বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ18 days ago


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আপনারা জানেন আমি প্রায় আপনাদের মাঝে সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করে থাকি। যে পোষ্টের মাঝে বিভিন্ন পর্যায়ের ফটো বর্ণনার সাথে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। ঠিক তেমনিভাবে আজকেও আমি উপস্থিত হলাম বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

Picsart_24-09-14_21-29-07-218_1.jpg

Editing photos with PicsArt app





📷 📸 রেনডম ফটোগ্রাফি 📸 📷


আলোকচিত্র: ১


ফটোগ্রাফিতে আমরা যে চিত্র দেখতে পারছি আমরা অনেকে সেটাকে হাওয়ায় মিঠা বলে থাকি। আবার অনেকেই বিভিন্ন নাম দিয়ে থাকেন। তবে এগুলো চিনি দিয়ে তৈরি করে থাকেন। খেতে বেশ ভালো লাগে। প্রায় বাজারে লক্ষ্য করা যায় এমন বিক্রেতারা খুব সুন্দর করে তাদের হাতের স্টিকটা সাজিয়ে বিক্রয় করে বেড়ান। সন্ধ্যা রাতের লাইটের আলোতে অনেক ভালো লাগছিল এই হাওয়ায় মিঠার সাজানো স্টিকটা।

IMG_20231223_182958_318.jpg


আলোকচিত্র: ২


এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে পানি দেওয়ার দৃশ্য। পাইপের ভেতর থেকে খুব সুন্দর ভাবে পুকুরে পরছে এবং পানির এক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে। এই জাতীয় পানি পড়া দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের স্যালো মেশিন থেকে যখন ফসলে পানি দেয়া হতো। হ্যালো মেশিনের পানি পরার স্থানটা একটু গর্ত ছিল। ঠিক সেই জায়গায় এমন সুন্দর দৃশ্য লক্ষ্য করতাম।

IMG_20240212_142349_8.jpg


আলোকচিত্র: ৩


এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কচুরির ফুল। এগুলো মাঠে জন্মায়। যে কোন পুকুর খাল বিলে দেখা যায় এগুলো। ফুলগুলো কিন্তু বেশ দারুন লাগে আমার কাছে। একই সাথে অনেকগুলো পাশাপাশি ফুটে থাকে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে এমন বেগুনি কালার ফুলগুলো যেন আকর্ষণ করে দূর থেকে।

IMG_20240629_090742_802.jpg


আলোকচিত্র: ৪


এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ঝুড়িতে অসংখ্য টমেটো রয়েছে। এই ফটোটা আমি গত বছর ধারণ করেছিলাম। গত কয়েকদিন আগে বাজারে বাজার করতে গিয়ে দেখলাম সেখানে টমেটো। টমেটো দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। আমরা আমাদের সবজি বাগানে টমেটো উৎপাদন করি। তবে শীতের সময়। বাজারে অগ্রিম টমেটো দেখে বেশ খেতে ইচ্ছে হয়েছিল তবে কেনা হয়নি দাম অতিরিক্ত থাকায়। তাই হঠাৎ গ্যালারিতে ছবিটা থাকায় শেয়ার করলাম।

IMG_20240305_080801_437.jpg


আলোকচিত্র: ৫


এখন বৃষ্টি বাদলের দিন। বর্ষার সময় জানেন এই সমস্ত ব্যাংকগুলো ডাঙ্গায় উঠে আসে এবং ইচ্ছে মতো ডাকতে থাকে। অনেকেই বলে থাকে তারা আরও বৃষ্টি চাচ্ছেন। তবে যাই হোক আমাদের বাড়িতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটি ব্যাংক উঠে এসে থেমে রয়েছে। দুই পারে পুকুর রয়েছে তো। মাঝখানে আমাদের বাড়ি। বিভিন্ন আলো দেখে তারা উপরে এসেছে হয়তো চরাই করার জন্য। আর সেই মুহূর্তে সুযোগ খুঁজে আমিও ফটো ধারণ করে ফেলেছি।

IMG_20240913_191330_896.jpg


আলোকচিত্র: ৬


এই মুহূর্তে একটি প্রাকৃতিক পরিবেশের সুন্দর চিত্র শেয়ার করলাম। যেখানে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এদিকে তিনটা নারিকেল গাছ পাশাপাশি আকাশ পানে দন্ডায়মান। এমনই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে আমার বেশ ভালো লাগে।

IMG_20240829_150416_1.jpg


আলোকচিত্র: ৭


এখানে দেখতে পাচ্ছেন দো মালা নারিকেল খাওয়ার এক আনন্দঘন মুহূর্তে চিত্র। কয়েকদিন আগে ডাব ক্রেতা এসেছিল। আর তাই পরিবারের সবার সুযোগ হয়ে গেছিল ডাব হওয়ার। তবে কিছুটা নারকেল জাতীয় ডাব পেড়ে নিয়েছিলাম খাওয়ার জন্য।

IMG_20240831_201114_051.jpg


আলোকচিত্র: ৮


এই মুহূর্তে এখন আর দেখতে পাচ্ছেন এক ভ্রাম্যমান প্লাস্টিক সামগ্রী বিক্রেতার দোকান। যে দোকান গ্রামে গ্রামে নিয়ে বেড়ানো যায় এবং অতি সুলভ মূল্যে বিক্রয় করে থাকেন। একদিন আমি একটি আরএফএল জগ কিনেছিলাম ১৭০ টাকা দিয়ে একটি মার্কেটের দোকান থেকে। একদম সেম জগ এ ভ্রাম্যমান গাড়িতে ছিল। দাম জিজ্ঞেস করেছিলাম বলেছিল ১৩০ টাকা। তারপর উনি একশ কুড়ি টাকা দিয়ে দিয়েছিলেন। আমি খুব আশ্চর্য হয়েছিলাম এরা এত কষ্ট করে গ্রামের ভিতরে করে তারপরেও মার্কেটের দোকানগুলো থেকে অনেকটা কম দামে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে ভেজাল আছে কিন্তু দেখলাম না। বাড়িতে কিনে আনা জবটা হারিয়ে জোকটা একই রকম একই জায়গায় একই স্টিকার মারা হয়েছে। তখনই বিশ্বাস হয়েছিল।

IMG_20240317_122707_809.jpg


আলোকচিত্র: ৯


এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বেগুনের ফটোগ্রাফি। গত বছর আমাদের পুকুরপাড়ের বাগানে অনেক বেগুন ধরত। এবার অনেক গাছ রয়েছে কিন্তু ধরছেনা। গত দু একদিন আগে সবজি তুলতে গিয়ে তো আমি পুরা হতাশ হয়েছিলাম। অনেকগুলো গাছ রয়েছে কিন্তু কোন বেগুন নেই সেখানে। শাকসবজি উঠাতে গিয়ে ফটো ধারণ করতে অনেক ভালো লাগে। আর তাই সেখান থেকে ফটো ধারণ করে রেখেছিলাম।

IMG_20231026_075927_414.jpg


ব্লগটির বিবরণ


ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s-50mp
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
What3words LocationMeherpur
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 18 days ago 

ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি তুলতে সবারই ভালো লাগে। তবে প্রত্যেকটা কাজের মধ্যে আলাদা একটা টেকনিক থাকে। আপনার ফটোগ্রাফি গুলো খুব মূল্যবান কোন কিছু না হলেও আপনি এগুলোকে যেভাবে ক্যামেরাবন্দি করেছেন তাতে প্রত্যেকটি ফটোগ্রাফিকেই আপনি অনেক সুন্দর করে তুলে ধরতে পেরেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে ।ধন্যবাদ আপু।

 15 days ago 

আমি চেষ্টা করি একটু মনোযোগী হয়ে ফটো ধারণ করতে

 18 days ago 

আপনার এত সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন দারুন সব ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। এ জাতীয় ফটোগ্রাফি মূলক পোস্ট আমার খুব ভালো লাগে।

 15 days ago 

ধন্যবাদ আপনাকে

 18 days ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিভিন্ন সময় এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। গাছে থাকা বেগুনটা দেখতে বেশ ভালো লাগছে। আকাশের ফটোগ্রাফি টাও খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

খুব সুন্দর ভাবে মন্তব্য করেছেন

 18 days ago 

আপনার উঠানো ভিন্ন ধর্মী কিছু ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার চার নম্বর আলোচিত টমেটোর ফটোগ্রাফি দেখে আরো ভালো লাগলো সাথে সাথে টমেটোর অগ্রিম শুভেচ্ছাও পেলাম। যাইহোক সবশেষে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ভিন্ন ধর্মী ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

আশা করব এভাবে পাশে থাকবেন

 18 days ago 

আপু আজ আপনি আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে। আসলে প্রতিটি জিনিস একটি আর্ট। এই ফটোগ্রাফিও একটি আর্ট। আর সেই আর্ট সুন্দর করে প্রতিটি জিনিসকে আর্টের মাধ্যমে আরও আকৃষ্ট করা। আজ আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।

 15 days ago 

তা অবশ্য ঠিক বলেছেন

 18 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন‌ । আজকে আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে নারিকেল দেখতে পেয়ে খেতে ইচ্ছে করছে। তাছাড়া টমেটোর ফটোগ্রাফি গুলো দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 15 days ago 

গাছ থাকলে পেড়ে খান

 18 days ago 

বিভিন্ন পরযায়ের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

ভালো লাগলো আপনার মন্তব্য দেখে

 18 days ago 

বিভিন্ন সময়ে তোলা আপনার রেনডম ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভালো লেগেছে ।কচুরিপানার ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 15 days ago 

চেষ্টা করেছি সুন্দর ফটো ধারণ করতে

 18 days ago 

দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। টমেটোগুলো দেখে তো খুবই লোভনীয় লাগছে। আর ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে অনেক খুশি হলাম।

 15 days ago 

উৎসাহ দিলে আরো দারুন হবে

 17 days ago 

এলোমেলো ফটোগ্রাফিগুলি আমার কাছে বেশ ভালো লাগে দেখতে।আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।6নং আলোকচিত্রটি বেশি ভালো লেগেছে।মজার বিষয় হচ্ছে টমেটোগুলিকে আমি বরই মনে করেছিলাম।ধন্যবাদ আপু।

 15 days ago 

যাহোক একটা ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60973.26
ETH 2366.47
USDT 1.00
SBD 2.58