জেনারেল রাইটিং || মানবতা

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

জেনারেল রাইটিং পোস্ট


IMG-20240702-WA0000.jpg

Photography device: Huawei P30 Pro-40mp



মানুষ মানুষের জন্য, নিজ গুনে হয়ে ওঠে ধন্য। মানবতা মানুষের মহৎ গুণ। প্রত্যেকটা মানুষের মধ্যে কোন না কোন গুণাবলী থেকে থাকে। কিছু গুণ রয়েছে যেগুলো ব্যক্তিবিশেষের জীবন আদর্শের অন্যতম পন্থা। সারা জীবন বেঁচে থাকতে বেশ কিছু আদর্শ গুণাবলী কাজকর্ম থেকে থাকে তার মধ্যে মানবতা অন্যতম। যার মধ্যে মানবতা রয়েছে তার মধ্যে রয়েছে ন্যায় নিষ্ঠা ধর্ম। আর এ নেয় নিষ্ঠা মন-মানসিকতার জন্যই মানুষ মানবতা বজায় রাখতে পারে। তবে মানবতাও বলতে কী বোঝায়, এ বিষয়টা আমাদের জানা প্রয়োজন এবং এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা প্রয়োজন।

মানবতা বলতে আমি আমার নিজ বিবেক থেকে যেটাকে বুঝি তা হচ্ছে মানুষের প্রতি মানুষের ন্যায় ধর্ম, সহানুভূতি প্রকাশ। এ মনে করুন একজন ব্যক্তি মাথায় এক মন বোঝা উঠাতে পারছে না, আপনি একটু সহযোগিতা করে হাত লাগিয়ে বোঝাটা উঠিয়ে দিলেন এটাই মানবতা। আর এমন মানুষের প্রতি দয়া মহব্বত দেখানো সহায়তা প্রদান করা সেগুলোই মানবতা। যত দিন যাচ্ছে এই সমস্ত মানবতাগুলো যেন দূরে চলে যাচ্ছে। পথ চলতে বিভিন্ন জায়গায় অবস্থান করতে মানুষের মধ্যে মানবতা খুব কম দেখতে পেয়েছি পেরেছি মানুষের অহংকার। আর এই অহংকার মানুষের মানবতাকে দূরে ঠেলে দেয়।

মানবতা যেমন মানুষের জন্য কল্যাণকর, তার বিপরীতে আমি মনে করি অহংকার টা অবস্থান করে যেটা অকল্যাণকর। আমি একদিন একটা বিষয় লক্ষ্য করে দেখলাম আর এই বিষয়টা দেখে বেশ খারাপ লাগছিল। দেখলাম একজন ভ্যানচালক তার ভ্যানে বোঝা বহন করে কাঁচা রাস্তা থেকে হাই রোডে উঠছে। এই মুহূর্তে তার পিছনে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। গাড়িওয়ালা তার বোঝা নিয়ে হাই রোডে উঠতে পারছে না। গাড়িটা জোরে দিও উপরে উঠতে পারছে না। এমন মুহূর্তে লক্ষ্য করে দেখলাম পিছনে থাকা বেশ কিছু ছেলে মানুষের মধ্যে একজন মানুষ এগিয়ে আসলো এবং পেছনের লোকদের পান তাকাতে থাকলো। মনে হল উনি বলতে থাকলেন তারা যেন এগিয়ে এসে গাড়িটার পিছনে ঠেলে রাস্তায় উঠিয়ে দেয়। কারণ আমি বেশ দূর থেকে বিষয়টা লক্ষ্য করছি কথা ভালো শোনা যাচ্ছে না তাদের। শেষে দেখতে থাকলাম দেখি মানুষের মধ্যে মানবতা কেমন রয়েছে।

তবে দূর থেকে যা উপলব্ধি করলাম যে মানুষটা এগিয়ে গেলেন তিনি একাই গাড়িটা ঠেলতে থাকলেন। আর এদিকে যারা দাঁড়িয়ে ছিলেন তাদের ডাট একটু বেশি মনে হলো তারা বিখ্যাত হয়ে গেছেন অহংকারে; ডাটে; টাকা পয়সায়। আমি মনে মনে দূর থেকে বললাম 'আরে মূর্খ মানুষ মরে গেলেও তো সবই শেষ, কিসের এত ডাট অহংকার' গাড়িয়ালা ভাইটা কত কষ্ট করছে চোখের সামনে গাড়িটা একটু ঠেলে দিলে মানুষটার কত না উপকার হয়। যদি গাড়িটা হঠাৎ উল্টে যাই বা গাড়ির চেন কেটে যায় তাহলে কতই না বিপদ সেই গাড়িওয়ালা ভাইটার। মনে মনে আরো ভাবলাম যদি পুরুষ মানুষ হয়ে তোরা এই সহযোগিতা করতে না পারিস, আর মেয়ে মানুষ হয়ে আমার যদি মনে বা বিবেকে বাদে বিষয়টা, তাহলে তোরাই তো কাপুরুষ বা মহিলা।

অতঃপর দেখলাম আরো বেশ কয়েকজন মানুষ এদিক সেদিক থেকে এসে গাড়িটাকে ঠেলে রাস্তায় তুলে দিল। এটাকেই বলা হয় মানবতা। এই মানুষগুলোর মধ্যে বিবেক রয়েছে রয়েছে মনুষ্যত্বের পরিচয়। তাইতো তাদেরকে না ডাকা সত্ত্বেও বিবেকের তাড়নায় ছুটে এসেছে মানুষ হয়ে মানুষের সহায়তা করতে। এটাই তাদের মানবতা এটাই তাদের মানুষ ধর্ম। আর পিছনে যেই বিখ্যাত হয়ে যাওয়া অহংকারী ব্যক্তি গুলো শুধু দাঁড়িয়েই থাকলো মনে মনে তাদের প্রতি আমি ধিক্কার জানালাম তোরা মানুষ হয়ে অমানুষ, শিক্ষা গ্রহণ করিস নাই। যদি তোদের মধ্যে শিক্ষা থাকতো তাহলে মানবতা থাকতো আর যদি মানবতা থাকত তোদের মত মানুষ দিয়ে হয়তো অনেকের অনেক উপকার হত দেশটা আরো সুন্দর হতো।



IMG_20240526_143514_426.jpg

Photography device: Infinix Hot 11s-50mp


তাই আমাদের সবার মনের মধ্যে এমন মানুষত্ব সৃষ্টি করতে হবে যেখানে মানবতার কল্যাণে একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সুন্দর হাসি খুশি পরিবেশ গড়তে পারি। আপনার আমার সহযোগিতায় কোন ভাই কোন বোনের মনের কষ্ট দূর হয়ে যাবে বা মুখে এক ফোঁটা হাসি আসবে এটাই মানবতা। আর এ মানবতায় বয়ে আনতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মায়া-মহব্বত সহযোগিতা। যে কথাগুলো বার বার করে বলে গেছেন কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের বেশ কিছু লেখা আমাকে মুগ্ধ করে তাই তাদের সেই কথাগুলো যেন আমার মধ্যে ফুটে উঠে বারবার। তাই আসুন আমরা একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং নিজের মধ্যে মানবতা সৃষ্টি করি। এতে মান সম্মান কমে না, মান সম্মান বাড়ে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 4 days ago 

মানবতা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার পোস্টে মানবতার বিভিন্ন প্রসঙ্গ বেশ গুছিয়ে তুলে ধরেছেন।আপনি ঠিকেই বলেছেন,মানবতা হচ্ছে মানুষের প্রতি মানুষের ন্যায় ধর্ম, সহানুভূতি প্রকাশ। কিন্তু সেই সহানুভূতির প্রকাশ দিন দিন ভোতা হয়ে যাচ্ছে মানুষের। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তবে- এটাই হোক আমাদের ব্রত। সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 days ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 4 days ago 

আমাদের সমাজে আজকাল মানবতা নেই বললেই চলে। এখন মানুষের বিবেক কোথায় হারিয়ে যাচ্ছে দিনদিন। তবে যাদের ভিতরে বিবেক আছে তারা ঠিকই করে যাচ্ছেন। একজন অসহায় মানুষকে সহায়তা করা হচ্ছে মানবতার অন্যতম পরিচয়। দিনশেষে সেই মানুষই হাজারো মানুষের মাঝে বেঁচে থাকে যে মানুষ মানবতার জন্য কাজ করে। অনেক ভালো লাগলো আপু আপনার গুরুত্বপূর্ণ লেখা গুলো পড়ে।

 3 days ago 

আপনার মন্তব্য আমার কাছে ভালো লেগেছে।

 4 days ago 

আমাদের সমাজে মানবতা নেই বলেই চলে। সত্যি আমাদের সবারই উচিত অন্যের কাজে সাহায্য করা। আসলে আমার সামনে লোকজন অনেক কষ্ট করছে আর আমি বাবুর মতো বসে আছি এটা আসলে ঠিক নয়।আমাদের সবার উচিত মানবিক হওয়ার। আপনি মানবতা নিয়ে চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

খুবই ভালো লাগলো আপু আপনার সুন্দর কথাগুলো।

 4 days ago 

অহংকারী মানুষগুলো আমাদের সমাজের অভিশাপ স্বরূপ। সত্যিই মারা যাওয়ার পর এসব কিছু মাটির সাথে মিশে যাবে। আপনার ঘটনাটা পড়ে ভীষণ খারাপ লাগলো। তবে বর্তমান সমাজ টা এরকমই। দারুন কিছু কথা লিখেছেন আপনি। ধন্যবাদ আপু।

 3 days ago 

আসলে খারাপ লাগারই বিষয়

 4 days ago 

আপনার জেনারেল পোস্টগুলো যতই পড়ি ততই মুগ্ধ হই আমি। আমি জানি আপনিও বেশ সচেতন একজন মানুষ। তাই সচেতন মূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন। অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই মানবতা বিষয়ক রাইটিং দেখে।

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

আজকে সারা পৃথিবীব্যাপী মানবতার চরম সংকট। মানুষগুলো মানবতা হারিয়ে হিংস্র জানোয়ারের পরিণত হয়েছে। একে অন্যের প্রতি কোনো ভালোবাসা নেই, নেই কোন সহানুভূতি। মানুষের জন্য মানবতা প্রয়োজন। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।

 3 days ago 

একদম ঠিক বলেছেন আপনি

 3 days ago 

আপু আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন। আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে যারা শুধু অহংকার নিয়ে বেঁচে রয়েছে। কিন্তু তারা কখনো খেয়াল করে না যে মরে গেলে এসব অহংকার গাড়ি বাড়ি বা টাকা পয়সা কিছুই তার সাথে যাবে না। আপনি সুন্দরভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 days ago 

হ্যাঁ ভাই তাই আমাদের সবার এ বিষয়ে সজাগ হতে হবে।

 2 days ago 

আপনার লেখাটি পড়ে অনেক অনুপ্রাণিত হলাম। মানবতার মতো মহৎ গুণাবলী নিয়ে আপনার মতামত সত্যিই আমাদের মনে দাগ কেটেছে। আমাদের প্রত্যেকের উচিত মানবতা এবং সহানুভূতির চর্চা করা, কারণ সেটাই আমাদের সমাজকে সুন্দর এবং বাসযোগ্য করে তুলতে পারে। ধন্যবাদ, আপনার মূল্যবান চিন্তাভাবনা শেয়ার করার জন্য।

[@redwanhossain]

 1 hour ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ এমন অনেক মানুষ আছে যারা সব সময় তাদের সম্পদ গড়ার ক্ষেত্রে ব্যস্ত থাকে৷ এই সম্পদ গড়ার পথে যখন হাঁটতে থাকে তখন সে কোন কিছুই দেখে না। সব সময় শুধু মাত্র নিজের কাজ নিয়ে চলতে থাকে৷ কোন ধরনের মানবিকতা তাদের মধ্যে তখন দেখা যায় না৷ আসলে একটা সময় এরকম হবে তাদেরকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে এবং কোন কিছুই তারা নিয়ে যেতে পারবে না৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15