে নাটক রিভিউ শেয়ার করার জন্য।